Today's Headlines: Dilip Paul accused of playing rebel politics, NRC final draft to be published tomorrow
আজকের শিরোনাম : সভা বয়কটের ছক ছিল ‘বিদ্রোহী’ দিলীপের ।। রাজ্যজুড়ে ভারী বুটের পদচারণা’ কাল চূড়ান্ত খসড়া।
সুপ্রভাত ! আজ রবিবার, ২৯শে জুলাই ২০১৮ খ্রিস্টাব্দ ; ১৩ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ।
আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম জানিয়ে দিচ্ছি।
আগামীকাল প্রকাশ হতে চলেছে জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া, এই নিয়ে বিভিন্ন খবরকে সবগুলো স্থানীয় কাগজই আজ মুখ্য শিরোনাম করেছে ।
যুগশঙ্খের ৮ কলাম জোড়া লিড নিউজ :
উৎকণ্ঠার আবহে রাত পোহালেই খসড়া – আজ সব রাজনৈতিক দলের সঙ্গে এনআরসি নিয়ে বৈঠক সনোয়ালের – স্পর্শকাতর এলাকায় বিশেষ নিরাপত্তা, হেলিকপ্টারে পর্যবেক্ষণ
সাথে আছে
তৈরি ফৌজ! কাছাড়ে শান্তির গ্যারান্টি প্রশাসনের -সার্কেল অফিস থেকে পসরা বন্টন শুরু
উস্কানি দিচ্ছেন একাংশ নেতা! গ্রেফতার দাবি আজমলের
সাময়িকের মুখ্য শিরোনাম :
*রাজ্যজুড়ে ভারী বুটের পদচারণা – শান্তির আবহেও শঙ্কার চোরাস্রোত, কাল চূড়ান্ত খসড়া ।। উদ্বিগ্ন কেন্দ্র – অজিত দোভাল হিমন্ত বৈঠক*
সাথে আছে
এনআরসি : শিলচরে হেল্পডেস্ক, কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন
প্রান্তজ্যোতির লিড নিউজ :
কাল এনআরসির চূড়ান্ত খসড়া, বাদ পড়ার সম্ভাবনা ৩০ লক্ষের
সাথে আছে
অহেতুক আতঙ্কে না ভুগতে জনগণকে আহ্বান আজমলের
দ্বিতীয় শিরোনামে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সিংকে উদ্বৃত করে সময়িকের খবর :
‘ভারতের হাতেই থাকবে মহারাজা হরি সিং-এর কাশ্মীর’ : মোদির সামনে কোনও জোট দাঁড়াতে পারবেনা
এ্যঙ্কর নিউজে আসাম বিশ্ববিদ্যালয়ে যৌন নিগ্রহের খবরে সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে :
যৌন নিগ্রহ : অভিযুক্ত অধ্যাপক ও নির্যাতিতা ছাত্রীকে জেরা করলো আইসিসি – আসছেন রাষ্ট্রীয় মহিলা সুরক্ষা সমিতির প্রতিনিধিরা
নাগরিকত্ব বিল নিয়ে দ্বিতীয় শিরোনামে প্রান্তজ্যোতি জানাচ্ছে :
নাগরিকত্ব বিল, আরো সময় চাইলো যৌথ সংসদীয় কমিটি
সুপার এ্যঙ্করে প্রান্তজ্যোতির খবর :
রাজ্যের বৃহৎ সেচ কেলেঙ্কারীর উচ্চ পর্যায়ের তদন্ত শীঘ্রই
এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশের আগে বরাকের সার্বিক পরিস্থিতি বুঝে নিতে তপোধীর ভট্টাচার্য এবং প্রদীপ দত্ত রায় কে বৈঠকের জন্য ডেকেও এক সপ্তাহের জন্য বৈঠক স্থগিত রাখল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, এই খবরে সময়িক জানাচ্ছে :
গুয়াহাটিতে উড়ানে গিয়েও তপোধীর প্রদীপের সঙ্গে গৌবার বৈঠক স্থগিত – কেন্দ্রের উদ্যোগে জল্পনা
সাময়িক প্রসঙ্গের আরও কয়েকটি খবর :
আয়ুস মিশনের হাসপাতাল হচ্ছে সব জেলায়
হাসপাতালে জনারণ্য, করুণানিধির ছবি নিয়ে কাঁদছেন সর্মথকরা
এবার সেন্ট স্টিফেন্সে ও মমতার অনুষ্ঠান বাতিল
‘অষ্টলক্ষ্মী’ পূর্বোত্তর থেকে বিদায় নিয়েছেন লক্ষ্মী, কটাক্ষ রাওয়াতের
পাকিস্তানের ইতিহাসে প্রথম হিন্দু নেতার জয় ন্যাশনাল অ্যাসেম্বলিতে
এ্যঙ্কর নিউজে শিলচরের বিধায়ক দিলীপ পাল কে নিয়ে যুগশঙ্খ প্রতিবেদন:
সভা বয়কটের ছক ছিল ‘বিদ্রোহী’ দিলীপের, সামলান সর্বাই ।। ইস্যু কৌশিকই, রাগে রঞ্জিতের ফোন ধরেননি শিলচরের বিধায়ক
আরএসএসের ধাঁচেই পাল্টা আত্মরক্ষা বাহিনী গড়ছে জমিয়ত উলেমায়ে হিন্দ, এই খবরে যুগশঙ্খ ছবিসহ জানাচ্ছে
গেরুয়া ব্রিগেডের মোকাবিলায় জমিয়তের বাহিনী
যুগশঙ্খের আরো দুটি খবর :
মহারাষ্ট্রে খাদে বিশ্ববিদ্যালয়ের বাস, হত ৩৩
মমতাই সবচেয়ে বড় হিন্দু দরদী, মোদিকে বার্তা অভিষেকের
তিন এর পাতায় প্রান্তজ্যোতির খবর :
বরাক জুড়ে ‘জনজাগরণ যাত্রা’ শুরু – কেন্দ্রশাসিত অঞ্চল না হলে বরাকে সংকট চরমে পৌছাবে : ইউটিডিসি
খেলার পাতায় প্রান্তজ্যোতি জানাচ্ছে :
ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, বার্সেলোনার বিরুদ্ধে মাঠে নামছেন সুনীল ছেত্রীরা
আরেকটি খবর :
মৈত্রী দাবায় নাইট গ্রুপে চ্যাম্পিয়ন শিলচরের অভ্রজ্যোতি
সাময়িকের খবর :
মহিলা হকি বিশ্বকাপ- আজ ভারতের মরণ-বাঁচন লড়াই
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.