
সুপ্রভাত, আজ শনিবার, ১৮ই মে, ২০১৯ খ্রিস্টাব্দ; ৩রা জ্যৈষ্ঠ ,১৪২৬ বঙ্গাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী প্রদত্ত বক্তব্য নিয়ে মুখ্য শিরোনাম করেছে আজ স্থানীয় সবগুলো পত্রিকা।
প্রান্তজ্যোতির লিড নিউজ,
৩০০ টপকে ক্ষমতায় ফিরছি, আত্মবিশ্বাসে টগবগে মোদি ।। বাপুকে অপমান, প্রজ্ঞাকে ক্ষমা নয়
সাময়িক প্রসঙ্গের আট কলাম জোড়া শিরোনাম,
নিজস্ব গরিষ্ঠতায় ক্ষমতায় ফিরছে এনডিএ: মোদি – ৫ বছরে প্রথম সাংবাদিক বৈঠকেও কার্যত মৌন, প্রধানমন্ত্রীর হয়ে জবাব দিলেন অমিত
সাথে আছে কংগ্রেস সভাপতির উক্তি,
প্রথম সাংবাদিকদের মুখোমুখি দেখে ভালো লাগছে: রাহুল
দৈনিক যুগশঙ্খের লিড নিউজ,
গডসে দেশভক্ত! প্রজ্ঞাদের কখনও ক্ষমা করব না: মোদি ।। ড্যামেজ কন্ট্রোলে বেলাগাম তিন নেতা-নেত্রীর জবাব তলব অমিত শাহের
সাথে আছে,
পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরব! আত্মপ্রত্যয়ী মোদি
দৈনিক যুগশঙ্খ দ্বিতীয় শিরোনামে জু রোড কাণ্ড নিয়ে জানাচ্ছে,
১০ দিনের পুলিশ হেফাজতে জাহ্নবী ও প্রাণময় ।। গ্রেফতার আরও ১ প্রাক্তন আলফা নেতা।। অভিনেত্রীর কন্ডে লজ্জায় চিকিৎসক স্বামী অমৃত! কড়া শাস্তির দাবি
সাময়িক বক্স করে জানাচ্ছে,
গুয়াহাটি বিস্ফোরণে জড়িত, দায় নিলেন অভিনেত্রী জাহ্নবী – ধৃতরা ১০ দিনের পুলিশি হেফাজতে, নওগাঁয় গ্রেপ্তার আরো এক
শিলচর মেডিক্যাল কলেজ দুর্নীতি প্রসঙ্গে সাময়িকের অ্যাঙ্কর প্রতিবেদন,
মেডিক্যাল: ২০১৩-১৪ ও ১৪-১৫ অর্থবছরের ব্যয় বরাদ্দ অনুমোদন না করে ফিরিয়ে দিল এজি- দুর্নীতি নিয়ে দীর্ঘ পর্যালোচনা গভর্নিং বডির সভায়
এনআরসি এবং ডিটেনশন ক্যাম্প নিয়ে বিভিন্ন খবর আজ স্থানীয় পত্রিকায় গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে।
যুগশঙ্খের খবর,
এনআরসি: অফিসার কর্মীদের হুমকি, সুরক্ষা বাড়ল স্পর্শকাতর সেবা কেন্দ্রের
আছে বক্স আইটেম,
এনআরসি সিদ্ধান্তের চেয়ে ফরেনার্স ট্রাইবুনাল বেশি প্রভাবশালী: সুপ্রিম কোর্ট
সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে,
সুপ্রিম রায় কার্যকর হলে শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে মে-জুনে মুক্তি পেতে পারেন ১০ বন্দি – কাছাড়ের এক ও হাইলাকান্দির দু’জনের সামনে প্রশস্ত মুক্ত জীবনে ফেরার পথ
আরেকটি খবর,
এনআরসি-তে নাম, ঘোষিত বিদেশি পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন, সায় সুপ্রিমের
প্রথম পাতায় সাময়িকের কয়েকটি টুকরো খবর,
- উচ্চ মাধ্যমিকের ফল ২৫ মে
- ১ জুন থেকে শিলচর -কলকাতা আরেকটি বিমান
- আগস্ট থেকে উঠে যাচ্ছে আফস্পা
- হাইলাকান্দির ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ মিলবে, পরিমলকে মুখ্যমন্ত্রী
প্রথম পাতায় কাগজ কল নিয়ে যুগশঙ্খের খবর,
৯৮ লক্ষ ঋণ পরিশোধে কাগজ কল বিক্রির প্রক্রিয়া শুরু, আদালতে যাচ্ছেন কর্মচারীরা
প্রান্তজ্যোতি ছবিসহ জানাচ্ছে,
বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করেও স্বতঃস্ফূর্ত উনিশের পথ চলা
প্রান্তজ্যোতির অ্যাঙ্কর প্রতিবেদন,
আবর্জনার স্তূপে স্লুইস গেট বেহাল, দুর্ভোগ – সচেতনতার অভাবেই কৃত্তিম বন্যা
ভেতরের পাতায় প্রান্তরজ্যোতির খবর,
- কালী নগরে গাড়ি দুর্ঘটনায় হত ১, আহত ৩
- বাজারিছড়ায় ফের বজ্রপাতে আহত ৬
- মিজোরামে প্রবেশে মহিলাদের আইএলপি, বরাক জুড়ে নিন্দা
প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,
কৃষি বাঁচলে দেশ বাঁচবে
সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম,
১০ টাকার মুদ্রা যেন এদেশের নয়!
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
অসম্ভবের শিল্প
এবং
শ্রীলঙ্কার সন্ত্রাসবাদী হামলা ভারতের জন্য উদ্বেগের
খেলার পাতায় আসন্ন বিশ্বকাপ নিয়ে বিভিন্ন খবর আজ স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।
যুগশঙ্খ জানাচ্ছে,
বিশ্বকাপ ধারাভাষ্যে সৌরভ
সাময়িকের খবর,
দল চাইলে চার নম্বরেও ব্যাট করতে পারি: রাহুল
প্রান্তজ্যোতির খবর,
রিলিজ হলো বিশ্বকাপের থিম সং
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.