Also read in

Today’s Headlines: Corruption amounting to crores of rupees in Silchar Medical College. Ex-Super Dr. Baisya arrested in corruption case.

সুপ্রভাত, আজ শুক্রবার, ১০ই মে, ২০১৯ খ্রিস্টাব্দ; ২৬শে বৈশাখ ,১৪২৬ বঙ্গাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

শিলচর মেডিক্যাল কলেজে ‘ফি’ এবং ‘ডায়েটিং” সেকশনে আর্থিক দুর্নীতির অভিযোগে আগেই সাসপেন্ড করা হয় প্রাক্তন সুপারেনটেনডেন্ট অনিন্দ্য সুন্দর বৈশ্যকে এবং বদলি হন অধ্যক্ষ ডক্টর শিল্পী রানী বর্মন; প্রাক্তন সুপারকে গ্রেফতার করা হল গতকাল, এই খবরকে মুখ্য শিরোনাম করে সাময়িক প্রসঙ্গ লিখেছে,

শিলচর মেডিক্যালে কোটি কোটি টাকা নয় ছয়- দুর্নীতি মামলায় গ্রেপ্তার প্রাক্তন সুপার ডাঃ বৈশ্য

প্রান্তজ্যোতির অ্যাঙ্কর নিউজ,

মেডিক্যাল কলেজ দুর্নীতি কাণ্ড: আটক প্রাক্তন সুপার

যুগশঙ্খ বক্স করে লিখেছে,

রাতে ডেকে নিয়ে হঠাৎ গ্রেফতার মেডিক্যালের ‘বরখাস্ত’ সুপারকে:: হাইকোর্ট রেহাই দিলেও কেন এই পদক্ষেপ! প্রতিহিংসার গন্ধ পাচ্ছেন অনেকেই

ডিটেনশন শিবিরে বন্দি হয়ে থাকা বিদেশিদের মুক্ত করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ দিলেন প্রশান্ত ভূষন, এই খবরকে লিড করে প্রান্তজ্যোতি লিখেছে,

ডি’ ক্যাম্প থেকে বন্দীদের মুক্তির পরামর্শ

সাথে বক্স করে আছে,

১০০০ বিদেশি ট্রাইবুন্যাল স্থাপন, আদালতে আবেদন কেন্দ্র ও রাজ্যের

এনআরসি এবং ডিটেনশন ক্যাম্প নিয়ে আরও বিভিন্ন খবর আজ স্থানীয় পত্রিকা গুলোর সিংহভাগ জুড়ে রয়েছে।

দৈনিক যুগশঙ্খের ৮ কলাম জোড়া শিরোনাম,

  • এনআরসি ছুটরা বাংলাদেশেই! দিল্লী-ঢাকা বৈঠক
  • ১০০০ বিদেশি ট্রাইবুন্যাল গঠনের রূপরেখা নিয়ে শপথ নামা পেশের নির্দেশ

আপত্তি খারিজের আগে নথি খতিয়ে দেখার পক্ষে নাগরিকপঞ্জি কর্তৃপক্ষ।। আপত্তিকর একতরফা সিদ্ধান্ত নেওয়ার দাবি, স্মারক পত্র আমসুর

প্রান্তজ্যোতি জানাচ্ছে,

কাছাড়ে খসড়া ছুটের বায়োমেট্রিক এনরোলমেন্ট, আটকে আছে কর্মীর অভাবে

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে শিরোনাম,

  • আরএসএসের নির্দেশে চলছে এনআরসির কাজ: গগৈ
  • ভোট ফুরতেই ফের ধরপাকড় শুরু, আতঙ্কে অসমের বাঙালিরা- প্রতিবাদ বিভিন্ন সংগঠনের

সাময়িকের খবর,

  • সময়মতো হাজিরার গ্যারান্টি চাই- ডিটেনশন ক্যাম্পে বন্দীদের ছাড়তে রাজি সুপ্রিম কোর্ট
  • আরও ৮ বাঙালি হিন্দুকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হলো
  • দু’জায়গায় নাম! অভিযোগ জেলাশাসককে- এনআরসি, কাছাড়ে আপত্তি জমা পড়েছে ৩৪২ টি

আছে অ্যাঙ্কর নিউজ,

  • এনআরসি: নামহীনদের আবেদনের পন্থা জানাতে পারে আদালত ।। ট্রাইব্যুনাল না নাগরিকপঞ্জি, কোনটা ন্যায় সঙ্গত, উঠল প্রশ্ন
  • আপত্তি ভুয়ো হলে শাস্তির বিধান ছিল, ব্যবস্থা চাই কমলাক্ষ

সামরিক প্রসঙ্গ এক মর্মান্তিক খবরে ছবিসহ জানাচ্ছে,

খুন করে ঘরের ভেতর পুঁতে দেওয়া হলো প্রতিবেশি মহিলার লাশ, কাটিগড়ায় চাঞ্চল্য

ছবিসহ আছে আরো দুটো অস্বাভাবিক মৃত্যুর খবর,

  • সোনাবাড়ি ঘাটে তালাবন্ধ ঘর থেকে উদ্ধার ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ
  • বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত কমরুলের মৃত্যু

সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে ইতালির এক মহিলা সাংবাদিকের প্রতিবেদন নিয়ে প্রান্তজ্যোতির খবর,

বালাকোটে ১৩০ থেকে ১৭০ জন নিহত হয়েছিল, দাবি

প্রথম পাতায় প্রান্তজ্যোতির কয়েকটি টুকরো খবর,

  • পুরীর ৩২ তীর্থযাত্রী অসাম হাউস থেকে বিশেষ বাসে রাজ্যে ফিরলেন
  • অযোধ্যা মামলা নিয়ে আজ শুনানি সুপ্রিম কোর্টে
  • রাহুলের নাগরিকত্ব মামলা খারিজ সুপ্রিম কোর্টে

যুগশঙ্খের অ্যাংকর নিউজ,

পলাশ রায় হত্যা: বাংলাদেশ হিন্দু আইনজীবী মহাজোটের মানব শৃংখল- বিচার না হলে হাসিনাকে চরম মূল্য দিতে হবে

দৈনিক যুগশঙ্খের অন্য একটি খবর,

৮৪- তে পিএমও থেকেই এসেছিল শিখ নিধনের নির্দেশ, দাবি বিজেপির

দৈনিক প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,

অবলা এখনও?

সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম,

ভোটের পর নয়া বিভীষিকা

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

এনআরসির নামে হয়রানি

এবং

খিরোদিয়া গাই

খেলার পাতায় সাময়িক প্রসঙ্গের খবর,

আইপিএলে আজ তথাকথিত সেমিফাইনাল- সিএসকে-র বিপক্ষে বদলার উদ্দেশ্যে নামছে দিল্লি

প্রান্তজ্যোতির অন্য খবর ,

১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে অল-ইংল্যান্ড ফাইনাল

স্থানীয় অনূর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেটের খবরে যুগশঙ্খ জানাচ্ছে,

আজ ফাইনালে প্রণবানন্দ ও কাছাড় স্কুল -জয় নিয়ে আশাবাদী উভয় দল

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.