Also read in

Today’s Headlines: All round bandh in Barak, everybody participated in the bandh including BJP and Congress.

সুপ্রভাত, আজ রবিবার, ১৭ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ ; ৪ঠা নভেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

লক্ষ্মীপুর মহাকুমার হরিনগরে গণধোলাইয়ে দুই জঙ্গির মৃত্যুর খবরকে আজ লিড করেছে দৈনিক যুগশঙ্খ এবং সাময়িক প্রসঙ্গ ।

দৈনিক যুগশঙ্খের মুখ্য শিরোনাম:

হরিনগরে গণপ্রহারে মৃত্যু দুই জঙ্গির : উদ্ধার প্রচুর অস্ত্র, পালালো ৪ সঙ্গী, মৃতের পরিচয় খুঁজতে ডিমা হাসাও গেল ছবি

সাময়িক প্রসঙ্গের আট কলাম জোড়া শিরোনাম:

হরিনগরে গণরোষে হত ২ জঙ্গি, উদ্ধার বিপুল মারণাস্ত্র ।। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল অস্ত্রসম্ভার, ধন্দে পুলিশ, আতঙ্ক বরাকে

এই খবরে প্রান্তজ্যোতির শিরোনাম :

হরিনগরে গণপিটুনিতে হত দুই জঙ্গি, পালালো তিন – বিপুল পরিমাণ একে-৪৭, পিস্তল ও কার্তুজ উদ্ধার

তবে প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম,

পাণ্ডুতে বিশাল শান্তি মিছিলে যোগ সব জনগোষ্ঠীর- ধলা কাণ্ডের বিরুদ্ধে মধ্য আসামে বনধে মিশ্র সাড়া :: কিছু কিছু স্থানে সর্বাত্মক ।। হত্যা কাণ্ডের তদন্তে এনআইএ- শিলাদিত্যকেও গ্রেফতারের দাবি প্রবল

সাথে আছে,

  • শিলচরে বনধ স্বতঃস্ফূর্ত
  • করিমগঞ্জে অভূতপূর্ব বনধ, আটক রাধেশ‍্যাম, কমলাক্ষ সহ ২০০

বনধ এবং ধলা কান্ড নিয়ে বিভিন্ন খবর অন্য পত্রিকাগুলোতেও গুরুত্ব সহকারে পরিবেশিত হয়েছে,

দৈনিক যুগশঙ্খ দ্বিতীয় শিরোনামে জানাচ্ছে,

  • স্বতঃস্ফূর্ত বনধে বিক্ষিপ্ত হিংসা শহরে, শ্লোগান বাজি ঘিরে তপ্ত অফিসপাড়া, মেহেরপুরে সাম্প্রদায়িক উত্তেজনা।। ব্যাপক সাড়া মিলল লুইতপারের বাঙালি এলাকায়ও
  • আওয়াজ তুলতে আজ অসমে মমতার সৈনিকরা – উত্তেজনা ছড়াতে অসম যাচ্ছে তৃণমূল: দিলীপ ঘোষ

সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে ,

  • বরাকে বনধ সর্বাত্মক, কাছাড়ে সামিল কং- বিজেপি সহ সবাই
  • বুক ফাটা কান্নার মধ্যেই মাঝরাতে ধলায় জ্বলল ৫ বাঙালির চিতা – জালে আলফার লিঙ্ক ম্যান জিন্টু গগৈ, তদন্তে নামল এনআইএ
  • শিলাদিত্যের বিরুদ্ধে একাধিক থানায় আলফার এজাহার- গ্রেফতার বাঙালি নেতা সুজিত, আলফার জিতেন দত্ত জেলে।। শিলাদিত্যের গ্রেফতার, জিতেনদের মুক্তি চায় অখিল বাহিনী

প্রথম পাতায় সাময়িকের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে উদ্ধৃত করে অন্য একটি খবর,

মাত্র দশ বছরে কংগ্রেসের ষাট বছরকে ছাপিয়ে গিয়েছে বিজেপি: পরিমল।। ঘুঙ্গুর টার্মিনাল মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন

ভেতরের পাতায় সাময়িকের খবর,

পরিবর্তনকামী সরকারের স্বপ্ন বাস্তবায়নের পথে: অমরচাঁদ – ৪২ কোটির সড়কের শিলান্যাস করলেন বিধায়ক

যুগশঙ্খের দুটি সম্পাদকীয়,

  • প্রাণী জগতের অস্তিত্ব সংকট
  • মূর্তি -ঐক্য বিতর্ক

সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় :

রামমন্দির : সুপ্রিম কোর্ট বনাম নেতাদের অস্থিরতা

দৈনিক প্রান্তজ্যোতি আজ সম্পাদকীয়তে লিখেছে,

স্বাস্থ্যহানির নেপথ্যে রাসায়নিক সার ও কীটনাশকের ভূমিকা

আজ কলকাতায় শুরু হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ম্যাচ এই খবরে প্রান্তজ্যোতি লিখেছে,

ইডেনে অন্য কিছু উপহার দিতে চাইছেন রোহিত, আজ দেখা যাবে রানের বন্যা, কলকাতায় দাঁড়িয়ে রোহিতের সৌরভ-বন্দনা

সাময়িকের শিরোনাম,

লড়াইটা হল ভারতীয় বোলিং বনাম ক্যারাবিয়ান ব্যাটিংয়ের, ক্রিকেটের নন্দনকাননে আজ শুরু টি-টোয়েন্টি সিরিজ

খেলার পাতায় সাময়িকের অন্য একটি খবর ,

রঞ্জিতে লড়ছে অসম

মোটামুটি এই ছিল আজকের পত্রিকাগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.