
Shiva temple vandalised in Hailakandi, idol thrown away, Police resorts to laathi charge
হাইলাকান্দিতে শিবমন্দিরে প্রতিমা ভাঙচুর, সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ, আহত বহু
শিবমন্দিরে শিবমূর্তি ভাঙচুর, প্রতিবাদে উত্তেজিত জনতার সড়ক অবরোধ, যানবাহন চলাচলে বাধা, পুলিশের লাঠিচার্জ, জখম বহু প্রতিবাদী জনতা,ইত্যাদি বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠেছে হাইলাকান্দি সিংগালা চা বাগান এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রনে গোটা এলাকায় পুলিশ ব্যাটেলিয়নের জওয়ান মোতায়েন করা হয়েছে ।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে দুস্কৃতিরা লালা রাজস্ব চক্রের অধীন সিংগালা চা বাগান এলাকার একটি শিবমন্দিরে ভাঙচুর করে। এতে মুর্তি সহ মন্দিরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শুক্রবার সকালে বিষয়টি স্থানীয় জনগণের দৃষ্টিগোচর হতেই দাবানলের মতো খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে । বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধি সহ চা বাগান এলাকার শ্রমিক, জনতা হাজির হয়ে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। প্রতিবাদী জনতা একসময় সড়ক অবরোধ করে আন্দোলন গড়ে তুলেন। খবর পেয়ে লালা থানার ওসি লিটন নাথের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। জেলা সদর থেকে ছুটে আসেন এডিশ্যনাল এস পি কুলেন্দ্র নাথ ডেকা সহ সার্কল অফিসার অর্পিতা দত্ত মজুমদার । বেলা প্রায় বারোটা নাগাদ সড়ক অবরোধকারীরা ওই সড়ক দিয়ে আসা যানবাহনকে ঘিরে ধরলে আচমকা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ।
পুলিসবাহিনী সড়ক অবরোধ কারীদের উপর লাঠিচার্জ শুরু করলে বেশ কজন আহত হন। আহতদের লালা ও হাইলাকান্দি হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে ।
এদিকে পুলিশের লাঠিপেটার ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে ।পুলিস, সি আর পি এফ জওয়ানরা এলাকায় টহল দিচ্ছে । প্রশাসনের পক্ষ থেকে শিবমন্দিরে ভাঙচুর কারীদের খুঁজে বের করার পাশাপাশি ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ।
Comments are closed.