Also read in

The eviction drive in Silchar city is strengthening, smb appeals to vacate voluntarily

আগামী কয়েকদিনের মধ্যেই আরও জোরদার উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে শহরের পৌর এলাকায়। ইতিমধ্যেই একটি টাস্কফোর্স ও মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। টাস্ক ফোর্সের শীর্ষে রয়েছেন সহকারি কমিশনার দীপময় ঠাকুরিয়া ও নবনীতা হাজারিকা। থাকবেন পুলিশ প্রশাসনের ডিএসপি, পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন পাল, পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিপি নাথ, জল সম্পদ বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডি পাল। মনিটরিং কমিটির শীর্ষে রয়েছেন ডিডিসি নবারুণ ভট্টাচার্য। জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরী সর্বোপরি তদারকিতে থাকবেন।

ফুটপাত বেদখল মুক্ত করে যানজট সমস্যার কিছুটা সুরাহা করা এবং নিকাশি ব্যবস্থা চাঙ্গা করে জমা জলের সমস্যা থেকে শহরবাসীকে রেহাই দিতে এই উচ্ছেদ অভিযান চলবে লাগাতার। ইতিমধ্যে শহরের জানিগঞ্জ, ন্যাশনাল হাইওয়ে, হাইলাকান্দি রোড এলাকায় অভিযান শুরু হয়েছে। জানিগঞ্জ এলাকা থেকে গাড়ি পার্কিং তুলে দেওয়ার কথা ও বিবেচনা করা হচ্ছে। বিবেকানন্দ রোডের রাস্তার পাশে ফেলে রাখা বালু পাথর মাটি সরিয়ে দেওয়া, চেংকুড়ি রোড ও আশ্রম রোডের বাজার এলাকা বেদখলমুক্ত করা, চেংকুড়ি রোডে বাঁশের ঠেক তুলে দেওয়াসহ বিভিন্ন রাস্তার ফুটপাত এবং নিকাশি নালা দখলমুক্ত করতে পৌরসভা প্রশাসনের কাছে আবেদন করেছে।

উচ্ছেদ অভিযানের সহযোগিতা করতে পুরসভা শহরবাসীর আছে আবেদন রেখেছে যাতে তারা স্বেচ্ছায় দখলকৃত জায়গা ছেড়ে চলে যান।

এদিকে, উচ্ছেদ হওয়ার কয়েক ঘন্টা পর স্থানে স্থানে আবার পসরা সাজিয়ে বসেন দোকানিরা, এমন অভিযোগ রয়েছে সচেতন নাগরিকদের। প্রশাসনের এদিকে দৃষ্টি দেওয়া একান্ত প্রয়োজন।

Comments are closed.