Also read in

Thousands of Devotees celebrate Urus of PEER, Tantu is in festive mood

বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে লালার টান্টুতে তরিকতের বার্ষিক জলসা ও অলিয়ে কামিল, আশিকে রসুল পীর মওলানা আব্দুল আজিজ চৌধুরীর বার্ষিক ইছালে ছওয়াব মহফিল অনুষ্ঠিত হয়। এদিন
ধর্মীয় ভাবাবেগের মধ্যে দিয়ে অনুষ্ঠিত তরিকতের বাৎসরিক জলসা এবং উরুস মাহফিলকে ঘিরে বরাকের বিভিন্ন প্রান্ত থেকে জন প্লাবন নামে টান্টুতে।

প্রতিবারের মত এবারও বাৎসরিক উৎসবকে ঘিরে সব ধরনের প্রস্তুতি হাতে নেওয়া হয়েছিল। টান্টুর প্রখ্যাত পীর প্রয়াত মউলানা আব্দুল আজিজ চৌধুরীর বার্ষিক উরুসকে কেন্দ্র করেই প্রতি বছর এই বাৎসরিক জলসা হয়ে থাকে। গোটা বরাকের টান্টুর পীরের ভক্তদের উপস্থিতিতে এদিন জনসসমুদ্রের আকার ধারন করে টান্টু। এদিন সকালে আহলে সুন্নতের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কার্যসূচির সূচনা করেন টান্টুর বর্তমান পীর সাহ সুফী আলহাজ আতাউর রহমান চৌধুরী । এরপর পবিত্র কোরান পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন মকবুল হোসেন।।

এরপর পরিবেশিত হয় নাতে রসুল। দিনব্যাপী মাহফিলে বরাক উপত্যকার বিশিষ্ট উলামা ও ছুফিয়ানে কেরাম উপস্থিত হয়ে টান্টুর প্রয়াত পীরের আধ্যাত্মিকতার বিভিন্ন ঘটনা তুলে ধরার পাশাপাশি মহানবী হজরত মোহাম্মদের জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানান।টান্টুর বর্তমান পীর আলহাজ আতাউর রহমান চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত প্রকাশ্য অধিবেশনে আমন্ত্রিত অথিতি হিসেবে অন্যদের মধ্যে অংশ নিয়ে উজান ডিহির পীর সইদ জোনাইদ আহমেদ মদনি, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মওলানা সারিমুল হক লস্কর, হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর, মওলানা বিলাল আহমেদ,মওলানা বদরুল ইসলাম, নজরুল ইসলাম, ফরমান আলি, আতিকুর রহমান৷ নুরুল হক, এপিসিসি সম্পাদক দিলোয়ার হোসেন বড়ভুইয়া, মওলানা গুলজার আহমেদ
প্রমুখ বক্তব্য রাখেন। প্রত্যেক বক্তাই তাদের ভাষণে পীর ফকিরের সান্নিধ্য নিয়ে সৎ ভাবে, নবীর আদর্শ মেনে জীবন যাপনের পাশাপাশি শিক্ষার উপর জোর দেন। শিক্ষার মাধ্যমে মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যেতে বলেন তাঁরা। ইসলাম ধর্মের রীতিবিরুদ্ধ কাজ বর্জন করে মহানবীর আদর্শে একটি সুন্দর সমাজ গঠনের ডাক দেন।

মওলানা সারিমুল হক লস্কর, টান্টুর উরুসে আসা যানবাহনে লাউড স্পিকার,মাইক লাগিয়ে শব্দ দূষন না করতে সবার প্রতি আহবান জানান।। বলেন, মাইক বাজানো উরুসে ধর্মীয় রীতিবিরুদ্ধ কাজ। ইসলাম ধর্মে গান বাজনা নিষিদ্ধ। তাই রাস্তা ঘাটে মাইক না বাজাতে বলেন তিনি।তাছাড়া বিয়ের অনুষ্ঠানে খেজুর ছুঁড়াও ইসলাম ধর্মে নিষিদ্ধ বলে জানান সারিমুল।বলেন,খেজুর না ছুঁড়ে হাতে তুলে দিতে কোন বাধা নেই। হিংসা বিদ্বেষ পরিহার করে সৌহার্দের পরিবেশ গড়ে তোলার আহবান জানিয়ে কোরান হাদিসের আলোকে সবাইকে জীবন গড়ে তোলার আহবান জানান।

এদিন দিনভর একদিকে ময়দানের বিশাল প্যণ্ডেলে চলে হজরত মোহাম্মদের জীবন, আদর্শ নিয়ে ধর্মীয় আলোচনা সভা।সভায় নিয়মিত নামাজ আদায় সহ নবীর আদর্শ মেনে একটি সুন্দর সমাজ গঠনের জন্য বিশেষ আহ্বান জানানো হয়। এদিন একদিকে বিশাল প্যান্ডেলে চলে ওয়াজ মহফিল আর অন্যদিকে চলতে থাকে পীরের মাজারে ধর্মপ্রান জনতার বিশেষ প্রার্থনা, জিয়ারত। অপরদিকে পীরের বাডিতে পীর আতাউর রহমান চৌধুরীর সাথে চলে জনতার সাক্ষাত পর্ব । হাজার হাজার মানুষকে লাইন ধরে পীরের আশির্বাদ, দোয়া নিতে দেখা যায় ।

এদিনের জলসায় দফায় দফায় বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হয় । চলে তরিকতের খতম, শিরনী বিতরণ । এদিন উরুস কমিটির সম্পাদক আলহাজ সফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা শান্তি শৃঙ্খলা বজায় সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। হাজার হাজার জনতার ভিড় সামাল দিতে এদিন স্বেচ্ছাসেবক সহ পুলিশ প্রশাসনকে রীতিমত হিমশিম খেতে হয়।

Comments are closed.