Also read in

Today’s Headlines: Karimganj is heated up with the incidences of fights; situation is under control.

সুপ্রভাত, আজ বুধবার, ১০ ই বৈশাখ ,১৪২৬ বঙ্গাব্দ ; ২৪শে এপ্রিল, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

গতকাল শেষ হলো সাধারণ নির্বাচনের তৃতীয় দফা, এই খবরকে লিড করেছে স্থানীয় পত্রিকাগুলো।

দৈনিক যুগশঙ্খের মুখ্য শিরোনাম,

  • ভোটে অপার উৎসাহ, সন্ধে অবধি দীর্ঘ লাইন ।। ভোটিং মেশিন বিভ্রাট শেষ পর্বেও।। ভোট পড়েছে অন্য প্রার্থীর নামে, অভিযোগ হরেকৃষ্ণ ডেকার
  • গুয়াহাটিতে সস্ত্রীক ভোট মনমোহনের

সাময়িকের লিড নিউজ,

রাজ্যে শেষ দফায় রেকর্ড ভোট- ভোটের লাইনে মহিলার মৃত্যু, ইভিএম- ভিভিপ্যাট বিকল নানা স্থানে, ভোট দিলেন সপত্নীক মনমোহন

সাথে আছে,

  • কেন ভোটের হার বাড়ল ? ছবিটাই বদলে দিয়েছে বিজেপি: হিমন্ত ।। বিল বিরোধিতা করে বাঙালিকে দূরে সরিয়ে দিয়েছে কংগ্রেস
  • তৃতীয় দফাতেও ইভিএম গন্ডগোল

প্রান্তজ্যোতি খবর,

  • রাজ্যের চার আসনে ভোটে ব্যাপক সাড়া
  • তৃতীয় দফার ভোট পড়ল ৬৬ শতাংশ- ভাগ্য নির্ধারণ হলো রাহুল, অমিত, বরুণ, মুলায়াম, শশী থারুরের

শ্রীলঙ্কায় ধারা বিস্ফোরণ নিয়ে যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম,

শ্রীলংকা হামলার দায় নিল আইএস- ক্রাইস্ট চার্চের বদলা নিতেই হামলা, মৃত বেড়ে ৩২১

সাময়িকের দ্বিতীয় শিরোনাম,

গুজরাট দাঙ্গায় গণধর্ষিতা বিলকিসকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের সুপ্রিম নির্দেশ – দিতে হবে সরকারি চাকরি, বাসস্থানও

করিমগঞ্জে মারপিটের ঘটনা নিয়ে সাময়িকের খবর,

রাজপথে মেয়ে কেন্দ্রিক মারপিট, হামলার ঘটনায় উত্তেজনা করিমগঞ্জে।। থানায় পড়ল এজাহার, চলছে পুলিশি টহল, শান্তির আহ্বান দুই বড় দলের।। ভাঙ্গায় প্রতিবাদী সভা থেকে ২৩ ঘণ্টার সময় দেওয়া হলো পুলিশ সুপারকে

যুগশঙ্খ লিখেছে,

মারামারির ঘটনায় তপ্ত করিমগঞ্জ, নিয়ন্ত্রণে পরিস্থিতি।। শান্তি বজায়ের আবেদন বিজেপি- কংগ্রেসের

সাময়িকের কয়েকটি টুকরো খবর,

  • বিজেপিতে যোগ দিলেন সানি দেওল
  • কাবুগঞ্জে বাজেয়াপ্ত আট লক্ষের জাল নোট, ধৃত দুই
  • আজ করিমগঞ্জে ৪ কেন্দ্রে ভোট
  • রাশিয়া থেকে ইভিএম হ্যাকিং: চন্দ্র
  • বিজেপিকে ভোট নয় বলায় বহিস্কৃত ১০ অগপ নেতা

নির্বাচনী ফলাফল নিয়ে প্রান্তজ্যোতির অ্যাঙ্কর প্রতিবেদন,

বুথ ফেরত সমীক্ষা- ‘চায় পে চর্চা’, ভারী হচ্ছে শিলচরের বাতাস

যুগশঙ্খের অ্যাংকর নিউজ,

দুধ পাতিলে পিএইচই-র প্লান্টের জ্বলে কীটনাশক, তদন্তে নামল ডগ স্কোয়াড

প্রথম পাতায় যুগশঙ্খের আরও কয়েকটি খবর,

  • নেপালের চৌকিদার বলে বিতর্কে হার্দিক
  • চৌকিদার বলে অবমাননা! রাহুলের বিরুদ্ধে নোটিশ সর্বোচ্চ আদালতের
  • গৌরীপুরে গ্রেফতার প্রিসাইডিং অফিসার, মহিলার মৃত্যু গোয়ালপাড়ায়
  • ভোটের পরই পেট্রোল-ডিজেলের দাম বাড়তে পারে

ভেতরের পাতায় যুগশঙ্খের খবর,

  • মিজোরামে মিনি ট্রাক খাদে পড়ে নিহত ধলাইর যুবক
  • নিয়াইরগ্রামের ঘটনা নিয়ে বাকযুদ্ধে আমিনুল -আনোয়ার:: সোনাইর বিধায়ককে পাল্টা চ্যালেঞ্জ হাইলাকান্দির এমএলএ-র

সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়,

একান্ন না একাত্তর, লড়াইয়ে মোড়

প্রান্তজ্যোতির সম্পাদকীয় শিরোনাম,

৫১ সাল ভিত্তি বর্ষ করিবার দাবি অসাংবিধানিক

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

শ্রীলঙ্কায় নাশকতা, পারস্পরিক দোষারোপ কেন ?

এবং

ভোটের বাজারে রাষ্ট্রদ্রোহ আইন

খেলার পাতায় চেন্নাই বনাম হায়দরাবাদ আইপিএল ম্যাচের খবরে প্রান্তজ্যোতি লিখেছে,

চেন্নাইয়ে ডুবল হায়দ্রাবাদের সূর্য

আজকের খেলা নিয়ে সাময়িকের শিরোনাম,

পঞ্জাবের বিরুদ্ধে চিন্তা বোলিং নিয়ে – জয় ধরে রাখাই লক্ষ্য কোহলিদের

এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ নিয়ে যুগশঙ্খের খবর,

কুস্তি অ্যাথলেটিকসে সাফল্য ভারতের, কুস্তি করে সোনা জিতলেন বজরং

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.