Also read in

Road mishhap: Bolero set ablaze by locals

বলেরোর ধাক্কায় গুরুতর আহত প্রাক্তন সেনাকর্মী, গাড়ি জ্বালিয়ে দিলেন এলাকাবাসীরা

প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় বলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক প্রাক্তন সেনাকর্মী। ঘটনাটি ঘটে শহর সংলগ্ন ভগৎপুর এলাকায়। এদিন সন্ধ্যা সাতটা নাগাদ শহরের দিকে দ্রুতগতিতে আসা একটি বলেরো গাড়ি পথচারী প্রাক্তন সেনাকর্মীকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে কিছু দূরেই এলাকাবাসীরা গাড়িটিকে আটকে দেন। ক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন লাগিয়ে দেয়, তবে গাড়ির চালক পালিয়ে যেতে সমর্থ হয়।

এলাকাবাসীরা জানান, ৮০ বছরের বৃদ্ধ প্রাক্তন সেনানী এদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর তখনই গাড়িটি তাকে ধাক্কা মারে। এরপর তাকে তড়িঘড়ি করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এখন তার চিকিৎসা চলছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি সামলাতে এদিন পুলিশ এবং সিআরপিএফ এর কিছু জওয়ানরা এলাকায় পৌঁছান এবং সবকিছু সামাল দেন।

ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, ভগৎপুর হয়ে শিলচরের দিকে আসা একটি বলেরো (যার নম্বর হচ্ছে এএস ০১ এ ৬২৩৪) সেই পথচারী বৃদ্ধকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সন্ধ্যায় এলাকায় প্রচুর মানুষ থাকাতে বেশি দূর এগোতে পারেনি সেটি। চেংকুড়ি রোড এবং ন্যাশনাল হাইওয়ের ক্রসিং পয়েন্টে গাড়িটিকে আটকে দেন এলাকাবাসীরা। পরিস্থিতি বুঝে পালিয়ে যায় চালকটি, ক্ষুদ্ধ জনতা গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।

প্রাক্তন সেনাকর্মীর পরিবারের সদস্যরা এই ঘটনায় অস্বাভাবিক দ্রুত গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। গাড়ির নম্বর যাচাই করে জানা গেছে, এটি গুয়াহাটির জনৈক বিকাশ চক্রবর্তীর গাড়ি। তবে চালকের পরিচয় পাওয়া যায়নি।

Comments are closed.