Also read in

Silchar waterlogged due to early morning heavy rainfall

রথের দিনে তেমন বৃষ্টি না হলেও আজ উল্টোরথের দিনে ভোর থেকে মুষলধারা বর্ষণে সমস্ত শহর জুড়ে জমা জলের দাপটে কৃত্রিম বন্যায় নাকাল হচ্ছেন শহরের এক বিশাল অংশের নাগরিক।

সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে অম্বিকাপট্টি, শিলংপট্টি, লিংক রোড, দাসকলোনী সংলগ্ন এলাকা, বিবেকানন্দ রোড। জল নিষ্কাশনে কিছুটা ব্যবস্থা নেওয়ায় সোনাই রোডের প্রধান রাস্তায় এবার জল কেমন উঠেনি তবে সংলগ্ন অলিগলি জলে থৈ থৈ। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কিছুটা কমে আসলেও জমা জল এখনো প্রায় একই অবস্থায় রয়েছে। অম্বিকা পট্টি এলাকায় নর্দমাগুলো ইদানিং সাফাই করায় জমা জলের প্রকোপ কিছুটা হলেও কমেছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আগামী দিনগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা ঘোষণা করা হয়েছে। পূর্বাভাস সত্য হলে সর্বশেষ আরো বাড়বে এতে কোন সন্দেহ নেই। মাস্টার ড্রেনেজ নিয়ে অনেক আলাপ আলোচনা হলেও আজ পর্যন্ত এটা রূপায়নের কোন আশা দেখা যাচ্ছে না।

Comments are closed.

error: Content is protected !!