Also read in

Today’s Headlines: Eco- Park in University! 50ft tall tower! If congress comes to power, they will scrape the NRC:Gogoi

সুপ্রভাত, আজ সোমবার ২৭শে আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ ।। ১০ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ ।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

জাতীয় নাগরিক পঞ্জি সংক্রান্ত খবর আজ আবার মুখ্য শিরোনামে উঠে এসেছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ কে উদ্ধৃত করে সাময়িক প্রসঙ্গের লিড নিউজ :

ক্ষমতায় এলে এনআরসি খারিজ করবে কংগ্রেস : গগৈ

সাথে আছে ,

খসড়া ছুট দের নিয়ে ছেলেখেলা! সুপ্রিম কোর্টে মামলার পথে জমিয়ত, কংগ্রেস ।। ‘নো রিজন’ই যদি কারণ হয় তাহলে নাম ওঠে নি কেন ?

সুপ্রিম কোর্টের আইনজীবী উপমন্যু হাজারিকাকে উদ্ধৃত করে প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম :

এনআরসি খসড়ায় বিদেশিরাও হয়ে গিয়েছে স্বদেশী : উপমন্যু

সাথে আছে,

ভারতে কোনও অনুপ্রবেশকারী নেই, বললেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যকে লিড করে যুগশঙ্খ এবং নববার্তা প্রসঙ্গ।

যুগশঙ্খ লিখেছে :

এক-দেশ এক-ভোট চর্চা সুস্থ গণতন্ত্রের লক্ষণ ; মোদি ।। সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ি

সাথে আছে,

সংহতির অনন্য নজির – কেরলে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে গোটা দেশ : নমো

নববার্তা প্রসঙ্গের লিড নিউজ:

মন কি বাত’-য়ে একসাথে লোকসভা ও বিধানসভা ভোটে সওয়াল মোদির

একই প্রসঙ্গে প্রান্তজ্যোতির দ্বিতীয় শিরোনাম :

মুসলিম মহিলারা সুবিচার পাবেনই : মোদি

সঙ্গে আছে,

বিচ্ছেদের মামলা আটকে থাকলেও দ্বিতীয় বিয়ে বৈধ : সুপ্রিম কোর্ট

দৈনিক যুগশঙ্খ এ‍্যাঙ্কর নিউজে জানাচ্ছে :

বিশ্ববিদ্যালয়ে ইকো-পার্ক, ৫০ ফুট উঁচু ওয়াচ টাওয়ার, পরিমলের আগ্রহে বাজেট তৈরি

দৈনিক প্রান্তজ্যোতি এ‍্যাঙ্কর নিউজে জানাচ্ছে :

প্রধানমন্ত্রীকে রাখি পাকিস্তানি বোন কামর মহসিনের ।। মুখ্যমন্ত্রীকে রাখি বিভিন্ন সংস্থার

প্রথম পাতায় দৈনিক প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর:

  • ট্র‍্যাক সারানো হলেও ট্রেন চলাচল পুরো স্বাভাবিক হয়নি
  • সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সমালোচনা করলেই শাস্তি
  • বাজপেয়ীর অস্থি বিসর্জনে নৌকাডুবি, বরাতজোরে বাঁঢলেন নেতারা
  • কেরলের বন্যার্তদের ৬০০০ টাকা সাহায্য দিয়েছেন গান্ধীজী

প্রথম পাতায় সাময়িক প্রসঙ্গের কয়েকটি খবর :

  • কাছাড় পুলিশে রদবদল
  • কাটলিছড়ার কাছে পথ দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
  • রাফায়েল চুক্তি : কংগ্রেসের বিরুদ্ধে পাঁচ হাজার কোটির মানহানি মামলা আম্বানির
  • ২০১৯- এর আগে মোদি-শিবিরে অশনি সংকেত, আরও এক সঙ্গী হারাচ্ছে এনডিএ

তিন-এর পাতায় সাময়িকের দুটি খবর :

  • শিলচরে যাত্রা শুরু করল অনলাইন শপিং পরিষেবা ‘সম্পূর্ণ’
  • শিলচরে নিউজ পোর্টাল ওয়ে-টূ বরাক-র আত্মপ্রকাশ

তিন এর পাতায় যুগশঙ্খের খবর:

শিলচর আসনে প্রতিদ্বন্দ্বিতার কথা ধোঁয়াশায় রাখলেন গৌতম রায় ।। রূপমের পরিবারকে ৬০ হাজার দিলেন প্রাক্তন মন্ত্রী

এশিয়ান গেমসে ৪০০ মিটার দৌড়ে অসমের হিমা দাসের রৌপ্য পদক পাওয়ার খবর আজ সবগুলো পত্রিকায় ছবিসহ পরিবেশিত হয়েছে।

দৈনিক যুগশঙ্খ প্রথম পাতায় লিখেছি :

হিমার মহিমায় গর্বিত ভারত – এশিয়াডে রুপো টিন এজ্ স্প্রিন্টারের

সাময়িক প্রসঙ্গ খেলার পাতায় লিখেছে :

ট্র্যাক এন্ড ফিল্ডে ভারতের সুপার সানডে – রুপো পেলেন হিমা,আনাস, দ‍্যুতি

প্রান্তজ্যোতির খবর :

পদক নিশ্চিত করলেন সাইনা, সিন্ধু

প্রাক্তন ক্রিকেটার গোপাল বসু রোববার সকালে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এই খবরে যুগশঙ্খ লিখেছে :

একাত্তরে প্রয়াত গোপাল বসু

এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।।আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.