Solar Eclipse 2020: partially visible from Barak Valley, here's timing
আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। আজকের এই সূর্য গ্রহন হচ্ছে ‘বলয়গ্রাস’ অর্থাৎ সূর্যকে আগুনের রিং রূপে দেখা যাবে এবার।
এই সূর্য গ্রহন বরাক উপত্যকা থেকে আংশিকভাবে দৃশ্য হবে। শিলচরে এই গ্রহণ শুরু হবে সকাল ১১টা ০১ মিনিটে এবং শেষ হবে দুপুর ২টা ২৭ মিনিটে। উপত্যকার অন্যান্য অঞ্চলেও দেখা যাবে, ১-২ মিনিট সময়ের ব্যবধান থাকবে।
উত্তর ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এই গ্রহণ দেখা যাবে। এছাড়া এশিয়ার আরো অন্যান্য দেশ, আফ্রিকা এবং ভারত মহাসাগরীয় অঞ্চল এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। ইউরোপ এবং অস্ট্রেলিয়ার কিছু কিছু অংশ থেকেও এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে। বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হবে আফ্রিকার কঙ্গো থেকে এবং ধীরে ধীরে তা দক্ষিণ সুদান, ইথিওপিয়া, ইয়েমেন, ওমান, সৌদি আরব ভারত মহাসাগর এবং পাকিস্তান হয়ে রাজস্থানের উপর দিয়ে ভারতে অগ্রগতি করবে। ভারতে বলয়গ্রাস সূর্যগ্রহণ হরিয়ানা এবং উত্তরাখণ্ডের মধ্য দিয়ে পার হয়ে তিব্বত চীন এবং তাইওয়ান হয়ে প্রশান্ত মহাসাগরের মাঝখানে গিয়ে শেষ হবে। রাজস্থানের ভারত- পাকিস্তান সীমান্তবর্তী ঘারসানা অঞ্চলে প্রথম এই সূর্য গ্রহণ স্পর্শ করবে এবং শেষ হবে আসামের ডিব্রুগড় হয়ে।
এই বলয়গ্রাস সূর্য গ্রহণ ভারতবর্ষের বিভিন্ন স্থানে তালিকা নিচে দেওয়া হল :
আরম্ভ সমাপ্তি
১) আগরতলা ১০|৫৬ ২|২৪
২) চেন্নাই ১০|২২ ১|৫৪
৩) কোচবিহার ১০|৫১ ২|১৯
৪) দিল্লী ১০|২০ ১|৪৮
৫) দ্বারকা ৯|৫৭ ১|২০
৬) গৌহাটি ১০|৫৭ ২|১৭
৭) পুরী ১০|৩৮ ২|০৯
৮) শিলং ১০|৫৮ ২|২৫
৯) ডিব্রুগড় ১১|৮ ২|২৯
১০) হরিদ্বার ১০|২৫ ১|৫১
১১)কোলকাতা ১০|৪৬ ২|১৭
১২)শিলিগুড়ি ১০|৪৭ ২|১৭
১৩) বারাণসী ১০|৩১ ২|০৪
১৪) শিলচর ১১|০১ ২|২৭
Comments are closed.