Sigh of relief : suspected 4 year Jorhat baby is not Corona affected
গতকাল রাত নটার পর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে যোরহাটের শিশুর দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। এই নিয়ে আতঙ্ক,দুশ্চিন্তা, উদ্বেগ চলতে থাকে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, দ্বিতীয় পরীক্ষা না হওয়া পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না। মেয়েটির রক্তের নমুনা বাধ্যতামূলক দ্বিতীয় পরীক্ষার জন্য ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের অন্তর্গত ডিব্রুগড়ের লাহোয়ালের মেডিকেল রিসার্চ সেন্টারে পাঠানো হয়।
গভীর রাতে দ্বিতীয় পরীক্ষার যে ফলাফল এসেছে, তাতে দেখা যাচ্ছে শিশুটির শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব নেই। প্রাথমিক পরীক্ষা যোরহাটে হয়েছিল এবং তাতেই কভিড-১৯ পজিটিভ এসেছিল। বাধ্যতামূলক দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ আসায় জনগণের স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তবে শিশুকন্যা এবং তার পরিবারকে যোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে আরো কিছুদিন রাখা হবে।
শিশুদের বাড়ি পুলিবরে; সে পরিবারের সঙ্গে ট্রেনে চেপে বিহার থেকে আসে এবং ১৯ মার্চ মা ও বোনের সাথে যোরহাটে এসেছিল। প্রাথমিক পরীক্ষায় কিভাবে করোনা পজিটিভ এসেছিল সে বিষয়ে এখনো সরকারি বক্তব্য পাওয়া যায়নি।
Comments are closed.