সুপ্রভাত, আজ রবিবার ৩০শে ডিসেম্বর,২০১৮ খ্রিস্টাব্দ; ১৪ই পৌষ,১৪২৫ বঙ্গাব্দ।।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম
অগাস্তা ওয়েস্টল্যান্ড কেলেংকারি সংক্রান্ত খবরে আজ দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে লিখেছে,
- সোনিয়া-রাহুলের নাম নিয়েছেন মিশেল! আদালতকে জানাল ইডি
- অগাস্তা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি: চুক্তির জন্য মনমোহন সিংকে চাপ দিয়েছিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, ক্রিশ্চিয়ানের হেফাজতের মেয়াদ আরও সাত দিন বাড়লো
এই প্রসঙ্গে সাময়িক বক্স করে জানাচ্ছে,
চপার দুর্নীতিতে মিসেস গান্ধির নাম, আদালতে বিস্ফোরক দাবি ইডির
সাময়িকের মুখ্য শিরোনাম,
এনআরসি আবেদনের কাল শেষদিন, আর্জি মাত্র ২৫ লক্ষের
মানবাধিকারকর্মী হর্ষ মন্দারকে উদ্ধৃত করে প্রান্তজ্যোতির লিড নিউজ,
শাসক দলের কর্মীদের দিয়ে চলছে বিদেশী ট্রাইবুনাল: হর্ষ মন্দার
একই খবরে সাময়িক লিখেছে,
বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি নেই, বিদেশীরা যাবেন কোথায়: হর্স মন্দার
রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর বক্তব্যকে দ্বিতীয় শিরোনাম করে যুগশঙ্খ লিখেছে,
- চৌকিদারের কারণেই অনেকের রাতের ঘুম উবে গেছে, রাহুলকে মোদি
- কংগ্রেস তো ‘ললিপপ কোম্পানি’, কৃষকদের সমস্যা নিয়ে কোনও মাথাব্যাথা নেই: প্রধানমন্ত্রী
যুগশঙ্খের অন্য একটি খবর,
কঠোর নিরাপত্তায় বাংলাদেশে আজ শ্বাসরুদ্ধকর ভোট
সাময়িকের খবর,
প্রচন্ড কড়াকড়িতে আজ বাংলাদেশে ভোট: বন্ধ থ্রি-জি ফোর-জি পরিষেবা
এংকর প্রতিবেদনে সাময়িক জানাচ্ছে,
লামডিং বদরপুর শাখায় চালু হচ্ছে কাঁচে ঘেরা পর্যটক ট্রেন
সাংসদ সুস্মিতা দেবকে কটাক্ষ করে মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্যের বক্তব্যকে গুরুত্বসহকারে প্রকাশ করেছে সাময়িক,
ভারতীয় নারী ঘোড়ার পিঠে চড়লেও পুরুষের কাঁধে দেখা যায়নি, সুস্মিতাকে কটাক্ষ পরিমলের
সাময়িকের আরও কয়েকটি খবর,
- চাষীদের হাতে লভ্যাংশ দিতে রামদেবের সংস্থাকে নির্দেশ হাইকোর্টের
- জমি কেলেঙ্কারি: রবার্ট ভদ্রার বিরুদ্ধে পুলিশি তদন্তের অনুমতি হরিয়ানা সরকারের
- ফের উত্তপ্ত কাশ্মীর, সেনার সঙ্গে সংঘর্ষে আহত ১৬
- খোঁজ নেই ১৫ শ্রমিকের, উদ্ধার শুধু তিনটে হেলমেট
দ্বিতীয় শিরোনামে প্রান্তজ্যোতি জানাচ্ছে,
অগপ- বিজেপি মিত্রতা অক্ষুন্ন থাকবে, নাগরিকত্ব বিলের পক্ষে দাঁড়ালেন রাম মাধব
পৌরসভা কর্তৃক শহরের ইটখলা পয়েন্টে সাইকেল আরোহীদের কাছ থেকে ৫০ টাকা করে সংগ্রহের খবরে প্রান্তজ্যোতি বক্স করে লিখেছে,
বিনা নোটিশে ঠাকুর দক্ষিণা
প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,
- লোকসভায় আর একা গরিষ্ঠ নয় বিজেপি
- চতুর্থ দিনেও গরহাজির সেলটেক্স বিভাগ, হলো না কয়লা চেকিং
- ৭.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স, সুনামির সম্ভাবনা প্রবল
- লোকসভার রণকৌশল রচনায় ১১ ও ১২ জানুয়ারি বিজেপির বৈঠক
৩ এর পাতায় প্রান্তজ্যোতি জানাচ্ছে,
‘কংগ্রেস কা হাত দালাল কা সাথ’: দিলীপ ।। পৃষ্ঠা প্রমুখরা নিষ্ঠার সঙ্গে কাজ করলে শিলচরে বিজেপির জয় নিশ্চিত: রঞ্জিত
আজ দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
জোটের অঙ্ক
এবং
যুদ্ধের নয়, শান্তির দেশ
সম্পাদকীয়তে আজ প্রান্তজ্যোতি লিখেছে,
এনআরসি প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি
সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয়,
এনআরসি পিছিয়ে, বিল এগিয়ে
খেলার পাতায় ভারত অষ্ট্রেলিয়া তৃতীয় টেস্টের খবরে সাময়িক প্রসঙ্গ লিখেছে,
ঐতিহাসিক জয়ের কাছাকাছি ভারত- ভিলেন হয়ে উঠতে পারেন বরুন দেব
ক্রিকেট লিগের খবরে যুগশঙ্খ জানাচ্ছে,
মাঠে ইউনাইটেড দল, নেই ম্যাচ অফিসিয়ালরা -কোন পথে শিলচরের ক্রিকেট লিগ
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.