Special attraction of Janiganj Puja Committee, Goddess Kali in different forms in the battlefield
শহরে জানিগঞ্জ কালী পূজা কমিটির পুজো এবং আলোকসজ্জা প্রতি বৎসরই এক বিশেষ আকর্ষণ। এবার মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে সেজে উঠছে জানিগঞ্জ সার্বজনীন কালী পুজো কমিটির মন্ডপ। সাথে থাকছেন রণাঙ্গনে ভিন্ন ভিন্ন রূপে দেবী কালিকা। গতকাল এক সাংবাদিক সম্মেলন ডেকে এই তথ্য তুলে ধরলেন পূজা কমিটির সভাপতি রাজ কুমার পাল, সম্পাদক অসিত পাল, জয় বরদিয়া, দেবদুলাল সাহা, প্রশান্ত পাল প্রমুখরা।
দর্শনার্থীদের সুবিধার কথা ভেবে এবার মণ্ডপের ভেতরে নয় বাইরে থেকেই দর্শনার্থীরা লাইভ শো দেখতে পাবেন। কিছুক্ষণ পরপর মা কালীর রক্তবীজ নিধনের পৌরাণিক কাহিনীর দৃশ্য দেখানো হবে, এই জীবন্ত দৃশ্য পরিবেশন করবেন ত্রিপুরার শিবম শিল্পীগোষ্ঠী । কচিকাঁচাদের কথা চিন্তা করে আলোকসজ্জায় থাকবে পশুপক্ষীর বিভিন্ন দৃশ্যের চিত্রায়ন, এতে কিছু মজার দৃশ্যও থাকবে।
তাদের অন্যান্য সমাজকল্যাণমূলক কর্মসূচির মধ্যে রয়েছে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, ইঞ্জিনিয়ার দিলীপ পাল স্মৃতি কৃতী পড়ুয়াদের সংবর্ধনা, রক্তদান শিবির প্রভৃতি। পুজোর রাতে রাত বারোটা থেকে পরদিন সকাল অবধি চলবে মহাপ্রসাদ বিতরণ।
পুজো কমিটির তরফ থেকে স্বতঃস্ফূর্তভাবে কালীপূজা এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের আবেদন রাখা হয়েছে।
এদিনের সাংবাদিক সম্মেলনে চিত্রসাংবাদিক মলিন শর্মার স্মৃতিচারণ করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার আত্মার চিরশান্তি কামনা করা হয়।
Comments are closed.