Also read in

Special Court has sentenced the marijuana trafficker to five years in Hailakandi.

হাইলাকান্দিতে গাঁজা পাচারের অপরাধে এক গাঁজা পাচারকারীকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করলেন বিশেষ আদালতের বিচারপতি। হাইলাকান্দি জেলা আদালতের বিশেষ বিচারপতি দেবাশিস ভট্টাচার্য এক চাঞ্চল্যকর রায়ে আলতা হোসেন নামের এক গাঁজা পাচারকারীকে এন ডি পি এস আইনের অধীনে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন । সেইসঙ্গে অভিযুক্তকে আরও দশ হাজার টাকা জরিমানা করেছেন বিচারপতি। এই জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম হাজতবাস করতে হবে।

২০১৭ সালে গাঁজা পাচার সংক্রান্ত এক মামলার প্রেক্ষিতে আদালত এই কঠোর রায়দান করেছে। সেসময় পুলিশ এবং সি আর পি এফ এই গাঁজা পাচারকারীকে পাকড়াও করেছিল। এনিয়ে বিচার প্রক্রিয়া চলার পর আদালত এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে। ইনজীবী উজ্জ্বল কুমার দাস জানান,গাঁজা পাচারের ঘটনা ঘটেছিল ২০১৭ সালের ২৩ ডিসেম্বর।। সেদিন পাঁচগ্রাম পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গাঁজা সহ পাচারকারী আলতা হোসেনকে গ্রেফতার করে। পাঁচগ্রাম থানার এ এস আই মাজারুল ইসলাম লস্করের পক্ষ থেকে পরে পাঁচগ্রাম থানায় এসংক্রান্ত একটি মামলা দায়ের করা হয় । এই মামলার সূত্র ধরে পুলিশ এবং সি আর পি এফ অভিযানে নামে। তারা অভিযান চালিয়ে আলগাপুরের কালীনগর তৃতীয় খণ্ড এলাকার রেলষ্টেশনের পাশে মধ্যরাতে গাঁজার প্যাকেট সহ আলতা হুসেনকে গ্রেপ্তার করে।

এই অভিযানে আলগাপুরের ওসি মহেন্দ্র বরা, পাঁচগ্রামের ওসি আব্দুল বাছিত এবং ঘারমুড়া সি আর পি এফ ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমাণ্ডেন্ট দেবেন্দ্র কুমার সহ অন্যান্য পুলিশ কর্মীরা ছিলেন। অভিযানের সময় আলতা হুসেনের ব্যাগে পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়। সে এই গাঁজা পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে পুলিশ জানতে পারে। এনিয়ে তদন্ত শুরু করে পুলিশ। পরবর্তীতে উদ্ধার করা এই গাঁজার ফরেন্সিক পরীক্ষা করানো হয়। তাতে উদ্ধার করা বস্তু গাঁজা বলে প্রমাণিত হয়েছিল।

Comments are closed.