সুপ্রভাত, আজ শুক্রবার ৪ঠা জানুয়ারি, ২০১৯ খ্রিস্টাব্দ; ১৯শে পৌষ,১৪২৫ বঙ্গাব্দ।।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
নাগরিকত্ব বিল, প্রধানমন্ত্রীর শিলচর সফর এবং কয়লা কেলেঙ্কারি নিয়ে বিভিন্ন খবর আজ স্থানীয় পত্রিকা গুলোর প্রথম পাতা জুড়ে রয়েছে।
প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম,
- সংশোধন ছাড়াই নাগরিকত্ব বিলে সিলমোহর
- বিল বিরোধিতা থেকে একচুলও সরছেনা অগপ: অতুল
- খিলঞ্জিয়ার সুরক্ষা নিশ্চিত করার দাবি উপমন্যুর
সাময়িক প্রসঙ্গের আট কলাম কলাম জোড়া শিরোনাম,
- নাগরিকত্ব বিল: লোকসভায় পেশ হচ্ছে ৭ই – চূড়ান্ত খসড়া জমা দিল জেপিসি, জানালেন হিমন্ত
- বিল পাস হলে এনআরসি হবে বর্জ্য কাগজ: গগৈ
প্রধানমন্ত্রীর আজকের শিলচর সফর নিয়ে দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে লিখেছে,
- ১৪’র প্রতিশ্রুতি- প্রশ্নের আবহে আজ রামনগরে মোদি
- হেলিপোর্ট থেকে সভা মঞ্চ : খেতের জমিতেই রাতারাতি তৈরি পিচ রাস্তা, মাঠে মুখ্যমন্ত্রীও।। বিদেশী আদলে নিরাপত্তাব্যবস্থা নমোর
প্রান্তজ্যোতি দ্বিতীয় শিরোনামে লিখেছে,
আজ শিলচরে মোদির সভায় চাঁদের হাট
সাময়িকের বিশেষ প্রতিবেদন,
রামের দিব্যি মোদীজি, আজ রামনগরেই বাঙ্গালীর মৃত্যু মিছিল থামানোর নিদান দিন
এই প্রসঙ্গে অন্য খবর,
- কাছাড় কাগজ কল নিয়ে বলবেন নরেন্দ্র মোদী, আশায় কর্মীরা
- কয়লা কেলেঙ্কারি নিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে উদ্ধৃত করে সাময়িকের খবর,
- কয়লা কেলেঙ্কারির সিবিআই তদন্ত হলে বিজেপি বে-আব্রু হয়ে যাবে: কমলাক্ষ
প্রান্তজ্যোতি লিখেছে,
- পুলিশি ইচ্ছাতেই চলছে কয়লা চেকিং যানজটে নাকাল রাতাছড়া-দিগরখাল
- দিলীপের বিরুদ্ধে কোনও মামলা নেই
প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,
- বিধানসভার বাজেট অধিবেশন ২৮ জানুয়ারি থেকে
- আজ ফের সুপ্রিম কোর্টে উঠছে রাম মন্দির মামলা
- ৮-৯ জানুয়ারি ফের ধর্মঘটের ডাক ব্যাঙ্কে
- বরাকে মিনি সচিবালয় হবে: সর্বানন্দ
- কাগজ কল কর্মচারীদের বেতন সমস্যার সমাধানে আশ্বাস মন্ত্রীর
সাময়িক অন্য একটি খবরে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে জানাচ্ছে,
কৃষি ঋণ মুকুবের নামে দেশকে ঠকাচ্ছে কংগ্রেস: প্রধানমন্ত্রী ।।মোদির মুখে নয়া স্লোগান ‘জয় অনুসন্ধান’
প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,
- ২২ দিনেও কেন সন্ধান হীন কয়লা শ্রমিকরা মেঘালয় সরকারকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
- তিন তালাক বিল: সরকারের পাশে নেই নিতীশও, বিপক্ষে ভোট দেবে জেডিইউ
- দ্বিতীয় দফায় আরও ৫ রোহিঙ্গাকে মায়ানমারে ফেরত পাঠাল ভারত
- চাঁদের অন্ধকার পিঠে মহাকাশযান নামিয়ে ইতিহাস তৈরি চীনের
তিনের পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,
- কাগজ কল সমস্যা নিয়ে বাবুল সুপ্রিয়র কাছে প্রতিনিধি দল
- ইস্তফা দিচ্ছেন রাহুল রায়
- অকালে চলে গেলেন বদরপুরের সাংবাদিক দেবাশীষ বণিক
- কাটিগড়ায় কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে মৃত্যু দুই দিন মজুরের
তিন এর পাতায় দৈনিক প্রান্তজ্যোতির দুটো খবর,
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ন্যাশনাল হাইওয়ে বাজারের সবজি বিক্রেতার
- শিলচরে স্বামী আত্মস্থানান্দজীর জন্মশতবর্ষ অনুষ্ঠান রবিবার- আসছেন দেশের রামকৃষ্ণ মঠের মহারাজরা
সম্পাদকীয়তে আজ প্রান্তজ্যোতি লিখেছে,
আর্থিক সুনামীর পার্শ্বক্রিয়া এবং
সাময়িকের সম্পাদকীয়,
এবার কাবুল মিয়া
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
সবরিরমালায় ইতিহাস
ও
পাতালপথে আতঙ্ক
খেলার পাতায় ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের খবরে সাময়িক লিখেছে,
আবারো নিজের জাত চেনালেন ময়ঙ্ক- রান মেশিন পুজারা, সুবিধেয় ভারত
ছবিসহ প্রান্তজ্যোতির অন্য খবর,
চোখের জলে গুরু আচরেকরকে বিদায় দিলেন শচীন
এ ডিভিশন ক্রিকেটের খবরে প্রান্তজ্যোতির শিরোনাম,
স্পিরিটকে হারালো ইউনাইটেড
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.