Also read in

Today’s Headlines: Congress-free Barak after 23 years. Rajdeep Roy defeated Sushmita Deb by 81,596 votes.

সুপ্রভাত, আজ শুক্রবার, ২৪শে মে, ২০১৯ খ্রিস্টাব্দ; ৯ই জ্যৈষ্ঠ ,১৪২৬ বঙ্গাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

বিপুল জনাদেশ নিয়ে বিজেপি দল ক্ষমতায় ফিরে এলো, এই সংক্রান্ত খবর আজ স্থানীয় পত্রিকা গুলোর প্রথম পৃষ্ঠা জুড়ে রয়েছে।

প্রান্তজ্যোতি মুখ্য শিরোনামে লিখেছে,

নমো পুনর্ভব – নতুন ভারতের জনাদেশ দেশবাসীকে উৎসর্গ মোদির

সময়িক প্রসঙ্গের লিড নিউজ,

  • মোদী ম্যাজিকে মাত- রেকর্ড ভেঙ্গে জয় বিজেপির, ফের কাৎ কংগ্রেস, স্বপ্ন অধরা চন্দ্র-বুয়া-বাবুয়ার
  • গেরুয়া সুনামিতে ধরাশায়ী বিরোধীরা
  • সাথে প্রধানমন্ত্রীর উক্তি নিয়ে আছে,
  • সবাইকে নিয়েই শক্তিশালী দেশ গড়ে তুলবো: নমো ।। মহানায়ক মোদিই, ঘোষণা শাহর

যুগশঙ্খের মুখ্য শিরোনাম,

  • ফির একবার
  • নিজেকেও ছাপিয়ে গেলেন মোদি- ৩৪৯ নিয়ে ফের এনডিএ, বিজেপি একাই ৩০৩, ১৮ রাজ্যে নিশ্চিহ্ন কংগ্রেস

সাথে আছে প্রধানমন্ত্রীর উক্তি,

এই ভালবাসার মর্যাদা রাখব’

বরাক উপত্যকার ফলাফল নিয়ে যুগশঙ্খ লিখেছে,

  • ২৩ বছর পর কংগ্রেস-মুক্ত বরাক: ৮১,৫৯৬ ভোটে সুস্মিতাকে হারালেন রাজদীপ রায়
  • করিমগঞ্জে ইতিহাস গড়ে জয় কৃপানাথের

এই প্রসঙ্গে প্রান্তজ্যোতি লিখেছে,

  • মিথ ভেঙে শিলচরে ঐতিহাসিক জয় রাজদীপের
  • ২৩ বছর পর গেরুয়া ঝান্ডা নিয়ে দিল্লি যাচ্ছেন কৃপা
  • সাথে আছে শিলচর কেন্দ্রের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিক্রিয়া,
  • বাবার অসম্পূর্ণ স্বপ্ন পূরণে প্রত্যয়ী রাজদীপ
  • পরাজয়ে মনোবল হারাচ্ছিনা: সুস্মিতা
  • সর্বোপরি অসমের ফলাফল নিয়ে অ্যাঙ্কর প্রতিবেদন,
  • অসমেও গেরুয়া ঝড় প্রবল

সাময়িক প্রসঙ্গ দ্বিতীয় শিরোনামে লিখেছে,

  • ‘মিথ’ ভেঙে শিলচরে জয়ী বিজেপি- জীবনে প্রথমবারের মতো নির্বাচনী যুদ্ধে হার সুস্মিতার
  • তৃতীয় স্থানে নোটা, চূড়ান্ত ব্যর্থ নাজিয়া
  • দুই দশক পর করিমগঞ্জ বিজেপির- জয়ী কৃপানাথ, শেষ বেলায় হারলেন রাধেশ্যাম, খুঁজে পাওয়া গেল না কংগ্রেসকে

দুই প্রার্থীর প্রতিক্রিয়া নিয়ে সাময়িক জানাচ্ছে,

  • লড়াইটা ছিল মোদীর সঙ্গেই- এত ব্যবধান হবে ভাবিনি: সুস্মিতা
  • ‘বাবার কথা মনে পড়ছে’ আবেগিক রাজদীপ
  • অ্যাঙ্কর প্রতিবেদন,
  • শিলচর থেকে দিল্লি- অবিচ্ছেদ্য গৈরিক গালিচা:: আজ শিলচরে বিজয় মিছিল

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,

  • রাজনৈতিক মানচিত্র থেকে প্রায় মুছে গেল বামেরা
  • মোদির বিকল্প হিসেবে তুলে ধরতে ব্যর্থ রাহুল গান্ধী
  • বরাক- ব্রম্মপুত্রের বিকাশ ত্বরান্বিত হবে, বললেন সর্বানন্দ
  • নাগরিকত্ব বিল হিন্দুভোট এককাট্টা করেছে: হিমন্ত

ভেতরের পাতার যুগশঙ্খের আরো কিছু খবর,

  • বিজেপির জয়ে উচ্ছ্বসিত গৌতম, মিষ্টিও
  • ইন্দ্রপতন, আট প্রাক্তন মুখ্যমন্ত্রী পরাস্ত
  • সোশ্যাল মিডিয়াও হাতিয়ার ছিল বিজেপিরই, ফেসবুকে বিজ্ঞাপন ৪ কোটির
  • মানুষের চাপেই সরকার ভাঙবে, তৃণমূলকে চরম বার্তা দিলীপের
  • মোদির জয় সর্বকালীন রেকর্ড গড়ে শেয়ার বাজার ৪০০০০ ছাপিয়ে গেল

প্রান্তজ্যোতির বক্স আইটেম,

‘সকাল থেকেই উপোস ওঁর জন্যেই’, বললেন যশোদাবেন

সাময়িক জানাচ্ছে,

  • কাগজকল সহ গুচ্ছ প্রকল্প হবে, অভয় মিশনদের
  • ফল প্রকাশের পরই মোদির নাম থেকে উড়ে গেল ‘চৌকিদার’

অন্যান্য খবর,

  • মনিয়ারখালে লক্ষ টাকার চোরাই কাঠ পাকড়াও বনবিভাগের
  • অপহরণের অভিযোগ উড়িয়ে দিল ব্রাহ্মণ শাসনের যুবতী – পিতার অমানবিক অত্যাচারেই ঘর ছেড়েছি, বলল ফাহিমা
  • স্থানীয় পত্রিকাগুলি নির্বাচনী ফলাফল নিয়ে সম্পাদকীয়ও পরিবেশন করেছে।

সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম,

নাগরিকত্ব বিলে ব্যর্থতা প্রভাব ফেলেনি ভোটে

দৈনিক প্রান্তজ্যোতির সম্পাদকীয় শিরোনাম,

আবার মোদি

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

প্রতিষ্ঠানপন্থী জনা দেশ

এবং

অসমেও মোদি হাওয়া

খেলার পাতায় আসন্ন বিশ্বকাপ নিয়ে সাময়িক প্রসঙ্গের খবর,

বিশ্বজয়ের লক্ষ্যে রানীর দেশে টিম ইন্ডিয়া

যুগশঙ্খ লিখেছে,

দুপুরে প্র্যাকটিস, সন্ধ্যেয় ক্যাপ্টেন্স মিট, ঠাঁসা সূচিতে ফুরফুরে বিরাটরা

যুগশঙ্খের অন্য খবর,

তীরন্দাজি বিশ্বকাপ: দ্বিতীয় রাউন্ডে দীপিকা কুমারী

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.

error: Content is protected !!