
Spitting probability: Windows of the SMCH Covid zone are sealed with polythene
কোভিড আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে বিশেষ কোভিড জোন বানানো হয়েছে, বর্তমানে রয়েছেন ১১ জন রোগী। যেহেতু আক্রান্ত ব্যক্তির থুতুর মাধ্যমে রোগটি ছড়ানোর সরাসরি সম্পর্ক রয়েছে, তাই কোভিড জোনের প্রত্যেক জানালায় বিশেষ প্লাস্টিক দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। স্বচ্ছ প্লাস্টিক লাগানোর ফলে কামরা গুলোয় আলোর অভাব হবে না, তবে কেউ বাইরে থুথু ফেলতে পারবেন না। আক্রান্ত ব্যক্তিদের সুবিধার জন্য কামরার ভিতরেই থুতু ফেলার ব্যবস্থা রাখা হয়েছে, এমনটাই জানিয়েছেন শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত। রোগীরা কি বাইরে থুতু ফেলছেন, এই প্রশ্নের উত্তরে ডাক্তার গুপ্ত সরাসরি কোনো কিছু খোলাসা করেননি।
ডাঃ গুপ্ত আরো জানিয়েছেন, মেডিকেল কলেজে এখন এগারো জন করোনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা চলছে। প্রত্যেকেই মুসলমান সম্প্রদায়ের মানুষ এবং তাদের মধ্যে অনেকে রমজান মাসে রোজা পালন করছেন। চিকিৎসা পরিষেবা প্রদান সহ তাদের সব ধরনের সহায়তা করছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। রোগীরা এখন স্বাভাবিক এবং তাদের দ্বিতীয় টেস্ট হয়ে গেছে।
উল্লেখ্য, আজমির শরীফ থেকে ফেরা বাসে মোট ৪৬ জন যাত্রী ছিলেন যার মধ্যে দশজন করোনা আক্রান্ত হয়েছেন। বাকি ৩৬ জনের দ্বিতীয় পরীক্ষা হয়ে গেছে এবং প্রত্যেকের রেজাল্ট নেগেটিভ। তারা আপাতত সরকারি কোয়ারেন্টাইনে রয়েছেন এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সরকারের তরফে করা হচ্ছে।
বৃহস্পতিবার রেকর্ড ১৭৩টি সোয়াব স্যাম্পল শিলচর মেডিকেল কলেজে এসেছে। প্রথম দিনেই ১০৮টি স্যাম্পল পরীক্ষা হয়ে গেছে। হাসপাতালে কোভিড চিকিৎসা পরিষেবা শুরু হওয়ার পর থেকে এটি একদিনে সর্বোচ্চ। এখন পর্যন্ত মোট ২৫৬৯টি স্যাম্পল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে। বৃহস্পতিবার ১৩ জন ব্যক্তির স্ক্রীনিং হয়েছে, এখন পর্যন্ত মোট ১৪১৪জনের স্ক্রিনিং সম্পন্ন হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে।
উত্তর-পূর্বের বাইরে থেকে যেসব যাত্রীরা আসছেন, তাদের প্রত্যেকের সোয়াব সেম্পল পরীক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত শুধুমাত্র বাসের যাত্রীরা আসছিলেন। আগামীতে ট্রেনে করেও অনেক যাত্রী ফিরবেন। ফলে স্যাম্পল পরীক্ষার মাত্রা অনেকটাই বেড়ে গেছে যেটা আগামীতে আরও বৃদ্ধি পাবে। শিলচর মেডিকেল কলেজের কোভিড জোনে শোণিতপুরের আক্রান্ত ব্যক্তি ফরিদুল ইসলাম রয়েছেন তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে খবর আছে। ফলে হাসপাতাল চত্বরে বাড়তি পুলিশ পাহারা ব্যবস্থা করেছে প্রশাসন।
Comments are closed.