সুপ্রভাত আজ শনিবার, ২৬শে আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ ; ১৩ই অক্টোবর, ২০১৮ খ্রিস্টাব্দ।।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
এইউডিএফ সভাপতি বদর উদ্দিন আজমলের বক্তব্য নিয়ে আজ মুখ্য শিরোনাম করেছে যুগশঙ্খ এবং সাময়িক প্রসঙ্গ।
যুগশঙ্খের লিড নিউজ,
অগপ নেতৃত্ব দিলে সমর্থনে তৈরি ইউডিএফ : আজমল ।। ‘ধর্মীয় বিভাজনে রাজনৈতিক ফায়দা তুলতে চায় বিজেপি’
সাথে আছে ,
সর্বানন্দের “জাতীয় নায়ক’ সম্মান প্রত্যাহারের আর্জি অখিলের, হুংকার আসুর
সাময়িক মুখ্য শিরোনামে লিখেছে,
হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দিলে বিপন্ন হবেন অসমীয়ারা : আজমল ।। ‘অসমের মুখ্যমন্ত্রী হওয়ার কোনও বাসনা নেই’- এইউডিএফ সুপ্রিমো
করিমগঞ্জে অসম সচেতন নাগরিক মঞ্চের আন্দোলনের খবরকে লিড করে প্রান্তজ্যোতি লিখেছে,
এনআরসিতে অর্থের খেলা, কাঠগড়ায় হাজেলা – বৃষ্টিকে উপেক্ষা করে অবস্থান ধর্মঘট নাগরিক মঞ্চের
সাথে বক্স করে আছে,
এনআরসির সমন্বয়ককে মহিষাসুর হিসেবে তুলে ধরা উচিত হয়নি : সমুজ্জ্বল
সামুদ্রিক ঝড়ের প্রভাবের খবরকে দ্বিতীয় শিরোনাম করে দৈনিক যুগশঙ্খ লিখেছে,
বোধনেই বিসর্জনের আবহ এবার! অসুরের ভূমিকায় ‘তিতলি’
প্রথম পাতায় যুগশঙ্খের আরো কয়েকটি খবর,
- রিলায়েন্স পেয়েছে অফসেট ঠিকার মাত্র ১০ শতাংশ, চাপে পড়ে বলল ডাসল্ট
- তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ কোর্টের
- রাফাল নিয়ে ধারাবাহিক মিথ্যে বলছেন রাহুল : পিয়ুষ গোয়েল
- ৭৫ শতাংশ সংরক্ষণের সওয়াল মন্ত্রী রামদাসের
দ্বিতীয় শিরোনামে সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে
মি টু বিতর্কে গণশুনানি, চার বিচারপতির কমিটি।। যৌন হেনস্থা : কাঠগড়ায় বিচারক
প্রান্তজ্যোতি জানাচ্ছে,
মহিলাদের কাজের পরিবেশ উন্নয়নে সরকার সচেষ্ট ; মোদি ।। যৌন হেনস্থার অভিযোগ বিচারে গঠিত হবে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কমিটি
আগামী ৪৮ ঘণ্টা বিশ্বজুড়ে ইন্টারনেট নেটওয়ার্ক ফেইলিওর হতে পারে এরকম খবরে প্রান্তজ্যোতি জানাচ্ছে,
মূল সার্ভারের রক্ষণাবেক্ষণে বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবা বিঘ্ন হওয়ার সম্ভাবনা-অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই, মত বিশেষজ্ঞদের
প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর,
- বারানসিতে মোদির বিরুদ্ধে শত্রুঘ্ন, জোর জল্পনা রাজনৈতিক মহলে
- সমুদ্রপথে জঙ্গি হামলার ছক, জারি সর্তকতা
- ইরানের তেল, দিল্লিকে নিষেধাজ্ঞার ইঙ্গিত ওয়াশিংটনের
- রাষ্ট্রসঙ্ঘে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসাবে সাংসদ সুস্মিতা দেবের যোগদান নিয়ে সাময়িকের খবর,
- রাষ্ট্রসঙ্ঘে ভারতীয় মহিলাদের ঝান্ডা উচু করে ধরলেন সুস্মিতা
অন্য একটি খবরে সাময়িক বক্স করে জানাচ্ছে,
মুম্বাইয়ের ব্যাঙ্ক থেকে ১৪৩ কোটি টাকা হাতিয়ে নিল হ্যাকাররা!
তিনের পাতায় প্রান্তজ্যোতি জানাচ্ছে,
তহবিল তছরুপ: সোনাইর বিডিও সহ ৮ আমলার বিরুদ্ধে মামলা – প্রতিবেশী মৃতের নামে জব কার্ডের অর্থ হাপিশ গাননিকের
খেলার পাতায় দ্বিতীয় টেস্টের খবরে সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে,
সুযোগ পেয়েও ক্যারাবিয়ান ইনিংস ছাড়তে ব্যর্থ ভারত – ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে রাখলেন চেস :: মাঠে ঢুকে বিরাটকে চুম্বনের চেষ্টা ফ্যানের
যুগশঙ্খ জানাচ্ছে,
পিছিয়ে যেতে পারে এজিএম – মুখ খোলায় নির্বাচকদের শোকজ করছে এসিএ
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।।
Comments are closed.