সুপ্রভাত, আজ বুধবার, ৫ই চৈত্র ,১৪২৫ বঙ্গাব্দ ; ২০শে মার্চ, ২০১৯ খ্রিস্টাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
কংগ্রেস সভাপতির ইটানগরে নির্বাচনী সভায় প্রদত্ত বক্তব্যকে মুখ্য শিরোনাম করেছে দৈনিক যুগশঙ্খ এবং প্রান্তজ্যোতি।
যুগশঙ্খের লিড নিউজ,
উ:- পূর্বে নাগরিকত্ব বিল চাপানোর বিরোধিতা করবে কংগ্রেস: রাহুল
প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম,
উত্তর-পূর্বের বিশেষ মর্যাদা ফিরিয়ে আনার আর্জি রাহুলের
তবে সাময়িক প্রসঙ্গের মুখ্য শিরোনাম,
নেডায় বিদ্রোহ, উত্তর-পূর্বে সঙ্গীহীন হয়ে পড়ছে বিজেপি
সাথে আছে,
ত্রিপুরা বিজেপিতে ফের ভাঙ্গন, কংগ্রেসে যোগ দিলেন সুবল ভূমিক সহ তিন নেতা
সাময়িক প্রসঙ্গ একেবারে উপরে বক্স করে এক চাঞ্চল্যকর খবর জানাচ্ছে,
ভোটের মুখে গুলিতে খুন বিজেপি নেতা – লেবুরবন্দে বন্দুকধারীর হামলা, আহত সঙ্গী।। শান্তি রক্ষার আহ্বান সুস্মিতা ও আমিনুলের
সাময়িকের অন্য এক চাঞ্চল্যকর খবর,
শিলচরে যুবক খুন পুকুর থেকে উদ্ধার পলিথিন মোড়া গলিত দেহ
অন্য খবর,
শিলচরে প্রথম দিনে জমা পড়েনি কোন মনোনয়নপত্র- মামলা থাকলে ভোটের আগে তিনবার সংবাদপত্রে ঘোষণা দিতে হবে প্রার্থীদের
প্রান্তজ্যোতি জানাচ্ছে,
নতুন বাজারের সুমোর ধাক্কায় হত দুই
প্রথম পাতায় প্রান্তজ্যোতি আরও কয়েকটি খবর,
- নিয়োগ কেলেঙ্কারি: ২০ মার্চ রাজ্যের সব জেলা সদরে বিক্ষোভ আসুর
- পুলওয়ামা হামলায় তালিবান যোগ, তদন্তে নয়া তথ্য
- কাশ্মীরে জঙ্গি সন্দেহে ধৃত শিক্ষকের মৃত্যু পুলিশি হেফাজতে
- লন্ডনে গ্রেফতার হতে পারেন নীরব মোদী, জারি পরোয়ানা
সাময়িকের অ্যাংকর প্রতিবেদন,
‘ম্যায় ভি চৌকিদার হুঁ’ :৩১শে এদের সবার সঙ্গে কথা বলবেন স্বয়ং মোদি
প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,
- যোগ্য প্রার্থীর অভাব! বিজেপির তালিকা প্রকাশে তাই বিলম্ব
- বিজেপির ভোটের গান বেঁধে বিধি ভঙ্গ, বাবুল সুপ্রিয়কে শোকজ করল কমিশন
- পাকিস্তানকে আরও জবাব দেবে ভারত: অজিত দোভাল
- ২২ ও ২৩ মার্চ ট্রেজারি খোলা
ভেতরের পাতায় যুগশঙ্খের খবর,
- বিশ্ববিদ্যালয় ফল প্রকাশে বিলম্ব, কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক এ বি ভি পি’র
- যান চলাচলে লাগাম টানা হচ্ছে না নতুনপট্টিতে, গাড়ির ধাক্কায় জখম স্কুটি চালক যুবতী
- মালু গ্রামের সমাজকর্মী মনীষ চক্রবর্তীর জীবনাবসান
আজকের প্রান্তজ্যোতির সম্পাদকীয় শিরোনাম,
বিরোধী দুর্বলতাই সাফল্যের চাবিকাঠি শাসক জোটের
সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়,
চৌদ্দ থেকে উনিশ, বিজেপির দুই ছবি
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
জোট রাজনীতি
এবং
রাজনীতি থেকে সেনাকে দূরে রাখুন
খেলার পাতায় সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে,
সেনার সম্মানে আইপিএলের উদ্বোধনী মিলিটারি ব্যান্ড
শিলচর বি ডিভিশন লিগ কাম নক আউটের খবরে যুগশঙ্খ জানাচ্ছে,
তুশান্তের ব্যর্থ বোলিং মনোজের হ্যাটট্রিক – বিশাল জয় সন অব ইন্ডিয়ার
সাময়িকের অন্য খবর,
সাফ কাপ – আজ ভারতের সামনে বাংলাদেশ
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.