Also read in

Renowned Doctor Ratan Das passes away

চলে গেলেন শিলচরের প্রখ্যাত চিকিৎসক রতন দাস। আজ দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি শিলচরের ভ্যালি নার্সিংহোমের চিকিৎসক ছিলেন।

জানা যায়, আজ দুপুরে নরসিংপুরে তার পৈতৃক বাড়িতে ঘটনাটি ঘটে। তিনি তার মায়ের বাৎসরিক শ্রাদ্ধে যোগ দিতে নরসিংহপুরের তার পৈতৃক বাড়িতে গিয়ে ছিলেন । কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সঙ্গে সঙ্গে তাকে ভ্যালি নার্সিংহোমে নিয়ে আসা হয়। কিন্তু শেষ রক্ষা করা সম্ভব হয়নি। ডাক্তাররা ঘোষণা করেন যে তিনি আর আমাদের মধ্যে নেই।

উল্লেখ্য, নরসিংহপুরে তার একটি চেম্বার রয়েছে। সেখানেও তিনি রোগী দেখতেন এবং এলাকার একজন জনপ্রিয় চিকিৎসক হিসেবে সুপরিচিত ছিলেন। নতুনবাজার এলাকার মনমোহন দাসের পুত্র  রতন দাস মৃত্যুকালে  পত্নী, এক পুত্র ও এক কন্যা সন্তানকে রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে শোকাহত শিলচরের জনগণ।

Comments are closed.