Also read in

RPF catches drug smuggler Iqbal Hussein red-handed

গতকাল রাত আটটা নাগাদ রুটিন তল্লাশির সময় ত্রিপুরাগামী ট্রেন থেকে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের জওয়ানরা হাতেনাতে আটক করল ইকবাল হোসেন নামক এক ব্যক্তিকে। তার কাছ থেকে ১০০ বোতল কফ সিরাপ এবং নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করে রেল পুলিশ।

আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে আরপিএফ ইন্সপেক্টর পি এম ধর জানান, “লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের তল্লাশি অভিযান এমনিতেই জোরদারভাবে চলছে। গতকাল রাত আটটা নাগাদ হেড কনস্টেবল এল এস জ্বালার নেতৃত্বে কনস্টেবল এন কে সিং, এন পি সিংরা রুটিন তল্লাশির সময় ইকবাল হোসেন নামক ব্যক্তির কাছে সন্দেহজনক ব্যাগ দেখতে পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। তার কাছে নিষিদ্ধ একশটিরও বেশি কফ সিরাপ বোতল এবং নেশা যুক্ত ট্যাবলেট পাওয়া যায়।”

পাচারকারী ইকবাল হোসেন তার অপরাধ কবুল করেছে। সে জানায়, ত্রিপুরা থেকে এসে শিলচরের ‘ত্রিপুরা লজে’ অবস্থান করছিল। অন্য এক লোক তাকে ত্রিপুরা থেকে নিয়ে এসেছিল। ত্রিপুরায় রাজমিস্ত্রির কাজ করার সময় ওই লোকটার সাথে ইকবালের পরিচয় হয়। ইকবালকে একটা ব্যাগ দিয়ে আগরতলা পৌঁছে দেওয়ার জন্য বলেছিল ওই লোকটা। ওর কথামত কফ সিরাপের বোতল গুলো শিলচর থেকেই কেনা হয়েছিল, তবে কোথা থেকে কেনা হয়েছে সেটা সে বলতে পারে নি।

মইদুল আলমের পুত্র ইকবাল হোসেনের মূল বাড়ি ত্রিপুরায়। সে পশ্চিম ত্রিপুরার রহিম পুরের বাসিন্দা। আরপিএফ শিলচর ইকবালকে বদরপুর জিআরপিএফ’য়ের হেফাজতে প্রেরণ করেছে। ড্রাগ পাচার চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে বলে জানালেন ইন্সপেক্টর ধর ।

Comments are closed.