Also read in

Today’s Headlines: Inter-religion love, Muslim youth beleaguered in Ambikapatti. The deposition against the MLA was lifted

সুপ্রভাত, আজ মঙ্গলবার ৪ঠা সেপ্টেম্বর, ২০১৮ খ্রিষ্টাব্দ ।। ১৮ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ ।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

এনআরসি সংক্রান্ত বিভিন্ন খবর আজ ও পত্রিকাগুলোর শিরোনাম দখল করেছে।

সাময়িক প্রসঙ্গ সুপার এ‍্যাঙ্করে লিখেছে :

শঙ্কায় ব্রাত‍্যরা, আজ কোর্টে হাজেলার রিপোর্ট – এনআরসি ছুটরা নাম অন্তর্ভুক্তিতে কতটা সুযোগ পাবেন, ধন্দে সংখ্যালঘুরা

প্রান্তজ্যোতির লিড নিউজ :

নাগরিকত্ব বাছাই নিয়ে আজব কান্ড-যমজ ভাইয়ের একজন অপর জন বিদেশি ।। কোন বিবেচনায় সুফিয়া বিদেশি জানতে চাইল সুপ্রিম কোর্ট

ডিমনিটাইজেশনের প্রতিক্রিয়া নিয়ে দৈনিক যুগশঙ্খ আজ মুখ্য শিরোনাম করে লিখেছে,

নোট বন্দি নয়, রাজনের জন্যই ধাক্কা আর্থিক বৃদ্ধিতে : নীতি আয়োগ

এদিকে নববার্তা প্রসঙ্গ মুখ্য শিরোনামে জানাচ্ছে:

২৯ হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারি,বেকায়দায় বিজেপি

শহরের অম্বিকাপট্টি এলাকায় প্রেমঘটিত ঘটনায় এক যুবককে নিগ্রহ সংক্রান্ত খবর আজ সবগুলো পত্রিকায় গুরুত্বসহকারে প্রকাশ করেছে। যুগশঙ্খ অ্যাঙ্কর নিউজে লিখেছে :

ভিন্নধর্মী প্রেম ! নিগৃহীত মুসলিম যুবক, তুলে নেওয়া হলো এজাহার বিধায়কের বিরুদ্ধে ।। বাবার দায়িত্ব পালনের শলা দিলীপ বাবুর

একই খবরে সাময়িক প্রসঙ্গ লিখেছে,

চৌরঙ্গী কান্ড, যুবককে মারধরে নাম জড়ালো বিধায়ক দিলীপ বাবুরও – বিবেকের কাজকারবার নিয়ে তদন্তের দাবি

পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিভিন্ন দলের মধ্যে চাপানউতরের খবরে যুগশঙ্খ লিখেছে :

পঞ্চায়েতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায়না বিজেপি অগপ, অভিযোগ রিপুনের।। নাগরিক পঞ্জি হচ্ছে অজুহাত, মানুষের মুখোমুখি হওয়ার সাহস নেই তাদের : দেবব্রত

একই প্রসঙ্গে সাময়িকের খবর :

পঞ্চায়েত নির্বাচন ৩ মাস পিছিয়ে দিচ্ছে কমিশন – পরাজয় জেনেই ভোটে যাচ্ছে না সরকার, তোপ বিরোধীদের

দ্বিতীয় শিরোনামে দৈনিক সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে :

লোকসভা ভোটে অসমে একাই লড়বে কংগ্রেস, হারানো আসন পুনরুদ্ধারই লক্ষ্য

কর্ণাটক পুরসভা নির্বাচনের খবরে সাময়িকের শিরোনাম:

কর্ণাটক পুরভোটে জয়জয়কার কংগ্রেস- জেডিএস এর : সংঘবদ্ধ বিরোধীদের সামনে ধরাশায়ী পদ্ম ব্রিগেড

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর :

  • ১০ কোটি টাকার সম্পত্তি বিক্রি করতে চান সিদ্দেক
  • পেট্রোল ১০০ টাকায় পৌঁছুবে, চন্দ্রবাবুর হুঁশিয়ারি
  • একসঙ্গে ভোট- ইভিএম কিনতেই খরচ হবে সাড়ে চার হাজার কোটি
  • ৫ হাজার ফলোয়ার থাকলে মিলবে কংগ্রেস টিকেট, শর্ত দিলো দল
  • পথ অবরোধ , বাড়ি যেতে পারলেন না মুখ্যমন্ত্রী

সুপার এ‍্যাঙ্করে যুগশঙ্খের খবর;

পরিকাঠামো নেই, গুণোৎসব স্থগিতের দাবি শিক্ষক সংস্থার- প্রথমবারের পর শ্রেণিকক্ষ, পার্টিশন, শৌচালয় নেই, নিয়োগ হয়নি শিক্ষকও

প্রথম পাতায় দৈনিক যুগশঙ্খের আরও কয়েকটি খবর:

  • কর্ণাটক পুরভোটে বাজিমাত কংগ্রেসের, বিজয় মিছিলে এসিড হামলা
  • নুমালিগড় রিফাইনারি : তেল নিতে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ পাইপ লাইন নির্মাণ
  • মাও তাত্ত্বিক গ্রেফতার, পুলিশকে ভর্ৎসনা বম্বে হাইকোর্টের
  • জিএসটির বিজ্ঞাপনে ১০০ কোটি খরচ কেন্দ্রের
  • জ্যোতিরাদিত্যকে গুলি করে মারার হুমকি বিজেপি বিধায়কের ছেলের

প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর:

  • হিন্দু নেতা খুনের চক্রান্তে যুক্ত থাকার অভিযোগে তামিলনাড়ুতে গ্রেফতার ৫
  • পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে নয়া রেকর্ড
  • শিক্ষা বঞ্চিত শিশুর সংখ্যায় রেকর্ডে অসম
  • ভোটের খরচ জোগাড়ে ৬ সেপ্টেম্বর ‘ওয়ার রুম’ বৈঠক কংগ্রেসের
  • রাজনৈতিক চাপান-উতর এর মধ্যেই ভারতে তিন রাফাল
  • তেনের পাতায় ছবি সহ প্রান্তজ্যোতির খবর,
  • মরণ ফাঁদ ন‍্যাশনাল হাইওয়ে বাইপাস, উদাসীন বিভাগ

খেলার পাতায় চতুর্থ টেস্টে পরাজয়ের পর্যালোচনায় প্রান্তজ্যোতি লিখেছে,

ব্যর্থতার দায় স্বীকার করলেন বিরাট কোহলি

সময়িকের খবর :

বিদেশে আমাদের আরও আগ্রাসী এবং নির্দয় হতে হবে: কোহলি

রামানুজ গুপ্ত ট্রফির খবরে সাময়িক জানাচ্ছে :

তারাপুরের কাছে হাফডজন গোল খেলো স্পোর্টিং

এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।।আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.