সুপ্রভাত, আজ মঙ্গলবার, ১৯শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ ; ৬ই নভেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ । আজ কালী পূজা।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণার খবরকে আজ সবগুলো পত্রিকা লিড করেছে।
দৈনিক যুগশঙ্খের মুখ্য শিরোনাম,
৫-৯ ডিসেম্বর পঞ্চায়েত ভোট রাজ্যে, ১২ই গণনা ।। দুই সন্তান, শিক্ষার শর্ত নিয়েই পঞ্চায়েত ভোট, লোকসভা ভোটের আগে অগ্নিপরীক্ষা
সাথে আছে,
২৭ আসনে ১৪ জনই মহিলা, পুরনো আসন সংরক্ষণই বহাল কাছাড়ে।। হলফনামায় জানাতে হবে সন্তানাদি, স্থাবর-অস্থাবর সম্পত্তি, শিক্ষা-শৌচালয়
মুখ্য শিরোনামে প্রান্তজ্যোতি লিখেছে,
রাজ্যে পঞ্চায়েত ভোট ৫ ও ৯ ডিসেম্বর
সাময়িকের লিড নিউজ,
জল্পনা উড়িয়ে নির্ঘন্ট ঘোষণা, জারি হল আদর্শ আচরণবিধি- দু’দফায় পঞ্চায়েত ভোট, বরাকে ৯ ডিসেম্বর ।। বিজেপির এসিড টেস্ট, কংগ্রেস, অগপর কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই
সাথে আছে,
- বিপুল সংখ্যক মানুষ ভোটে লড়ার যোগ্যতা হারাচ্ছেন – অধিক সন্তান, পাকা শৌচালয়, শিক্ষাগত যোগ্যতার গ্যাড়াকল
- সব পরীক্ষা ১৫ ডিসেম্বরের পর হবে: নির্দেশ
যুগশঙ্খ দ্বিতীয় শিরোনামে জানাচ্ছে,
পরমাণু সাবমেরিন অরিহন্তের সফল পরীক্ষা- জল, স্থল, বায়ু ক্ষেত্রে শক্তিধর রাষ্ট্রে উন্নীত ভারত: ব্ল্যাকমেইলের দিন শেষ, হুঁশিয়ারি মোদির
ধলা কান্ড নিয়ে এ্যঙ্কর প্রতিবেদনে যুগশঙ্খ জানাচ্ছে,
বিজেপির শাসনে নিরাপত্তা নেই বাঙালির, পুলিশের গাফিলতির অভিযোগ কমলাক্ষের।। ধলায় কংগ্রেস নেতারা, বিচার বিভাগীয় তদন্ত দাবি দেবব্রতর
প্রান্তজ্যোতির শিরোনাম,
- ধলা কাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্ত চায় আরএসএস: অসমের সমস্যাকে গুরুত্ব দিয়ে বিবেচনার নির্দেশ কেন্দ্রকে
- ধলাকান্ড : প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারক পত্রে ‘ডি’ ভোটার প্রসঙ্গ- হাফলঙে বাঙালি সমাজের ডাকা প্রতিবাদ মিছিলে যোগ দিলেন অন্যরাও
প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর,
- সুস্মিতা রাজেন সহ ৭ জনের বিরুদ্ধে মামলা প্রাক্তন আলফার
- প্যাটেলের মূর্তির জন্য ৩০০০ কোটি, তেল কোম্পানিগুলিকে কৈফিয়ৎ তলব ক্যাগের
- কংগ্রেস ছেড়ে বিজেপিতে মিজোরাম বিধানসভা অধ্যক্ষ হিফেই
- দীপাবলি কেদারনাথে কাটাবেন মোদি
- ঋণখেলাপির তালিকা নিয়ে উর্জিতকে শোকজ তথ্য কমিশনের
দ্বিতীয় শিরোনামে সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে,
আমড়াঘাটে রাস্তার ভূমিপূজা করে ভুবন তীর্থে গাড়ি উঠবে বললেন মন্ত্রী: সব জাতি জনগোষ্ঠীর জন্য কাজ করছে বিজেপি সরকার: পরিমল
ভেতরের পাতায় সাময়িকের খবর,
একদিনে ত্রিশটির বেশি কাজের শিলান্যাস বড়খলায়।। উন্নয়ন সুনামিতে নিশ্চিহ্ন হবে কংগ্রেস: বিধায়ক
সম্পাদকীয়তে সাময়িক প্রসঙ্গ লিখেছে,
মন্দির-মসজিদ রাজনীতি আর শোভা পায় না
যুগশঙ্খের সম্পাদকীয়,
আম্মা তুঝে সেলাম
সম্পাদকীয়তে প্রান্তজ্যোতি লিখেছে,
বাজির দূষণমুক্ত হোক আলোর উৎসব
খেলার পাতায় ভারত ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে সাময়িকের খবর ,
আজ অভিষেক হচ্ছে লখনৌ-র একানা স্টেডিয়ামের – সিরিজ জয়ই মূল লক্ষ্য টিম ইন্ডিয়ার
মোটামুটি এই ছিল আজকের পত্রিকাগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.