Also read in

Today’s Headlines: Bill will be the main weapon in the fight of nineteenth, Sushmita explained in Madhurband rally.

সুপ্রভাত, আজ সোমবার ২১শে জানুয়ারি, ২০১৯ খ্রিস্টাব্দ; ৬ই মাঘ,১৪২৫ বঙ্গাব্দ।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

নাগরিকত্ব বিল নিয়ে বিভিন্ন খবর আজ স্থানীয় পত্রিকা গুলোতে গুরুত্বসহকারে প্রকাশ করা হয়েছে।

দৈনিক যুগশঙ্খের লিড নিউজ,

নাগরিকত্ব বিলে উপকৃত হবেন ১৮৭ উদ্বাস্তু হিন্দু বাঙালি।। দীর্ঘমেয়াদি ভিসার জন্য আবেদন করেছেন নগণ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক

এই প্রসঙ্গে যুগশঙ্খের আরও কয়েকটি খবর,

  • আজ থেকে বিলের বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলন- এপিসিসির নির্দেশে বিব্রত করিমগঞ্জ কংগ্রেস
  • বিল নিয়ে শিলচর কংগ্রেসে বৈঠক, গরহাজির অজিত- -গিরীন্দ্র- এনামুল- রুমি -আতাউর

মুখ্য শিরোনামে প্রান্তজ্যোতি লিখেছে,

নাগরিকত্ব বিলের সুবিধা নিয়ে উঃ পূর্বের বাইরে গেলে বিশেষ ভাতা- প্রস্তাব বিবেচনা করছে কেন্দ্র

সাময়িক প্রসঙ্গ বক্স করে লিখেছে,

খুব কম বাংলাদেশি উপকৃত হবেন নাগরিকত্ব বিলে: স্বরাষ্ট্রমন্ত্রক

মুখ্যমন্ত্রীকে উদ্বৃত করে সাময়িক প্রসঙ্গের লিড নিউজ,

সীমান্তে অপেক্ষায় লক্ষ লক্ষ বাংলাদেশী! কটাক্ষ সর্বার – আন্দোলনকারীদের প্রতি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

আছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া,

সর্বা হিমন্ত এক্সিডেন্টাল অসমিয়া: গগৈ

এই প্রসঙ্গে প্রান্তজ্যোতির খবর,

রাজ্যের ১৩ জেলায় সংখ্যালঘুতে পরিণত খিলঞ্জিয়ারা: মুখ্যমন্ত্রী

যুগশঙ্খ লিখেছে,

অসমীয়া জাতির স্বার্থ অক্ষুণ্ন রাখবে সরকার: সোনোয়াল

শিলচরের মধুরবন্দে সাংসদ সুস্মিতা দেবের সভা নিয়ে যুগশঙ্খের ছবিসহ খবর,

মোদির ভাওতা! বিল অস্ত্রেই উনিশের লড়াই! মধুরবন্দ সমাবেশে বোঝালেন সুস্মিতা

প্রান্তজ্যোতির খবর,

  • ‘বহুত হুই মেহেঙ্গাই মার, অবকি বার মোদি কি হার’- গেরুয়া ব্রিগেডের বিরুদ্ধে যুদ্ধের ডাক সুস্মিতার

এই প্রসঙ্গে সাময়িকের দ্বিতীয় শিরোনাম,

কালো পতাকা নিয়ে বিক্ষোভ ও সমর্থকদের স্লোগানের মধ্যে পৌঁছলেন সভায় ।। আরএসএস-এর বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়ে সুস্মিতা বললেন-বিলে নেই নাগরিকত্বের সংস্থান

অ‍্যাঙ্কর নিউজে যুগশঙ্খ জানাচ্ছে,

চোর সন্দেহে তালিবানি কায়দায় শাস্তি! সুতারকান্দিতে খুন ১

এই খবরে সাময়িক ছবিসহ জানাচ্ছে,

চোর সন্দেহে গণপ্রহারে মৃত্যু, উত্তেজনা ফকিরবাজারে, ধৃত ২

বদরপুরে অনুষ্ঠিত খতমে বুখারি অনুষ্ঠানের খবরে সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে,

নাগরিকত্ব ও তিন তালাক বিল রাজ্যসভায় খারিজ করার আহ্বান খতমে বুখারিতে

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,

  • কুম্ভের পরই রাম মন্দিরের জন্য ঝাপাবেন সাধুরা, বিজেপিকে হুঁশিয়ারি আখড়া পরিষদের
  • রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিলে কংগ্রেসকে সমর্থন, ভিএইচপি নেতার হুঁশিয়ারি
  • কর্নাটকে হোটেলবন্দি কংগ্রেস বিধায়কদের মারপিট, মাথায় বোতলের ঘা
  • বিলের বিরুদ্ধে কর্মচারিরা, ৩০শে কর্মবিরতি

দৈনিক প্রান্তজ্যোতি অ্যাংকর প্রতিবেদনে জানাচ্ছে,

শীতঘুমে সুশীল সমাজ – শিলচর জেলা গ্রন্থাগারে সোয়া লক্ষের মধ্যে বাংলা বই সাকুল্যে ৫ হাজার!

প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,

  • দক্ষিণ মেরু জয় করে দেশে ফিরলেন প্রথম মহিলা আইপিএস অপর্ণা কুমার
  • সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অমিত
  • লড়াইয়ের হুমকি দিয়ে আলফায় বাঙালি যুবক
  • শত্রুঘ্নকে বহিষ্কারের পরিকল্পনা বিজেপির

ব্রিগেড সমাবেশ নিয়ে যুগশঙ্খের খবর,

  • দুর্নীতিগ্রস্ত নামদারদের অস্থির জোট: মোদি
  • পছন্দের প্রধানমন্ত্রী! ‘আমরা ওরা’ মন্তব্যে জল্পনা বাড়ল:: ব্রিগেডে মুখ না খুললেও রাহুলেই মন স্ট্যালিনের

সম্পাদকীয়তে আজ প্রান্তজ্যোতি লিখেছে,

প্রগতির পথে দেশ?

সাময়িকের সম্পাদকীয়,

সোসাল মিডিয়া থেকে ভাবনা-দূষণের ঝুঁকি

যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

বেকার: দুই কেন্দ্রীয় মন্ত্রীর ভাষ্য উপহাসের শামিল

এবং

দূষণ রোধে বৃক্ষই ভরসা

খেলার পাতায় অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে রজার ফেডেরারের পরাজয়ের খবরে যুগশঙ্খ লিখেছে,

অঘটনের রবিবারে মেলবোর্নে ইন্দ্রপতন

স্থানীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেফাল ট্রফির খবরে প্রান্তজ্যোতি জানাচ্ছে,

পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন অলক

অন্য খবর,

নিউজিল্যান্ডে পৌঁছল ভারতীয় দল

বক্স করে সাময়িকের খবর,

ডিএসএর এজিএম- আজীবন সদস্য হলেন কমলেন্দু, জয়দেব দাস

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.