Three injured in Magic accident, residents block road
দ্রুতগামী বাস আর ম্যাজিক গাড়ির দৌড়ের প্রতিযোগিতায় সংঘটিত দুর্ঘটনায় দুই মহিলা সহ তিন যাত্রী জখম, মহিলাদের সড়ক অবরোধ, ভাংচুর ইত্যাদি বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে হাইলাকান্দির আয়নাখাল।৷ দুর্ঘটনার পর এদিন বিকেলে আয়নাখাল রামকৃষ্ণনগর সড়ক অবরোধ করে প্রতিবাদে সোচ্চার হন ক্ষুব্ধ জনতা ।। স্থানীয় জনতার প্রতিবাদী আন্দোলনে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
জানা গেছে, এদিন বিকেল পৌনে তিনটা নাগাদ আয়নাখাল তেমাথার বিএস এন এল টাওয়ারের পাশে নিভিয়া থেকে শিলচরগামী রাজ্য পরিবহন নিগমের একটি বাস, দ্রুতবেগে একটি যাত্রীবাহী ম্যাজিককে ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী ম্যাজিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনজন যাত্রী যথাক্রমে হাইলাকান্দি শহরের পিংকি চক্রবর্তী, সাগরিকা দাস ও নাসির উদ্দিন জখম হন ।
দুর্ঘটনার পর স্থানীয় নাগরিকরা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। ক্ষুব্ধ জনতা রাজ্য পরিবহন নিগমের অধীন বাসটিতে ভাংচুর করার পাশাপাশি সড়ক অবরোধ করেন।খবর পেয়ে লক্ষীনগর ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। উত্তেজিত জনতা ঘটনাস্থলে স্পিড ব্রেকার বসানো সহ জেলা উপায়ুক্তকে ঘটনাস্থলে আসার দাবি জানাতে থাকেন।৷
এদিকে সড়ক অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে একসময় সি আর পি এফ বাহিনী নিয়ে ছুটে আসে লালা পুলিশ। তাছাড়া সার্কেল অফিসার ত্রিদিপ রায় , পূর্ত গ্রামীন বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার রফিক আহমেদ চৌধুরী সহ বিজেপি নেতা গৌতম গুপ্ত প্রমুখ ছুটে আসেন। ক্ষুব্ধ জনতার সাথে দীর্ঘ আলোচনার পর স্পিড ব্রেকার বসানোর আশ্বাস দিয়ে একসময় সড়ক অবরোধ মুক্ত করেন চক্র আধিকারিক ত্রিদিপ রায় ।।এদিনের সড়ক অবরোধ কার্যসূচিতে আয়নাখাল চা বাগান এলাকার মহিলা সহ পুরুষরা অংশ নিয়ে প্রতিবাদে সোচ্চার হন । তাদের অভিযোগ, প্রায়ই ওই সড়কে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। তাই ওই স্থানে স্পিড ব্রেকার বসানো হোক বলে তারা দাবি জানান।
Comments are closed.