সুপ্রভাত, আজ মঙ্গলবার, ২৭শে ফাল্গুন ,১৪২৫ বঙ্গাব্দ ; ১২ই মার্চ, ২০১৯ খ্রিস্টাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে বিভিন্ন খবর আজ স্থানীয় পত্রিকা গুলোর সিংহভাগ দখল করেছে।
দৈনিক যুগশঙ্খের মুখ্য শিরোনাম,
- রাজ্যে বিজেপি-কংগ্রেসের টক্কর, ভোটের ময়দানে অস্তিত্বহীন বাকিরা- জোট ছাড়া একার শক্তিতে নিশ্চিহ্ন হতে পারে অগপ, এআইইউডিএফ
- অসমে বিজেপি এবার নয়টির বেশি আসনে জয়ী হবে, তবে এগারোটির বেশি নয়: হিমন্ত বিশ্ব
সাথে আছে,
- কংগ্রেস প্রার্থী নিয়ে জট ছাড়েনি এখনও, আজ চূড়ান্ত হবে তালিকা
- রমজানে ভোট- গোটা এক মাস পিছিয়ে দেওয়া সম্ভব নয়, জানালো নির্বাচন কমিশন
সাময়িক প্রসঙ্গের লিড নিউজ,
শিলচর,করিমগঞ্জ নিয়ে এবার আত্মবিশ্বাসী বিজেপি – এখনো ঘর গুছাতে পারেনি কংগ্রেস, সঙ্গী খুঁজছে আজমল ব্রিগেড, অগপ
আছে আট কলম জোড়া সুপার প্রতিবেদন,
আমেরিকার পর এবার ভারতে- ‘ফেক নিউজ’ রুখতে লোকসভা ভোটের জন্য ‘ওয়ার রুম’ খুলছে ফেসবুক
বিজেপির প্রার্থিত্ব নিয়ে আছে,
শিলচরে বিজেপি প্রার্থীদের দৌড়ে দিলীপের সঙ্গে যুযুধান কণাদ-রাজদীপ ও শান্তনু
নির্বাচন নিয়ে অন্য খবর,
শিলচর লোকসভায় ২০টি ‘জটিল’ ভোটকেন্দ্রে থাকবে বিশেষ নজরদারি- ভোটার ১১ লক্ষ ৯৩ হাজার ৯০৮, গণনা হবে নেট্রিপে
দৈনিক প্রান্তজ্যোতি মুখ্য শিরোনামে জানাচ্ছে,
রাজ্যে চার হাজারের উপর স্পর্শকাতর কেন্দ্র: মুকেশ সাহু- অসমে তিন দফায় ভোট দেবেন ২,১৭,৬০,৬০৪ জন- সোশ্যাল মিডিয়ায় বিশেষ নজরদারি
প্রান্তজ্যোতির অ্যাঙ্কর প্রতিবেদন,
শিলচর লোকসভা-ভোটের দিনক্ষণ তৈরি, তবু বিজেপি প্রার্থিত্ব নিয়ে সাসপেন্স চরমে
করিমগঞ্জ কেন্দ্রে প্রার্থিত্ব নিয়ে খবর,
বিজেপির কৃপনাথ, কংগ্রেসের স্বরূপের সম্ভাবনা
দ্বিতীয় শিরোনামে প্রান্তজ্যোতি জানাচ্ছে,
সন্ত্রাসবাদ নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি, যৌথ প্রকল্প উদ্বোধনে বার্তা হাসিনার
যুগশঙ্খ ছবি সহ অন্য এক খবরে জানাচ্ছে,
এনআরসি: হোজাই থেকে ভেরিফিকেশনে আসা লোকদের আক্রমণ কাটিগড়ায়, আহত ৯
যুগশঙ্খের আরও কয়েকটি খবর,
- ক্ষতিপূরণ, পাহাড়ের আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক সর্বার
- নিরব মোদী কে ফিরিয়ে আনতে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ
- নোট বাতিলে তীব্র আপত্তি ছিল রিজার্ভ ব্যাংকের, আরটিআই’র জবাবে বিস্ফোরক তথ্য ফাঁস
- উপজাতির স্বীকৃতি দাবিতে রাহুলের সঙ্গে বৈঠক ছয় জনগোষ্ঠীয় নেতাদের
- সাংবিধানিক বেঞ্চে অনগ্রসর সংরক্ষণ আইন? ২৮ মার্চ সিদ্ধান্ত সুপ্রিমের
প্রথম পাতায় সাময়িকের এক চাঞ্চল্যকর খবর,
শিলচরে এবার লুটেরাদের শিকার সংবাদকর্মী, লূট ১ লক্ষ ৮৫ হাজার
অন্য খবর,
ভোটের মুখে চাব কংগ্রেস পুর সদস্য দল ছাড়লেন, সঙ্কটে হাইলাকান্দির বোর্ড
তিন এর পাতায় প্রান্তজ্যোতি খবর,
- প্রাক্তন এডিসি বিসি নাথের জীবনাবসান
- কাছাড় ও নগাও কাগজ কল মৃত্যুশয্যায় কেন, মোদিকে প্রশ্ন সুস্মিতার
- আজ গান্ধীনগরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক
সম্পাদকীয়তেও আজ আসন্ন নির্বাচন নিয়ে শিরোনাম করেছে সবগুলো স্থানীয় পত্রিকা।
প্রান্তজ্যোতির শিরোনাম,
সুষ্ঠুভাবে লোকসভার ভোট পর্ব সম্পন্ন হোক
সাময়িকের আজকের সম্পাদকীয়,
বাজলো ভোটের বাজনা
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
ভোটের প্রচার
এবং
কল্যাণকর সরকার আনুক নির্বাচন
খেলার পাতায় প্রান্তজ্যোতি জানাচ্ছে,
পদ্মশ্রী গ্রহণ করলেন ক্রীড়াক্ষেত্রে কৃতিরা
যুগশঙ্খের খবর,
বৈদ্যনাথে জিতল নরসিং, ওরিয়েন্টাল স্কুল
ডিব্রুগড়ে অনুষ্ঠেয় মেয়েদের সাব জুনিয়র কবাডি খেলবে শিলচর, এই খবরে সাময়িক লিখেছে,
কবাডিতে অংশ নেবে মেয়েরা
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.