সুপ্রভাত, আজ শনিবার ১৫ই সেপ্টেম্বর, ২০১৮ খ্রিষ্টাব্দ ।। ২৯শে ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ ।।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
মহরমের প্রাক্কালে প্রধান মন্ত্রীর মসজিদে গিয়ে এক অনুষ্ঠানে যোগদানের খবরকে লিড করেছে প্রায় সবগুলো স্থানীয় পত্রিকা।
দৈনিক যুগশঙ্খের মুখ্য শিরোনাম :
নজরে ভোট! মসজিদে মোদী
সাময়িক প্রসঙ্গের লিড নিউজ :
মুসলিমদের ঢালাও প্রশংসায় মোদি – বার্তা দিয়ে মসজিদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
দৈনিক প্রান্তজ্যোতির মুখ্য শিরোনামে লিখেছে :
সবাই একসঙ্গে রয়েছি এটাই বিশেষত্ব : মোদি – শান্তি ও উন্নয়নের ক্ষেত্রে বোহরাদের ভূমিকা অনস্বীকার্য, বার্তা প্রধানমন্ত্রীর
বিজয় মালিয়ার পলায়ন প্রসঙ্গে বিভিন্ন খবর আজ ও সবগুলো পত্রিকায় গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে ।
দৈনিক যুগশঙ্খ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে উদ্ধৃত করে লিখেছে :
মোদির সম্মতিতেই মালিয়ায় নরম সিবিআই :রাহুল
প্রান্তজ্যোতি জানাচ্ছে :
মালিয়ার পলায়নে মোদির হাত নেই বিশ্বাসযোগ্য নয় : রাহুল ।। অরুণ জেটলিকে সাপ বলে কটাক্ষ ললিতের
সাথে আছে,
জেটলির পদত্যাগ দাবি করলেন সুব্রহ্মনিয়াম স্বামী
এই প্রসঙ্গে সাময়িকের খবর:
মালিয়া পালাচ্ছেন জেনেও নীরব ছিল স্টেট ব্যাংক – বোমা ফাটালেন আইনজীবী দাভে, অস্বীকার ব্যাংকের
এনআরসির খবরে যুগশঙ্খ লিখেছে :
ফের আবেদনের আগেই রি-ভেরিফিকেশন শেষ করার আর্জি জানাবে দিসপুর
একই প্রসঙ্গে অন্য একটি খবর:
এনআরসি চেকিং! মিজোরামে আটক ২৫০০
সময়িক লিখেছে,
- নাগরিকত্ব বিল পাস করে ভোটে যাচ্ছে বিজেপি
- বিজেপি কোর কমিটির সভায় হাজেলার ভূমিকায় সরাসরি অসন্তোষ সর্বার
শতায়ু বৃদ্ধের বিদেশি ট্রাইব্যুনালে হাজিরা নিয়ে প্রান্তজ্যোতির অ্যাঙ্কর প্রতিবেদন :
মরার আগে একবার ভোট দিতে চাই মোদীকেই – অবশেষে আদালতে বয়ান ১০২ বছরের চন্দ্রধর দাসের, ৩০ অক্টোবর রায়
- প্রথম পাতায় দৈনিক প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর:
- ৯ রাজ্যে নতুন আইসিসি সচিব নিয়োগ করলেন কংগ্রেস সভাপতি
- গুপ্তচর সন্দেহে ধৃত ইসরোর বিজ্ঞানী কে ৫০ লক্ষ ক্ষতিপূরণ, নির্দেশ সুপ্রিম কোর্টের
- ফের কাশ্মীরে আইএসের পতাকা
- ৪৯৮এ ধারায় অভিযুক্ত হলেও আগাম জামিনের আবেদন করা যাবে : সুপ্রিম কোর্ট
- কর্তব্য গাফিলতিতে বেহাল স্বাস্থ্য বিভাগ
শুক্রবার দুপুরে দিল্লি-আগরতলা রাজধানী এক্সপ্রেস বদরপুরে পৌঁছানোর মুখে রেল লাইনে কর্মরতদের চাপা দেওয়ার উপক্রম হয়, এই খবরে সাময়িকের অ্যাঙ্কর নিউজ :
বদরপুরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল রাজধানী
প্রথম পাতায় সাময়িক এর আরও কয়েকটি খবর :
- বুড়োদের দিন শেষ, ক্ষোভে কংগ্রেসে ইস্তফা প্রাক্তন মুখ্যমন্ত্রীর
- আজ দিল্লি যাচ্ছেন বরাকের বিজেপি নেতারা
- মিজো স্বরাষ্ট্র মন্ত্রীর ইস্তফা
- ভারত বাংলা সম্পর্ক এখন অনন্য : শ্রিংলা
৩ এর পাতায় প্রান্তজ্যোতির খবর :
সন্ধ্যার পর নিয়ম ভেঙে শোভাযাত্রা অব্যাহত- বিসর্জনের ‘বিশেষ’ অনুমতি! পেছনে অদৃশ্য হাত
একই প্রসঙ্গে যুগশঙ্খ ছবি সহ লিখেছে,
ফের নিয়ম ভঙ্গ করে রাতে প্রতিমা বিসর্জন শিলচরে
আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ, এই খবরে সাময়িক প্রসঙ্গ লিখেছে:
আকর্ষণের কেন্দ্রে ভারত-পাক বৈরিতা- আজ শুরু এশিয়ান ক্রিকেটের মহারণ
সাফ কাপের ফাইনাল নিয়ে প্রান্তজ্যোতির খবর,
মালদ্বীপকে হারিয়ে খেতাব পুনরুদ্ধারে মুখিয়ে ভারত
এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।।আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.