Also read in

Silchar Veterans Football Club organises 5-a-side Football Tournament

স্থানীয় ক্রীড়া মহলে এক বিশেষ নাম শিলচর ভেটেরন ফুটবল ক্লাব। মূলত ভেটেরনদের নিয়ে গড়া এই ক্লাব নিয়মিতভাবে রোজ সকালে ফুটবলের চর্চা করে থাকে। ক্লাবের প্রত্যেক সদস্য সমাজে প্রতিষ্ঠিত। বিভিন্ন পেশায় জড়িত। তবে ফুটবলের প্রতি তাদের আবেগ একজন টিন এজার কেও হার মানাবে। ফুটবলের প্রতি ভেটেরন ক্লাবের প্রত্যেক সদস্যের উৎসাহ একজন উঠতি খেলোয়াড় এর কাছে প্রেরণার কাজ করতে পারে। শুধু নিজেদের মধ্যে খেলায় নয়, প্রতিবছর বেশ বড় করে টুর্নামেন্ট আয়োজন করে থাকে ভেটেরন ক্লাব। শুধু ঘরোয়া নয়, একাধিকবার আন্তর্জাতিক ভেটেরন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে শিলচরের এই ক্লাবটি। এবার করোনা কালেও তারা নিয়ে এসেছে রুক্মিণী কান্ত ঘোষ মেমোরিয়াল প্রাইজমানি ফাইভ এ সাইড ফুটবল টুর্নামেন্ট। আগামী ২৭ ডিসেম্বর একদিনের এই প্রতিযোগিতার আসর বসবে শিলচর স্পোর্টিং মাঠে।

স্থানীয় ফুটবলে এমন অনেক খেলোয়াড়ই রয়েছেন যারা অতীতে মাঠে দাপট দেখিয়েছেন। তবে অবসর নেবার পর বয়সের ভারে মাঠ থেকে অনেকটাই দূরে চলে গিয়েছিলেন। সেইসব প্রাক্তন ফুটবলারদেরও কিন্তু মাঠে ফিরিয়ে আনার কাজটা করে যাচ্ছে এই ভেটেরন ফুটবল ক্লাব। যা সত্যি প্রশংসার যোগ্য।
শুধু ফুটবলের ক্ষেত্রে নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে এই ভেটেরন ক্লাব। এবার করোনাকালে তেমন জাকজমক পূর্ণ না হলেও সীমিত পরিসরে একটি আকর্ষণীয় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। মোট ছয়টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এমনটা জানিয়ে দিলেন ক্লাবের কর্মকর্তারা। প্রতিযোগিতার উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশনের গনধীশানন্দ্ব জী মহারাজ। সঙ্গে থাকবেন অতিরিক্ত জেলা শাসক সুমিত সত্তয়ান ও মধুমিতা শর্মা।

প্রতিযোগিতায় অংশ নিয়েছে করিমগঞ্জ, লক্ষ্মীপুর ও বদরপুরের দল। বাকি তিনটি দল হচ্ছে অভিনব ভেটেরন, গ্রীন হর্নেট ও ভেটেরন ফুটবল ক্লাব শিলচর। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে দশ হাজার টাকা। রানার আপরা পাবে পাঁচ হাজার টাকা। এছাড়াও থাকছে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি দেবেন ক্রীড়া সংগঠক চন্দন শর্মা।

প্রতিযোগিতার দিন একটা প্রদর্শনী ম্যাচও আয়োজন করবে ভেটেরন ক্লাব। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের জন্য দারুণ সাড়া পাচ্ছেন তারা। মণিপুরের রাজ্য দলও‌ অংশ নিতে আগ্রহী ছিল। তবে টুর্নামেন্টের সূচি সম্পূর্ণ হয়ে যাওয়ায় মনিপুরের দলটাকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের চেয়ারম্যান রজত ঘোষ, সভাপতি তমাল কৃষ্ণ দত্ত, কার্যকরী সভাপতি সমর বিজয় ঘোষ, সচিব অমিত বণিক, ফুটবল সচিব রঞ্জন দাস, টুর্নামেন্ট অর্গানাইজিং কমিটির সচিব পাবক নাথ, উত্তম সরকার ও রানু দত্ত।

Comments are closed.