Also read in

Sadhu Sevak Sammelan starts in Hailakandi with over 400 monks

This story does not have an English version yet.

চার শতাধিক বৈষ্ণবের উপস্থিতিতে হাইলাকান্দিতে শুরু হল সাধু সেবক সম্মেলন

হাইলাকান্দির মুক্তাছড়ায় অসমের বিভিন্ন প্রান্তের প্রায় চার শতাধিক সাধু সন্ত, বৈষ্ণবের উপস্থিতিতে শনিবার সন্ধ্যা থেকে শুরু হল দুদিন ব্যাপী নিখিল অসম সাধু সেবক সম্মিলনীর ৬৮ তম অধিবেশন।এদিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যেমে নিখিল অসম সাধু সেবক সম্মিলনীর অধিবেশনের সূচনা করেন সাধু সেবক সম্মিলনীর হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি ক্ষিতিশ রঞ্জন পাল, প্রাক্তন মন্ত্রী গৌতম রায় সহ বরাক ও ব্রম্মপুত্র উপত্যকার বৈষ্ণবরা ।এরপর প্রতিনিধি শিবিরের উদ্ধোধন করেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়।এর পর বিনয় ভূষন নাথের পরিচালনায় অনুষ্ঠিত হয় প্রতিনিধি সভা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় বলেন, হিন্দু ধর্মে গুরুকে ব্রহ্মা,বিষ্ণু,মহেশ্বর বলা হয়েছে।গুরু কৃপায় এই ভবসাগর পার হওয়া সম্ভব।হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই মহামন্ত্রের মাহাত্ম্য এদিন বলতে গিয়ে তিনি বলেন, এই হরি নাম নিলে কোনও নেতা বা ডাক্তারের কাছে যেতে হয় না।এমনিতেই জীবনে শান্তি লাভ করা যায়।বরাকের লালা শহরে এই সাধু সন্মেলন অনুষ্ঠিত হওয়া হাইলাকান্দির জন্য সৌভাগ্যের বিষয় বলে মন্তব্য করেন তিনি।গৌতম রায় আরও বলেন, এই সন্মেলনের মাধ্যমে বরাক ব্রম্মপুত্রের মধ্যে মেলবন্ধন আরও সুদৃঢ় হবে।অসমিয়া বাঙালির মধ্যে মেলবন্ধনে এই সন্মেলন উল্লেখ্যযোগ্য ভূমিকা নেবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রম্মপুত্র উপত্যকা থেকে আগত বরুন রাভা বৈষ্ণব মলয় মিশ্র,আচার্য রঞ্জিত নাথ,প্রাক্তন বিজেপি সভাপতি সুব্রত নাথ,প্রভুপাদ বিজন কৃষ্ণ গোস্বামী।প্রতিজন বক্তাই এদিন ভক্তির পথে চলে জীবনে প্রকৃত শান্তির লাভের পথ খোঁজার উপর গুরত্ব আরোপ করেন। সংযম,ত্যাগ, ব্রহ্মচর্য পালনের মাধ্যেমে হরিনাম সংকীর্তন করার উপর এদিন গুরত্ব আরোপ করেন বৈষ্ণব গুরুরা।এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিখিল অসম সাধু সেবক সম্মিলনীর  হাইলাকান্দি অধিবেশনের অভ্যর্থনা সমিতির অন্যতম কর্মকর্তা সুব্রত নাথ, গোবিন্দ লাল চ্যাটার্জি,বিপ্র কুমার নাগ,ভবানী চক্রবর্তী প্রমুখ।

ষোল ফেব্রুয়ারি রবিবারের কার্যসূচিতে রয়েছে ভোর চারটায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দ্বিতীয় দিনের কার্যসূচির সূচনা। অনুষ্ঠানের সূচনা করবেন রঘুনাথ বৈষ্ণব।এরপর ভোর সাড়ে চারটায় আরাধিকা দেবী বৈষ্ণবের পরিচালনায় অনুষ্ঠিত হবে ঊষা আরতি কীর্তন।সকাল সাড়ে ছ’টায় ধ্বজ উত্তোলন করবেন সাধু সেবক সম্মিলনীর কেন্দ্রীয় সভাপতি আচার্য রঞ্জিত নাথ বৈষ্ণব।এরপর সকাল সাড়ে আটটা থেকে ধনপতি নাথ বৈষ্ণব,  লোকেন বৈষ্ণব,  ও বরুন রাভার পরিচালনায় অনুষ্ঠিত হবে ভাগবত পাঠের আসর। এদিন বিকেল দুইটা থেকে শুরু হবে ধর্ম আলোচনা সভা।

এদিকে সাধু সেবক সম্মেলন ঘিরে শনিবার বিকেল থেকেই রীতিমতো উৎসব মুখর হয়ে ওঠেছে গোটা মুক্তাছড়া এলাকা।

Comments are closed.