
সুপ্রভাত, আজ বৃহস্পতিবার, ৩০শে মে, ২০১৯ খ্রিস্টাব্দ; ১৫ই জ্যৈষ্ঠ ,১৪২৬ বঙ্গাব্দ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
ত্রিশ বছর ধরে যিনি ভারতীয় সেনায় কাজ করেছেন, সম্মানিত ‘ক্যাপ্টেন’ উপাধি পেয়েছেন, সেনায় উল্লেখযোগ্য অবদানের জন্য যার হাতে পুরস্কার তুলে দিয়েছেন দেশের রাষ্ট্রপতি, তেমনই এক ব্যক্তিকে গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হলো। এই খবর আজ সবগুলো পত্রিকায় গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে।
যুগশঙ্খের লিড নিউজ,
বিদেশি! প্রাক্তন আর্মি ক্যাপ্টেন, পুলিশ অফিসার ডিটেনশন ক্যাম্পে- ৩০ বছর সেনা, রাজ্য পুলিশকে সেবা করে সানাউল্লাহর উপহার জুটলো বিদেশি তকমা
বড় বড় হরফে সাময়িক প্রসঙ্গের মুখ্য শিরোনাম,
তিরিশ বছর চাকরি করেও বিদেশি সোনাউল্লাহ! মাধ্যমিকের সার্টিফিকেট নাকচ করল ট্রাইব্যুনাল, সেনাবাহিনীতে তীব্র প্রতিক্রিয়া
সাথে আছে,
আতঙ্কে আত্মহননকারী ৪৪ জনের ৩৯ জনই বাঙালি হিন্দু – বাঙালি হিন্দুরা টার্গেট কেন, প্রশ্ন তুলল কংগ্রেস
প্রান্তজ্যোতি বক্স করে প্রথম পাতার মাঝখানে ছবি সহ লিখেছে,
রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত প্রাক্তন সেনাকর্তা সানাউল্লাহ ডি- ক্যাম্পে
আজ দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র দামোদরদাস মোদী, এই খবরকে লিড করে প্রান্তজ্যোতি লিখেছে,
মোদী ২.০, আজ শপথ – প্রস্তুত রাইসিনা হিলস
সাথে আছে,
- অর্থমন্ত্রী হতে পারেন অমিত
- মন্ত্রিসভায় ফেরাতে জেটলির বাসভবনে মোদি
- শপথ গ্রহণ অনুষ্ঠানে বসছে চাঁদের হাট
সাময়িক জানাচ্ছে,
সিদ্ধান্ত বদল, শপথে যাচ্ছেন না মমতা – বাংলার খুন হওয়া ৫৪ বিজেপি কর্মীর পরিবারের ৭০ জন আমন্ত্রিত
আসামের কাগজ কল দুটি পুনরুজ্জীবনের নির্দেশ দিল অ্যাপিলেট ট্রাইবুনাল, এই খবর আজ সবগুলো পত্রিকায় গুরুত্ব দিয়ে ছেপেছে।
সাময়িক প্রসঙ্গ বক্স করে জানাচ্ছে,
কাগজ কল বন্ধের রায় খারিজ ট্রাইব্যুনালে, কর্মচারীদের বকেয়া বেতন, প্রাপ্য মিটিয়ে দেওয়ার নির্দেশ
যুগশঙ্খ লিখেছে,
কাগজ কল চালুর পর চাইলে নিলাম, আইনি লড়াইয়ে হেরে গেল কেন্দ্র- বন্ধ করা যাবেনা মিল, বকেয়া পাবেন কর্মীরা
মেডিকেল কলেজে দুর্নীতি কান্ডে ক্যাশিয়ার বিদ্যুৎ বর্মনের গ্রেফতারের খবরে সাময়িকের সুপার অ্যাংকর নিউজ,
মেডিক্যালে বহু কোটির কেলেঙ্কারিতে এবার জালে ক্যাশিয়ার বিদ্যুৎ।। ব্লাড ব্যাঙ্কে দুর্নীতি, গড়া হলো চার সদস্যের তদন্ত কমিটি :: বেরিয়ে এলো ‘সিন্ডিকেট’-এ জড়িত বহু নাম
প্রান্তজ্যোতি লিখেছে,
মেডিক্যাল দুর্নীতি কান্ড: গ্রেফতার হেড অ্যাসিস্ট্যান্ট বিদ্যুৎ বর্মন – জেরা হয়েছে প্রাক্তন অধ্যক্ষা ডাঃ শিল্পী রানী বর্মনেরও
প্রকাশ্য দিবালোকে আবার ছিনতাইয়ের ঘটনা ঘটলো শিলচরে, এই প্রসঙ্গে সাময়িক ছবিসহ লিখেছে,
শিলচরে দুটি ঘটনায় লুট ১১ লক্ষ, গণধোলাই ছিনতাইবাজকে
সাময়িকের কয়েকটি টুকরো খবর,
- কামাখ্যা, বীরেনের মনোনয়ন বৈধ
- কনভয়ে গেরুয়া হামলা – আক্রান্ত রকিবুল, নুরুল
- সুর পাল্টালো টাইম পত্রিকা, প্রশংসায় ভরিয়ে দিল মোদিকে
- ট্যাঙ্কারের ধাক্কায় প্রাণ গেল ছাত্রের
- অরুণাচলে নয়া বিজেপি সরকার শপথ নিল
ভেতরের পাতায় প্রান্তজ্যোতির খবর,
- হাইলাকান্দিতে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
- গ্রেফতার হওয়া বিপ্লবের মুক্তির দাবিতে ২৪ ঘন্টা জয়পুর বাজার বন্ধ
- করিমগঞ্জ কলেজে মর্নিং শিফট চালু রাখার আর্জি এবিভিপি’র
- অগ্নিকান্ডে ভস্মীভূত শ্রীবার জিপি সভাপতির বসতবাড়ি- গাড়ি, বাইক, ক্ষতির পরিমাণ ৪০ লক্ষ বলে অনুমান
দৈনিক প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,
ডি ভোটারদের জন্য ইতিবাচক নির্দেশ
সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম,
সৌজন্যবোধের রাজনীতি প্রণব বাবুর সহজ পাঠ
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
বিশাল জনসমর্থন, বিরাট দায়িত্ব
এবং
মোদি যুগ শ্রেষ্ঠ যুগ
আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা, খেলার পাতায় সাময়িক প্রসঙ্গের বড় বড় হরফে আট কলাম জোড়া শিরোনাম,
ক্রিকেট মহাকুম্ভের সূচনা আজ
যুগশঙ্খ লিখেছে,
- বিলেতে আজ থেকে মহারণ- নতুন ইতিহাসের খোঁজে ইংল্যান্ড।। অনভিজ্ঞ বোলিং নিয়ে চাপে থাকবে দক্ষিণ আফ্রিকা
- আজকের খেলা ওভালে বিকেল তিনটায়- ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
প্রান্তজ্যোতির প্রতিবেদন,
পারফরম্যান্সের নিরিখে এবার ফেভারিট ইংল্যান্ড
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.