Also read in

Ripun Bora appoints Jaynal Uddin Laskar as new President of Hailakandi Congress

হাইলাকান্দি জেলা কংগ্রেসের এক বড় ধরনের পরিবর্তন হলো আজ, জেলা কংগ্রেসের নতুন সভাপতি হলেন জয়নাল উদ্দিন লস্কর এবং কার্যকরী সভাপতি হিসেবে নিযুক্ত হলেন দক্ষিণারঞ্জন চন্দ।

অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অনুমোদনক্রমে রাজ্য সভাপতি রিপুন বরা আজ এক আদেশ জারি করে তাৎক্ষণিকভাবে এই নিয়োগ কার্যকরী করেছেন। রিপুন বরার পক্ষে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাংগঠনিক সম্পাদক রঞ্জন বরা এই পত্রে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, জয়নাল উদ্দিন লস্কর রাহুল রায়ের স্থলাভিষিক্ত হলেন। রাজ্যের প্রাক্তন ডাকসাইটে মন্ত্রী গৌতম রায়ের পুত্র রাহুল রায় সম্প্রতি কংগ্রেস দল থেকে পদত্যাগের সিদ্ধান্তের কথা এক পত্রের মাধ্যমে জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতিকে। ওই পত্রে রাহুল রায় নাগরিকত্ব বিল সম্বন্ধে কংগ্রেসের অবস্থান নিয়ে তার আপত্তির কথা ব্যক্ত করে ছিলেন।

“আমি একজন হিন্দু বাঙালি, আমি আমার ধর্ম এবং জাতির বিরুদ্ধে যেতে পারব না”, বলে উল্লেখ করে ওই পদত্যাগপত্র লিখেছিলেন রাহুল রায়।

নতুন নিয়োগে হাইলাকান্দি কংগ্রেস কতটুকু চাঙ্গা হয়ে ওঠে, নাগরিকত্ব বিল নিয়ে উত্তপ্ত হাইলাকান্দিতে বর্তমান পরিস্থিতিতে এটাই দেখার বিষয়।উল্লেখ্য, জয়নাল উদ্দিন লস্কর হচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষা আধিকারিক। অন্যদিকে দক্ষিনা রঞ্জন চন্দ হচ্ছেন হাইলাকান্দির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি।

Comments are closed.