There is no re-polling, happy district magistrate Keerthi Jalli.
মহকুমা থেকে জেলায় উন্নীত হওয়ার পর এই প্রথম কোন পুনর্ভোট ছাড়াই হাইলাকান্দিতে নির্বিঘ্নে সম্পন্ন হল ভোটপর্ব। পুনর্ভোট ছাড়া নির্বিঘ্নে ভোটপর্ব সম্পন্ন হওয়ায় দারুন খুশি হাইলাকান্দির জেলা শাসক কীর্তি জল্লি।
তিনি বলেন, নির্বাচনের পূর্বে সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোটের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা অক্ষরে অক্ষরে পালন করতে পেরেছি।। জেলার ভোটপর্ব নিয়ে রাজনৈতিক দল সহ কারও কোন অভিযোগ নেই। আর এই কৃতিত্বের দাবিদার হচ্ছেন জেলা প্রশাসনের নির্বাচনের সর্বস্তরের ভোটকর্মী সহ পুলিশ নিরাপত্তা বাহিনী।। সবার সম্মিলিত প্রচেষ্টায় নির্বিঘ্নে ভোটপর্ব সম্পন্ন হয়েছে। পুনর্ভোট ছাড়াই ভোটপর্ব সম্পন্ন করে এক ইতিহাস সৃষ্টি হয়েছে হাইলাকান্দিতে।।। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি জেলাবাসীকে ধন্যবাদ জানান।
এদিকে লোকসভা নির্বাচনে ভোটের কাস্টিং ঘিরে যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাইলাকান্দি জেলার ভোটের হার ৬৩.১১ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ৭৯.৪৮ শতাংশ।প্রাথমিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল জেলায় ভোট পড়েছে ৬৩.১১ শতাংশ । কিন্ত এই হার নিয়ে রাজনৈতিক মহলে সন্দেহ দেখা দিলে প্রশাসনের পক্ষ থেকে ফের চূড়ান্ত হিসেব কষে শনিবার জানানো হয়, ভোটের হার বেড়ে দাঁড়িয়েছে ৭৯.৪৮ শতাংশ।।
জেলা শাসক কীর্তি জল্লি জানান, এবারের লোকসভা নির্বাচনে হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা এলাকায় সবচেয়ে বেশি ৮৩.৩৩ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে কাটলিছড়ায় ৭৯.১০ শতাংশ এবং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ৭৫.৯৮ শতাংশ ভোট পড়েছে। হাইলাকান্দি জেলার ৪৮২৭৪৪ ভোটারের মধ্যে এবার ভোটদান করেছেন ৩৮৩৬৭৬জন ভোটার।। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের তূলনায় এবার মহিলার ভোটদানের হার বেড়েছে নয় শতাংশ। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ৭১.৮১ শতাংশ, এবার বেড়ে তা হয়েছে ৭৭.৭২শতাংশ। ভোটের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটের হার নিয়ে প্রকাশিত তথ্যে ব্যাপক গরমিল ধরা পড়লে শনিবার ফের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তাৎপর্যপুর্নভাবে আগে মহিলাদের ভোট প্রয়োগে রেকর্ডের কথা বলা হলেও নতুন তালিকায় দেখা যায় পুরুষের ভোটদানের হার বেশি ।। জেলায় পুরুষের ভোটদানের হার বেড়ে দাঁড়িয়েছে ৮১.০৬ শতাংশ । অন্যদিকে মহিলার ভোটদানের হার হচ্ছে ৭৭.৭২শতাংশ। আগে মহিলা ভোটারের হার বলা হয়েছিল ৭৯.৮৯ শতাংশ । আর পুরুষ ভোটার ছিল ৪৯.৭২ শতাংশ । কিন্ত সংশোধিত তালিকায় দেখা গেছে, মহিলাদেরকে পেছনে ফেলে পুরুষরা এগিয়ে গেছেন।।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার হাইলাকান্দি বিধানসভা আসনে ১৫৭০৬৯ ভোটারের মধ্যে ১১৯৩৩৭ জন ভোটার ভোটদান করেছেন। ভোটের হার ৭৫.৯৮ শতাংশ । এর মধ্যে মহিলা ভোটের হার ৭৩.০৮ শতাংশ । আর পুরুষ ভোটের হার৭৮.৬৬ শতাংশ। আগে বলা হয়েছিল হাইলাকান্দি বিধানসভা আসনে ৬১.৬৪ শতাংশ ভোট পড়েছে। কিন্ত চূড়ান্ত হিসেব কষে বলা হয়েছে, হাইলাকান্দি কেন্দ্রে ভোটের হার বেড়ে ৭৫.৯৮ শতাংশ হয়েছে।। অন্যদিকে কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে ভোটের হার ৬১.৪৯ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৯.১০ শতাংশ ।। কাটলিছড়ার ১৭৩৪৫৫ ভোটারের মধ্যে ভোটদান করেছেন ১৩৭২০৯ জন। তন্মধ্যে পুরুষ ৮০.৬৩ শতাংশ এবং মহিলা ৭৭.৪৪ শতাংশ।। অপরদিকে আলগাপুর বিধানসভা এলাকায় ভোটের হার জেলার মধ্যে সর্বোচ্চ। ৮৩.৫২ শতাংশ ।।। এরমধ্যে মহিলা ৮৩.০৩ শতাংশ আর পুরুষ ৮৩.৯৪ শতাংশ। আলগাপুরের ১৫২২২০ ভোটারের মধ্যে ভোটদান করেছেন ১২৭১৩০ জন।। সবমিলিয়ে জেলায় ৪৮২৭৪৪ ভোটারের মধ্যে ভোট দান করেছেন ৩৮৩৬৭৬ জন ভোটার।। এরমধ্যে মহিলা ভোটের হার ৭৭.৭২ শতাংশ আর পুরুষ ৮১.০৬ শতাংশ।।
Comments are closed.