সুপ্রভাত, আজ বৃহস্পতিবার, ১লা ফাল্গুন ,১৪২৫ বঙ্গাব্দ ; ১৪ই ফেব্রুয়ারি, ২০১৯ খ্রিস্টাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
পাস হওয়া দূরে থাক, রাজ্যসভায় নাগরিকত্ব বিল পেশ করাই সম্ভব হলো না, এই নিয়ে বিভিন্ন খবর আজ স্থানীয় পত্রিকা গুলোর সিংহভাগ জুড়ে রয়েছে।
প্রান্তজ্যোতির আট কলাম জোড়া শিরোনাম,
বিরোধী তাণ্ডব: মা ভারতীর আঁচল পেলেন না উদ্বাস্তুরা হতাশ সরকার পক্ষ
সাথে রয়েছে,
- হাঁফ ছেড়ে বাঁচল বিরোধী সংগঠন গুলো
- সংখ্যার অঙ্কেই পিছু হটলো বিজেপি
- ভোট অঙ্কে বিপাকে বিজেপি, তাই বিল হিমঘরে
- অসমবাসীর পরাজয়: হিমন্ত
সাময়িকেরও আট কলাম জোড়া লিড নিউজ,
- পেশই হল না, বিল আস্তাকুড়ে ।। উত্তর-পূর্বের প্রবল বিক্ষোভে পিছু হটলো মোদি সরকার
- খুব প্রয়োজন ছিল বিলের: হিমন্ত ।। ফের ক্ষমতায় এলে পাস হবে বিল: রঞ্জিত
সাথে আছে,
- বিল পেশ না করায় ক্ষোভ সুস্মিতার
- বিজয় উৎসবে ভাসল গোটা ব্রহ্মপুত্র
দৈনিক যুগশঙ্খের শিরোনাম,
স্বপ্নভঙ্গ: হিমঘরে নাগরিকত্ব বিল।। রাফাযল ঝড়ে রাজ্যসভায় উড়ে গেল বিল, বিকল্প পথের খোঁজে বিজেপি
দ্বিতীয় শিরোনামে সাময়িক প্রসঙ্গ ছবিসহ লিখেছে,
হলো না ঐকমত্য, বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন পরিমল: কাছাড় জেলা পরিষদ সভাপতি পদের দলীয় লড়াইয়ে বাজিমাত কৌশিক অনুজ অমিতাভের
এই প্রসঙ্গে প্রান্তজ্যোতির খবর,
আজ জেলা পরিষদের শপথ- সভাপতি হচ্ছেন অমিতাভ, উপসভানেত্রী লাভলী
অন্য একটি সম্ভাবনার খবরে সাময়িক প্রসঙ্গের প্রতিবেদন,
শিলচর আসনে বিজেপি প্রার্থী কনাদ, রাজদীপ না তৃতীয় কেউ? জল্পনা তুঙ্গে।। রাজ্য ও কেন্দ্র স্তরের সমীক্ষার পরই নাম ঘোষণা
শহর লাগোয়া ঘুঙ্গুরের আওয়াল টিলায় ডাকাতির ঘটনার খবর আজ সবগুলো স্থানীয় পত্রিকা পরিবেশন করেছে,
সাময়িক লিখেছে,
ঘুঙ্গুরে ডাকাতি-লুট নগদ অর্থ ও সোনা, আহত গৃহস্বামী
প্রথম পাতায় সাময়িকের কয়েকটি টুকরো খবর,
- জাল সার্টিফিকেট: করিমগঞ্জের জেলা পরিষদ সদস্য জেলে
- ২.৮ শতাংশ সস্তায় হয়েছে রাফায়েল চুক্তি: সংসদ উত্তাল
- আজ থেকে মাধ্যমিক, পরীক্ষার্থী সাড়ে তিন লক্ষ
- কুম্ভে ফের আগুন, অল্পের জন্য রক্ষা রাজ্যপালের
- কুম্ভে পুণ্যস্নান অমিত শাহের, অপেক্ষা মোদির
ভেতরের পাতায় প্রান্তজ্যোতির কয়েকটি খবর,
- সোনাবাড়িঘাটে মইনুল হক চৌধুরীর স্মৃতিচারণ
- সোনাইয়ে একই দিনে দুটি মরদেহ উদ্ধার
- দোহালিয়া-কান্ড: দুষ্কৃতীদের শাস্তির দাবিতে আন্দোলনে নামছে ভিএইচপি- বজরং
প্রান্তজ্যোতির সম্পাদকীয় শিরোনাম,
আজ ভ্যালেন্টাইন্স ডে
সম্পাদকীয়তে আজ সাময়িক প্রসঙ্গ লিখেছে,
পুরাতন বরাক সেতু সংস্কারে হাত পড়ুক
যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
ভারতের মেধা সম্পদ
এবং
ডান্ডা ছাড়াও চৌকিদারের অস্ত্র আছে অনেক
খেলার পাতায় প্রান্তজ্যোতির খবর,
বিপিএল: জয় পেল উধারবন্দ, করিমগঞ্জ
সাময়িক জানাচ্ছে,
জাঁকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু বিপিএল টু -জয় দিয়ে শুরু উধারবন্দের, দীপঙ্করের শতরানে উড়ল কিংস একাদশ, করিমগঞ্জ
অন্য খবর,
ময়না স্যারকে চোখের জলে শেষ বিদায়
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.