Also read in

Today's headline : Cheating in congress blood, says Modi

সুপ্রভাত, আজ সোমবার, ২রা অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ ; ১৯ই নভেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম।

পাঞ্জাবের অমৃতসরে এক জঙ্গি হামলার খবরকে লিড করে দৈনিক যুগশঙ্খ জানাচ্ছে,

হাই অ্যালার্টের মধ্যেই অমৃতসরে ধর্মসভায় গ্রেনেড হানা, হত ৩ ।। খালিস্তানি যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী অমরিন্দর

নববার্তা প্রসঙ্গের মুখ্য শিরোনাম,

অমৃতসরে গ্রেনেড হামলায় তিন জনের মৃত্যু

সাময়িক লিখেছে,

অমৃতসরে সৎসঙ্গ আশ্রমের সামনে বিস্ফোরণ, হত ৩, আহত ১৫

নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী প্রদত্ত বক্তব্যকে উদ্ধৃত করে সাময়িক প্রসঙ্গের মুখ্য শিরোনাম,

কংগ্রেসের রক্তে জালিয়াতি: মোদি – কেশরীকে অপমান ভুলে গেলেন? সোনিয়াকে তোপ

এই প্রসঙ্গে যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম,

দলিত হওয়ায় সীতারাম কেশরীকে ছুড়ে ফেলে দিয়েছিল কংগ্রেস: মোদি

এনআরসি নিয়ে প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম,

দাবি-আপত্তি প্রক্রিয়ায় মন্থর গতি আবেদনপত্র জমা পড়েছে মাত্র ৩.৫ লক্ষ

সাথে আছে,

নাগরিকত্ব সংশোধনী থেকে বাংলাদেশ বাদ গেলেও সুরক্ষিত নয় অসম: অখিল

দৈনিক যুগশঙ্খ অন্য একটি খবরে জানাচ্ছে,

পরিচারিকাকে পেটালেন গুয়াহাটির বাংলাদেশ সহকারি হাই কমিশনার- অভিযোগ অস্বীকার তানভিরের, তদন্তের ইঙ্গিত হাইকমিশনের

যুগশঙ্খের অ‍্যাঙ্কর প্রতিবেদন,

মিজোরাম ভোট: ত্রিপুরার রিয়াং শরণার্থী শিবিরে প্রচারে হিমন্ত

দৈনিক প্রান্তজ্যোতি রঙিন বক্সে জানাচ্ছে,

রাজ্যসভায় অসম থেকে পাশওয়ান! বরাকের প্রতিনিধিত্ব বিশবাঁও জলে

নমামি বরাকের বর্ষপূর্তি উপলক্ষে প্রান্তজ্যোতির প্রতিবেদন,

এক বছর পরও নমামি বরাকের প্রতিশ্রুতি বাস্তবায়ন অধরা

প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,

  • কাগজ কল : বরাক বনধ সফল করতে মাঠে বিরোধীরাও
  • রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতার হিসাব কষা হবে: চিদাম্বরম
  • অশনি সঙ্কেত! আলফার প্রতি আকর্ষণ বাড়ছে অসমিয়া যুবাদের
  • মালিয়া, আম্বানি, নীরবদের টাকাতে ঋণমুকুব হবে কৃষকদের :রাহুল

পঞ্চায়েত নির্বাচনের খবরে সাময়িক প্রসঙ্গের দ্বিতীয় শিরোনাম,

কাটিগড়া কংগ্রেসের ধস, ‘তৎকাল’ টিকিট দিয়ে ঝুলি ভরছে এআইইউডিএফ ।। তালাবন্ধ দুই ব্লক অফিস, হদিস নেই বিশালের

পঞ্চায়েত নির্বাচন নিয়ে আরো খবর,

  • জুতোর মালা নিয়ে বিজেপি কার্যালয়ে এসে দলত্যাগ মণ্ডল সভাপতির
  • আজ মনোনয়নপত্র পেশের শেষ দিন- কাছাড়ে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস

অ‍্যাঙ্কর প্রতিবেদনে সাময়িক জানাচ্ছে,

শীতকালীন অধিবেশনেই রাম মন্দির বিল আনতে পারে বিজেপি:: রাম মন্দির না হলে বিদ্রোহ হতে পারে দেশে :রামদেব

৩ এর পাতায় সাময়িকের খবর,

বরাক বইমেলার সমাপনী অনুষ্ঠানে বার্তা বরাক বঙ্গ-র ।। ‘জাতির সংকটে বই ও বইমেলা সবার চেতনাকে জাগ্রত করুক’

সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয়,

বিজেপির বোধোদয়

সম্পাদকীয়তে প্রান্তজ্যোতি লিখেছে,

‘আচ্ছে দিন’ এর সুবাতাস দূর অস্ত

যুগশঙ্খের দুটি সম্পাদকীয়,

সিবিআই নিয়ে কেন্দ্র-রাজ্য মতভেদ

এবং

চুরির মূলে

খেলার পাতায় প্রান্তজ্যোতি জানাচ্ছে,

  • টায়েকোন্ডো চ্যাম্পিয়নশিপ সমাপ্ত, ২৩৪টি পদক পেল ভারত
  • কাছাড়ের খেলোয়াড়রা পেলেন ২৯টি পদক

পিকলু সরকার ক্রিকেট নিয়ে সাময়িকের খবর,

অভিজিতের শতরানে সুবিধেয় টাউন ক্লাব

মোটামুটি এই ছিল আজকের পত্রিকাগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.