সুপ্রভাত, আজ বৃহস্পতিবার ৩০শে আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ ।। ১৩ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ ।।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
বিমুদ্রাকরণ সংক্রান্ত রিজার্ভ ব্যাংকের রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়ার খবর আজ সবগুলো পত্রিকা গুরুত্বসহকারে প্রকাশ করেছে।
দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে লিখেছে,
৯৯% বাতিল নোট ফিরেছে ব্যাঙ্কে – অশ্বডিম্ব বিমুদ্রাকরণে! আরবিআইয়ের রিপোর্টে মুখ পূড়ল মোদি সরকারের
একই খবরে প্রান্তজ্যোতির দ্বিতীয় শিরোনাম :
- নোট বাতিলের রিপোর্ট পেশ, ব্যর্থতাতেই সিলমোহর আরবিআইর ।। নোট বন্দি: সরকারের নিন্দায় মুখর বিরোধীরা -আত্মপক্ষ সমর্থন বিজেপির
- নোট বাতিলের মিথ্যাচারে মোদি ক্ষমা চান, দাবি কংগ্রেসের
এই খবরে সাময়িকের এ্যঙ্কর নিউজ:
ফিরে এসেছে ৯৯.৩ শতাংশ পুরনো নোট, কালো টাকার বিরুদ্ধে লড়াই ব্যর্থ
তবে সাময়িক প্রসঙ্গ বুদ্ধিজীবীদের গ্রেফতারের প্রতিক্রিয়া নিয়ে মুখ্য শিরোনাম করে লিখেছে:
পুলিশ হেফাজত নয়, ওঁদের রাখা হোক গৃহবন্দী : সুপ্রিমকোর্ট ।। মহারাষ্ট্র ডিজিপিকে চিঠি মানবাধিকার সংস্থার ।। ইউপিএ ধারার বিরুদ্ধে ক্ষোভ
ঔ রাফালে চুক্তি নিয়ে দ্বিতীয় শিরোনাম করে যুগশঙ্খ লিখেছে,
রাফালে ডাকাতি বনাম কিন্ডারগার্টেন অভিযোগ ! তরজায় জড়ালেন রাহুল-জেটলি
সাথে আছে,
- ইউপিএর তুলনায় ৯ শতাংশ সস্তায় যুদ্ধবিমান পাচ্ছে এনডিএ : অর্থমন্ত্রী
- বন্ধুকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী :গান্ধী
এনআরসির খবরে সাময়িক প্রসঙ্গ লিখেছে :
খসড়ার ১০ শতাংশের পুন:পরীক্ষায় টার্গেট কারা ? উৎকণ্ঠায় নানা মহল ।। নথি ফের যাচাইয়ে বাড়তে পারে হেনস্থা, সংশয় হাফিজের
দৈনিক যুগশঙ্খ এ্যাঙ্কর নিউজে জানাচ্ছে :
এবার সিদ্দিকের ভাইয়ের ডেরায় হানা ভিজিল্যান্সের
একই খবরে সাময়িক লিখেছে :
সিদ্দিকের সম্পত্তি কত ? দ্বিতীয় দিনেও অভিযান জারি – সহোদরের নির্মাণ সংস্থায় তালা, জেরা চৌকিদার জনতাকে
প্রান্তজ্যোতি খবর :
পনেরো কোটির সম্পত্তির হদিশ, অস্বস্তি বাড়ছে সিদ্দিকের – তদন্ত অব্যাহত দুর্নীতি নিবারন শাখার
সাময়িক বক্স করে ছবিসহ লিখেছে,
মহিলা সাংবাদিককে কুপিয়ে খুন বাংলাদেশে
বিধায়ক কমলাক্ষকে উদ্ধৃত করে সাময়িকের খবর:
‘সীমান্তে হেনস্থা বন্ধ না হলে জাতি দাঙ্গার আশঙ্কা’ -মিথ্যা আপত্তি জানালেও শাস্তি নয়? গার্গকে নালিশ কমলাক্ষের
সামরিকের আরও কয়েকটি খবর:
- ফেসবুকে কুকথা বন্ধ হোক :প্রধানমন্ত্রী
- এপিএসসি কেলেঙ্কারি -গ্রেফতারের ভয়ে ইস্তফা প্রাক্তন মন্ত্রী-পুত্রের
- সাড়ে তিন কোটি টাকার নেশা সামগ্রী সহ গ্রেপ্তার যুবক মারকুলিনে
- করিমগঞ্জে বিএসএফ অফিসারের উপর প্রাণঘাতী হামলা মাদক কারবারির
- মুখ্যমন্ত্রীকে হুমকি, গ্রেফতার জঙ্গি
প্রথম পাতায় যুগশঙ্খের আরো কয়েকটি খবর;
- কাশ্মীরে জঙ্গি গুলিতে নিহত ৪ পুলিশ কর্মী
- ৬ মাসের জন্য অসমকে উপদ্রুত ঘোষণা করা হলো
- ২ শতাংশ মহার্ঘ ভাতা কেন্দ্রীয় কর্মচারী, পেনশনারদের
- এনআরসি চেকিংয়ের অধিকার নেই ছাত্রসংস্থার : গার্গ
দ্বিতীয় শিরোনামে প্রান্তজ্যোতি জানাচ্ছে,
লক্ষ্মীপুরে ৩.৬৬ কোটির ট্যাবলেট বাজেয়াপ্ত করল বিএসএফ।। ৩০০ প্যাকেট বার্মিজ সুপারি সহ আটক চার
শিলচর উন্নয়ন সংস্থার খবরে প্রান্তজ্যোতির এ্যাঙ্কর নিউজ :
কংগ্রেস স্নেহধন্য রাহুলের নিযুক্তি বাতিলের নির্দেশ
তিন এর পাতায় প্রান্তজ্যোতির খবর :
মণিপুরে বাঙালি নির্যাতন, স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিবের দ্বারস্থ কমলাক্ষ
২ এর পাতায় সাময়িক এর খবর :
স্বচ্ছ অভিযান সার্কুলার সর্বস্ব! পুরপতির স্বীকারোক্তিতে সন্তোষ ব্যক্ত করে বিজেপির সমালোচনা যুব কংগ্রেসের
এশিয়ান গেমসে ভারতের সোনা জয়ের খবরকে লিড করে প্রান্তজ্যোতি লিখেছে;
সোনার দৌড় বাংলার স্বপ্নার, হেপ্টাথলনে ইতিহাস – এশিয়াডে ভারতের স্বর্ণাভ দিন
স্থানীয় খেলার খবরে সাময়িক জানাচ্ছে,
বিশাল জয় দিয়ে রামানুজে অভিযান শুরু অরুণাচলের
এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।।আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.