
সুপ্রভাত, আজ মঙ্গলবার, ৯ই বৈশাখ ,১৪২৬ বঙ্গাব্দ ; ২৩শে এপ্রিল, ২০১৯ খ্রিস্টাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
বিদেশি শনাক্তকরণের ভিত্তিবর্ষ শীর্ষক সর্বোচ্চ আদালতের নির্দেশ নিয়ে আজ মুখ্য শিরোনাম করেছে প্রান্তজ্যোতি এবং সাময়িক প্রসঙ্গ।
সাময়িকের লিড নিউজ,
৭১-এ অটল সুপ্রিম কোর্ট ; ১৯৫১ নিয়ে মহাসঙ্ঘের মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ ।। নবায়ন প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে, কাজে কোন বিঘ্ন ঘটুক, চায়না শীর্ষ আদালত।।
প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম,
সুপ্রিম কোর্টে ভিত্তি বর্ষ সংক্রান্ত আবেদন খারিজ – ঐতিহাসিক জয় বলল আজমলের জমিয়ত
এই প্রসঙ্গে যুগশঙ্খ লিখেছে,
বিদেশীর ভিত্তি বর্ষ দ্রুত শুনানির আর্জি খারিজ সর্বোচ্চ আদালতে- বিঘ্ন ঘটছে না নাগরিকপঞ্জিতে , ১৯৫১ সালকে ভিত্তি বর্ষ ধরেই কাজ চলবে
আজ রাজ্যে শেষ দফা নির্বাচন, এই নিয়ে যুগশঙ্খের লিড নিউজ,
শেষ দফায় চার কেন্দ্রের ভোটে নির্ণায়ক ধর্মীয় সংখ্যালঘুরাই
বি জে পি সভাপতির বক্তব্য নিয়ে বড় বড় হরফে দ্বিতীয় শিরোনাম,
নাগরিকত্ব আইনের পরই বাংলায় এনআরসি: শাহ ।। ভয় পেয়েই সমান্তরাল প্রশাসনের তত্ব দিদির!
সুপ্রিম কোর্টে কংগ্রেস সভাপতির ক্ষমা প্রার্থনা নিয়ে খবর আজ সবগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে।
যুগশঙ্খ লিখেছে,
‘চৌকিদার চোর হ্যায়’ বলে ক্ষমা প্রার্থী রাহুল – রাজনৈতিক উত্তেজনার বশেই এই মন্তব্য, স্বীকারোক্তি রাগার
প্রান্তজ্যোতি লিখেছে,
রাফাল নিয়ে ‘আফাল’ কংগ্রেসে- সুপ্রিম কোর্টে ক্ষমা চাইলেন রাহুল
ঠিক নিচেই আছে,
ক্ষমা চাওয়ার পর ফের ‘চৌকিদার চোর হ্যায়’ লিখে টুইট রাহুলের
শিলচর লোকসভা কেন্দ্রের রাজনীতি নিয়ে প্রান্তজ্যোতির খবর,
এনপিপির অন্তর্ঘাত, মিডিয়ায় ভাইরাল- মিসবার দু-লক্ষ, নাজিয়ার নীরবতায় চক্রান্তের আভাস
শিলচরবাসীর জন্য অন্য একটি গুরুত্বপূর্ণ খবর,
গান্ধীবাগে ওয়াটার থিম পার্ক, স্টার হোটেল ও মার্কেট কমপ্লেক্স : চ্যালেঞ্জ জানিয়ে মামলা কংগ্রেস পুর কমিশনারের
রক্তাক্ত শ্রীলংকা নিয়ে সাময়িক প্রসঙ্গের দ্বিতীয় শিরোনাম,
- বিস্ফোরণের নেপথ্যে ইসলামিক জঙ্গি গোষ্ঠী, দাবি সরকারের, গ্রেফতার ২৪- শ্রীলঙ্কায় মধ্যরাত থেকে জরুরি অবস্থা
- কর্ণাটকের দুজনসহ মৃত ৬ ভারতীয়
প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,
- বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে কমিশনই দায়ের করল জোড়া এফ আই আর
- বিজেপিতে যোগ দিলেন ‘চুলের চৌকিদার’ জাভেদ হাবিব
- আমেথিতে জুতো নিয়ে লড়াই প্রিয়ঙ্কা- স্মৃতির
দৈনিক যুগশঙ্খের কয়েকটি টুকরো খবর,
- রাহুলের মনোনয়ন বৈধ
- প্রধানমন্ত্রীর চপারে তল্লাসি, সাসপেন্ড অফিসারকে কর্নাটকে বদলি
- পুলওয়ামা কাণ্ডে জড়িত সব জঙ্গিই নিকেশ
- বাবরি ধ্বংস করে গর্বিত প্রজ্ঞা ঠাকুর: এফআইআর দায়েরের নির্দেশ কমিশনের
- চিনের সঙ্গে বৈঠকে মাসুদ প্রসঙ্গ তুললো নয়াদিল্লি
- জাত তুলে গালমন্দ, ডিসি-এসপির দ্বারস্থ বিভাগ ও মঞ্চ
ভেতরের পাতায় প্রান্তজ্যোতির দুটি খবর,
- অপরিচিত যুবকের মৃত্যু লক্ষ্মীপুর হাসপাতালে, সন্দেহ গণপ্রহার
- পয়লাপুলে ধৃত মোবাইল- এটিএম চোর, ড্রাগসের রমরমা
উত্তম চাঁদ বর্মনের ডিমাসাদের ইতিহাস সংক্রান্ত বই প্রকাশিত
- দৈনিক প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,
- বদরপুরে রেল ডিভিশন জরুরী
সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম,
‘নোটা’ বনাম বোতাম বনাম সাধারণ নির্বাচন
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
রাহুলের মার্জনা ভিক্ষা ও নির্বাচনী উত্তেজনা
এবং
গণতন্ত্র রক্ষা পাক
খেলার পাতায় গতকালের আইপিএল ম্যাচ নিয়ে সাময়িকের শিরোনাম,
রাহানের শতরান সত্বেও হার এড়াতে পারল না রয়্যালস
আজকের খেলা নিয়ে আছে খবর,
আজ সামনে সানরাইজার্স হায়দরাবাদ -জয়ে ফিরতে মরিয়া সিএসকে
যুগশঙ্খের খবর,
আইপিএল ফাইনাল ম্যাচ পাচ্ছে না চেন্নাই
স্থানীয় খেলার খবরে প্রান্তজ্যোতি জানাচ্ছে,
ভলিবলে কচুদরমকে হারালো বিএসএফ
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.