Restricted inter-district transportation to begin from April 25 in Assam
২৫ এপ্রিল থেকে আংশিক আন্তর্জেলা পরিবহনের অনুমতি দিচ্ছে রাজ্য সরকার
২৫ এপ্রিল থেকে আংশিক আন্তর্জেলা পরিবহনের অনুমতি দিচ্ছে রাজ্য সরকার, তবে এক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম ধরে দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাশর্মা বুধবার গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কথাটি জানিয়েছেন। বিভিন্ন রোগে আক্রান্ত অথবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের জন্য লকডাউন শেষ হওয়া পর্যন্ত এই ছাড় দেওয়া হবে। তারা স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে যাবেন এবং ফিরে আসার জন্য তাদের পাস প্রদান করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “২৪ এপ্রিল থেকে রাজ্যের প্রায় সবগুলো সরকারি চিকিৎসা কেন্দ্রগুলো স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। এসময়ে কোন রোগীর চিকিৎসার জন্য অন্য রাজ্যে যেতে হলে সরকার অনুমতি দেবে। তবে পুরোটাই দেখবেন স্থানীয় জেলা প্রশাসন। যাবার এবং ফিরে আসার জন্য বিশেষ পাস দেওয়া হবে। তবে কেউ যদি পাস নিয়ে রোগী ছাড়া নিজেরা বেরিয়ে পড়েন সে ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের আধিকারিকরা যদি দেখেন রোগীর গাড়িতে রোগী নেই এবং অন্য কেউ রয়েছেন তখন সেই গাড়ি এবং যাত্রীদের আটক করা হতে পারে।”
পাশাপাশি ছাত্রছাত্রী, মহিলা, বয়স্ক ব্যক্তি যারাই অন্য জেলায় আটকা পড়েছেন তাদের নিজের জেলায় পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করতে চলেছে সরকার। এক্ষেত্রে তাদের ১০৪ নম্বরে ফোন করে নাম লেখাতে হবে। ২৫ থেকে ২৭ এপ্রিল রাজ্য সরকার বিভিন্ন জেলায় অসম রাজ্য পরিবহণ বিভাগের বাসের মাধ্যমে সাধারণ মানুষকে তাদের জেলায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তবে প্রত্যেক ব্যক্তিকে এই পরিষেবা দেওয়া হয়তো সম্ভব হবে না। কারণ বিভাগের কাছে বাসের সংখ্যা সীমিত। প্রাথমিক ক্ষেত্রে ছাত্রছাত্রী, মহিলা, বয়স্ক ব্যক্তিরাই প্রাধান্য পাবেন। যারা ১০৪ নম্বরে কল করবেন তাদের তালিকা তৈরি করে বাছাই করা হবে কাদের পৌঁছে দেওয়া যায়।
এছাড়া যারা নিজের গাড়িতে অন্য জেলায় গিয়ে আটকা পড়েছেন তাদের ফিরে আসার জন্য পাস প্রদান করা হবে। এই পাস গুলো জেলা প্রশাসন প্রদান করবেন এবং তারাই ঠিক করবেন কোন ব্যক্তিকে অনুমতি দেওয়া যাবে এবং কাকে দেওয়া যাবে না।
কনস্ট্রাকশন সহ অন্যান্য ক্ষেত্রে ধীরে ধীরে কাজ শুরু হচ্ছে। এসব ক্ষেত্রে অন্যান্য জেলা থেকে কর্মীদের আনতে হলে স্থানীয় প্রশাসন অনুমতি দেবে। মালিকপক্ষকে এজন্য গাড়ির ব্যবস্থা করতে হবে। এক গাড়িতে ২৫ জনের বেশি আসতে পারবেন না। এছাড়াও আরো কিছু অনুমতি আগামীতে প্রদান করা হবে। সবক্ষেত্রেই সোশ্যাল ডিসটেন্সিং মেনে চলার কড়া নির্দেশ থাকবে।
Comments are closed.