সুপ্রভাত, আজ মঙ্গলবার ২৮শে আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ ।। ১১ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ ।।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে বিভিন্ন খবর আজও সবগুলো পত্রিকার শিরোনামে উঠে এসেছে ।
দৈনিক যুগশঙ্খের লিড নিউজ:
আপত্তি অনলাইনেও, পরিচয় গোপনের সুপারিশ দিসপুরের
প্রান্তজ্যোতি মুখ্য শিরোনামে লিখেছে:
বিদেশী বানানোর কৌশল ! সেবাকেন্দ্রের ভূমিকায় বিতর্ক ।। প্রতিবাদী অবরোধ ৩০ আগস্ট
সাময়িক প্রসঙ্গ ৮ কলাম জুড়ে সুপার এ্যাঙ্করে লিখেছে,
আজ এনআরসি নিয়ে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে – শুনানিতে উঠবে দাবি-আপত্তির এসওপি
সাথে বক্স করে আছে,
দিসপুরের হলফনামা : আপত্তি পেশে শাস্তির শর্ত নেই, হাজিরা বাধ্যতামূলক
সুপার এ্যাঙ্করে যুগশঙ্খ লিখেছে :
ঢালাও ডি নোটিশ! ট্রাইব্যুনালে মামলা না থাকলেও ‘বিদেশি”! সেবাকেন্দ্রের সৌজন্যে অসহায় অবস্থায় বাঙালিরা, পথ খুঁজে হয়রান
এ্যাঙ্কর নিউজে যুগশঙ্খ জানাচ্ছে:
লোকসভা ভোটের প্রস্তুতি শুরু, সর্বদলীয় বৈঠক নির্বাচন কমিশনের – আর ইভিএম নয়, ব্যালট ফেরানোর দাবি বিরোধীদের
একই প্রসঙ্গে প্রান্তজ্যোতির দ্বিতীয় শিরোনাম :
ইভিএম কারচুপি: কমিশনকে চেপে ধরল বিরোধীদলগুলো
এ্যাঙ্কর নিউজে প্রান্তজ্যোতি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে উদ্ধৃত করে লিখেছে
অসাধারণ বাগ্মী ছিলেন বাজপেয়ি: রাজ্যপাল । কুশলী নেতৃত্বে ঐক্যবদ্ধ করেছিলেন দেশকে : সর্বা
প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর:
- বনাঞ্চলের জট খুলে ২০২০ সালে শেষ হবে শিলচর-সৌরাষ্ট্র মহাসড়কের কাজ: পরিমল
- মেঘালয় উপনির্বাচনে বিজয়ী মুখ্যমন্ত্রী কনরাড
- ‘৮৪ দাঙ্গা :সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে কংগ্রেসকে তোপ বিজেপির
- মহিলা নিয়ে হোটেলে, শৃঙ্খলাভঙ্গের দোষী মেজর গগৈ
- নেহেরু মেমোরিয়াল কমপ্লেক্সে হাত দেবেন না, মোদিকে বার্তা মনমোহনের
- আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করাতে প্রবল চাপ ভারতের
- আজ কেরল সফরে রাহুল
দ্বিতীয় শিরোনামে যুগশঙ্খ জানাচ্ছে,
এনআরসি বন্যার জের – পঞ্চায়েত ভোটে আরও তিন মাস সময় চেয়ে কোর্টে নির্বাচন কমিশন
প্রথম পাতায় যুগশঙ্খের আরও কয়েকটি খবর :
- রাহুল- মমতা দ্বন্দ! ভেস্তে গেল বিরোধী বৈঠক
- নজির গড়ে ফের বাড়লো পেট্রোল ডিজেলের মূল্য
- রেকর্ড পতন টাকার, ডলার পিছু ৭০.১৬
- ভারত-অজ্ঞ রাহুলকে আমন্ত্রণ জানাচ্ছে সংঘ
- সর্ষের মধ্যেই ভূত! বনকর্মী-পুলিশের যোগসাজশে দুর্নীতিরাজ, কবুল পরিমলের
সাময়িক প্রসঙ্গ এ্যাঙ্করে জানাচ্ছে :
স্বচ্ছ ভারত নিয়ে আসে শুধুই সার্কুলার, মিলেনা ফান্ড : পুরপতি ।। পুরসভার সামনে আবর্জনার গাড়ি, দুর্গন্ধে এলাকা জুড়ে
প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর :
- বেহাল পথে দুর্ঘটনায় মৃত্যু কিশোরের, অবরোধ , উত্তেজনা হাইলাকান্দিতে
- জৈব জ্বালানি দিয়েই বিমান, ইতিহাসে ভারত
- ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধৃত স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক
তিন এর পাতায় যুগশঙ্খ জানাচ্ছে,
শিলচর মেডিকেল কলেজে নেই রক্ত পরীক্ষার কেমিক্যালস- বাইরে গিয়ে রক্ত পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের
খেলার পাতায় এশিয়ান গেমসে নীরজ চোপড়ার ভারতের হয়ে অষ্টম সোনা জয়ের খবরে সাময়িক প্রসঙ্গ লিখেছে,
- রেকর্ড থ্রোয় সোনা জিতে ইতিহাসে নীরজ
- ভারতীয় ব্যাডমিন্টনের ঐতিহাসিক দিন – সাইনা পেলেন ব্রোঞ্জ, সোনার লক্ষ্যে সিন্ধু
স্থানীয় খেলার খবরে প্রান্তজ্যোতি জানাচ্ছে:
আগামীকাল শুরু সুপার ডিভিশন – কমল পুরস্কার অর্থ, প্রতি খেলায় থাকছে ‘ম্যাচ ফি’
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।।আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.