Also read in

Today’s Headlines: 300 Idols of Durga Ma immersed in Silchar! In Bijoya Dashami both the banks of Kushiyara seems to be merged into one view.

সুপ্রভাত, আজ রবিবার ৩রা কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ ; ২১শে অক্টোবর ২০১৮ খ্রিস্টাব্দ ।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

রেল দুর্ঘটনার খবরকে মুখ্য শিরোনাম করে যুগশঙ্খ লিখেছে,

রেললাইনে দশেরার ভিড়ে চলন্ত ট্রেন,গুরুতর আহত ৫৭ -অমৃতসর ট্রেজেডির দায় নিচ্ছে না রেল, মৃত ৬১

সাময়িকের মুখ্য শিরোনাম,

বাঙালি সমাবেশ হতে দেব না হুমকি ৪১ সংগঠনের, ২৩ অক্টোবর নাগরিকত্ব বিল বিরোধিতায় অসম বন্ধ

এই প্রসঙ্গে যুগশঙ্খের এ‍্যঙ্কর প্রতিবেদন,

বাঙালি সমাবেশ বাতিলের দাবি ৪২ টি সংগঠনের ।। আমসু বন্ধ ডাকলে বিরোধিতা করেন না কেন অখিল? প্রশ্ন শিলাদিত্যের

প্রান্তজ্যোতির লিড নিউজ :

৩০০ প্রতিমা বিসর্জন শিলচরে, দু’একটি ঘটনা ছাড়া নির্বিঘ্নে সম্পন্ন পূজা।। বিজয়া দশমীতে কুশিয়ারার দুই পার একাকার

এই প্রসঙ্গে সাময়িক জানাচ্ছে,

নদীর জল স্তর নেমে বিড়ম্বনা – শিলচরে ভাষণে রাত পেরিয়ে ভোর, হাঙ্গামা

সাময়িক প্রসঙ্গ বক্স করে জানাচ্ছে,

বিশাল ধ্বসে আটকে গেল ব্রহ্মপুত্র, যে কোনও মুহূর্তে হড়পা বান, সরানো হচ্ছে মানুষকে

প্রথম পাতায় সাময়িকের আরো কয়েকটি খবর,

  • অজয় মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত ৭, জখম ২১
  • শিলচর আসছেন হরিশ রাওয়াত
  • কংগ্রেস একটি বিশেষ পরিবারের স্বার্থে দারিদ্রকে ব্যবহার করেছে: মোদী
  • কামাখ্যায় প্রধান বিচারপতির নিরাপত্তা বিঘ্নিত, বরখাস্ত ডিসিপি
  • ‘কোন ভারতীয়ের নামই বাদ যাবেনা এনআরসিতে’ ।। আবগারিতে রাজস্ব বৃদ্ধি আড়াই হাজার কোটি : পরিমল

বিধায়ক দিলীপ পালকে উদ্ধৃত করে প্রান্তজ্যোতির খবর,

মালিনী বিল কান্ড- স্বঘোষিত উদ্যোগপতির এন্টেনায় ধরেনি, তাই প্রলাপ বকছেন : দিলীপ

এই প্রসঙ্গে তিন এর পাতায় সাময়িকের খবর,

অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাইনা, নাম না নিয়েও বিমলেন্দু কে হুঁশিয়ারি বিধায়কের- মালিনীবিলের শিল্পাঞ্চল ; ব্যর্থ মানুষের কাতর আর্তনাদ: দিলীপ

দৈনিক প্রান্তজ্যোতি গুরুত্বসহকারে জানাচ্ছে,

আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি – প্রথা ভেঙে একই বছরে দ্বিতীয়বার লালকেল্লায় পতাকা তুলবেন মোদি

প্রথম পাতায় প্রান্তজ্যোতির অন্য একটি খবর,

কয়লা ও সুপারি কেলেঙ্কারি নিয়ে নীরব সর্বানন্দ – রাজ্যে বহাল সিন্ডিকেট রাজ, সিবিআই তদন্ত দাবি দেবব্রতের

গুয়াহাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে ম্যাচ নিয়ে প্রথম পাতায় যুগশঙ্খের খবর,

ষ্টার নেই, নেই হাইপ! ম্যাড়মেড়ে বর্ষাপাড়ায় আজ অভিষেক ওয়ানডে

খেলার পাতায় প্রান্তজ্যোতি লিখেছে,

মন্দির শহর গুয়াহাটিতে অভিষেক হচ্ছে ঋষভ পন্থের! বিশ্বকাপ টার্গেট রেখেই আজ নামছে ভারত

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.