Silchar Business Association coordination committee announces prizes for Kali Puja
শিলচরের বিজনেস অ্যাসোসিয়েশন কো-অর্ডিনেশন কমিটি এক প্রেস বিবৃতি মারফত কালীপূজার প্রতিযোগিতার ফলাফল মঙ্গলবার।
শিল্প নৈপুণ্যে বিশেষ পুরস্কার লাভ করেছে মালগ্রামের অ্যাপসলস কালী পূজা কমিটি।
শ্রেষ্ঠ দীপাবলি ধামাকা , ২০১৯ পুরস্কার পাচ্ছে মেহেরপুর সর্বজনীন কালী মন্দির পূজা কমিটি, শ্রী দুর্গা সরণি, বটের তল।
তাছাড়াও বিভিন্ন পুরস্কার পাচ্ছে ঘুঙ্গুর কালীবাড়ি কালী পুজো কমিটি; প্রগতি পল্লী কালী পূজা কমিটি, হাসপাতাল রোড শ্যামানন্দ লেন কালী পূজা কমিটি, ঈশান দূত ক্লাব, কাবিউড়া সর্বজনীন দূর্গাবাড়ী, দ্বিতীয় লিংক রোড সর্বজনীন কালী পূজা কমিটি, সোনাই রোড শান্তি সংঘ কালী পূজা কমিটি, তারাপুর শিববাড়ি রোড ত্রিবেণী ক্লাব, জাতীয় ব্যায়াম বিদ্যালয়, তারাশঙ্কর মন্দির রামকৃষ্ণ মিশন রোড।
বিসর্জনে ‘দৃষ্টিনন্দন’ পুরস্কার পাচ্ছে রাঙিরখাড়ির ডে লাইট ক্লাব।
উল্লেখ্য, গত ২৪ বছর ধরে দুর্গাপূজা ও কালীপূজা প্রতিযোগিতার পুরস্কার দিয়ে আসছে এই কমিটি। শহরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক বিচারকমণ্ডলী এই প্রতিযোগিতার বিচার করে থাকেন।
কিছুদিনের মধ্যেই এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী পূজা কমিটিগুলোকে পুরস্কার প্রদান করা হবে বলে বিজনেস অটোমেশন কমিটির সাধারণ সম্পাদক সুভাষ মিত্র জানিয়েছেন।
Comments are closed.