Rescue operation fails; One deadbody floats two still missing
তল্লাশি অভিযান ব্যর্থ, একজনের লাশ ভেসে উঠলো
হাইলাকান্দির লালামুখ ফেরিঘাটে নৌকাডুবিতে নিখোঁজ তিন যুবকের মধ্যে একজনের লাশ বুধবার উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লালার উত্তর জষ্ণাবাদ -মাধবপুর এলাকায় কাটাখাল নদীর জলে সুমিত পাসির মৃতদেহ দেখতে পান স্থানীয় নাগরিকরা। খবর পেয়ে লালা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে প্রেরণ করে।
যদিও নৌকাড়ুবিতে নিখোঁজ অপর দুই যুবক অজয় পাসি ও রমেশ পাসির কোন সন্ধান পাওয়া যায় নি।
হাইলাকান্দির জেলা উপায়ুক্ত আদিল খান সুমিত পাসির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং মৃতের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন। মৃতের পরিবারকে সরকারের তরফ থেকে যথোচিত সাহায্য দানের আশ্বাস প্রদান করেছেন তিনি।
Comments are closed.