Also read in

Today’s Headlines: Headless body of a woman found in Kamakhya! Is it Human sacrifice or Murder?

সুপ্রভাত, আজ বৃহস্পতিবার, ২০শে জুন ২০১৯ খ্রিস্টাব্দ; ৪ঠা আষাঢ় ,১৪২৬ বঙ্গাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

কাগজ কল পুনরুজ্জীবনের সম্ভাবনা নিয়ে খবর আজ সবগুলো স্থানীয় পত্রিকা গুরুত্বসহকারে প্রকাশ করেছে।

সাময়িক প্রসঙ্গ মুখ্য শিরোনামে লিখেছে,

কাগজ কল ফের চালুর স্বপ্ন দেখালেন সাওয়ান্ত -ভারী শিল্প মন্ত্রীর দরবারে রাজ্যের মন্ত্রী-সাংসদরা

প্রান্তজ্যোতির লিড নিউজ,

কাগজ কল, ‘আচ্ছে দিন’ শীঘ্রই: ভারী শিল্প মন্ত্রী

যুগশঙ্খ লিখেছে,

পিপিপি মডেলে ফের চালু হবে রাজ্যের দুই কাগজ কল

লোকসভা ও বিধানসভার নির্বাচন একসাথে করার প্রয়াস নিয়ে যুগশঙ্খের আজকের মুখ্য শিরোনাম,

‘এক দেশ এক নির্বাচন’ কমিটি গঠনের ঘোষণা প্রধানমন্ত্রীর – সর্বদলীয় বৈঠকে গরহাজির মমতা, মায়াবতী, রাহুল সহ একাধিক পার্টি প্রধান

শিলচর শহর লাগোয়া বরাকপারে বার্মিজ সুপারি সিন্ডিকেট রাজ নিয়ে যুগশঙ্খের অ্যাংকর প্রতিবেদন,

শিলচরে সুপারী সিন্ডিকেট, দুই সহোদরের কাছে জমি যেন চকোলেট- সামান্য কথা কাটাকাটি! বাড়ি পাহারা দেয় পুলিশ

কয়লা সিন্ডিকেটের অন্য খবরে প্রান্তজ্যোতির অ্যাংকর নিউজ,

  • অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত উত্তর কাটিগড়া- পুলিশ সুপারের দ্বারস্থ স্থানীয়রা
  • বদরপুরে ফের আটক কয়লা বোঝাই লরি

অম্বুবাচী মেলার প্রাক্কালে বুধবার সন্ধ্যা পাঁচটা নাগাদ এক মুণ্ডহীন মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে নীলাচল পাহাড়ে, এই নিয়ে সাময়িকের বক্স আইটেম,

নরবলি! অম্বুবাচী মেলার প্রাক্কালে জয়দুর্গা মন্দিরে উদ্ধার মহিলার মুন্ডহীন লাশ

একই খবরে প্রান্তজ্যোতি লিখেছে,

কামাখ্যায় নরবলি!

যুগশঙ্খের খবর,

মুন্ডুহীন মহিলার দেহ কামাখ্যায়! নরবলি না হত্যা – ধন্দে পুলিশ, সাধারণ জনতা

সাময়িকের অ্যাঙ্কর প্রতিবেদন,

কাছাড় কলেজ কে কে হেন্ডিক স্টাডি সেন্টার বন্ধের সিদ্ধান্ত- একাউন্টে লেনদেন বন্ধ রাখতে ব্যাঙ্ককে চিঠি পুলিশের

সাময়িক ছবিসহ জানাচ্ছে,

সীমান্ত দেখলেন উচ্চস্তরীয় সরকারি দল – করিমগঞ্জে সিল হচ্ছে ৪.৩৫ কিলোমিটার উন্মুক্ত সীমান্ত

সাময়িকের অন্য খবর,

শিলচরে দীর্ঘ ১১ দিন পরও সন্ধানহীন দুই শিশু, গ্রেফতার মা

কর্মরত শিক্ষকদের টেট লাগবে না এই খবর দিয়ে যুগশঙ্খ লিখেছে,

নিয়মিত পদে চাকরি পেতে চাই বৈধ প্রমাণপত্র- সেপ্টেম্বরে ফের টেট রাজ্যে, প্রমানপত্রের বৈধতা বাড়াতে এনসিটিই-কে চিঠি রাজ্যের

চিকিৎসা পরিষেবায় অনবদ্য অবদানের জন্য পুরস্কৃত হলেন শিলচর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সুজিত নন্দি পুরকায়স্থ, এই খবরে যুগশঙ্খের শিরোনাম,

শংকরদেব সম্মান পেয়ে গর্বিত ডক্টর সুজিত নন্দী পুরকায়স্থ।। অসমে আগামী দিনে হবে চিকিৎসা হাব – সর্বা

ভেতরের পাতায় প্রান্তজ্যোতির কয়েকটি খবর,

  • উধারবন্দে আত্মহত্যা গৃহবধূর
  • শিলচরে অখন্ড প্রধান দাদামনি, রবিবার দীক্ষা
  • সোনাই রোডের বলহরি কংসবণিক নিখোঁজ

দৈনিক প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,

জমা জলে ভাসছে শিলচর

সময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম,

কোন চেহারা নিয়ে দাঁড়াবে সংসদ?

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

অ-সংসদীয়

এবং

শিশুদের এড়িয়ে চলাই উচিত

বিশ্বকাপ ক্রিকেটে গতকালের নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার রোমাঞ্চকর ম্যাচের খবরে প্রান্তজ্যোতি লিখেছে,

উইলিয়ামসনের দুরন্ত সেঞ্চুরি, জিতল নিউজিল্যান্ড – এবারও চোকার্স দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না শিখর ধাওয়ান, এই খবরে সাময়িক প্রসঙ্গ লিখেছে,

অপেক্ষা শেষ ! দেশে ফিরছেন গব্বর

বিশ্বকাপ ক্রিকেটে আজকের খেলা নিয়ে যুগশঙ্খ লিখেছে,

আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি উজ্জীবিত বাংলাদেশ – দুরন্ত সাকিবকে নিয়ে চিন্তায় ক্যাঙ্গারুরা

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.