Also read in

Today’s Headlines: Legal measures will be taken for not taking the 10 taka coin: RBI

সুপ্রভাত, আজ রবিবার, ১৬ই জুন ২০১৯ খ্রিস্টাব্দ; ৩২শে জ্যৈষ্ঠ ,১৪২৬ বঙ্গাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

গতকাল রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী প্রদত্ত বক্তব্য নিয়ে মুখ্য শিরোনাম করেছে প্রান্তজ্যোতি এবং দৈনিক যুগশঙ্খ।

প্রান্তজ্যোতি জানাচ্ছে,

২০২৪-এ দেশের অর্থনীতির লক্ষ্য ৫ ট্রিলিয়ন ডলার: মোদি

দৈনিক যুগশঙ্খেরও প্রায় একই লিড নিউজ,

  • পাঁচ ট্রিলিয়ন অর্থনীতি কঠিন হলেও অসম্ভব নয়: মোদি
  • নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে সাময়িক প্রসঙ্গের প্রধান শিরোনাম,
  • কেন্দ্রের অর্থ সময়ে না মেলায় বহু প্রকল্প থমকে গেছে রাজ্যে: সর্বা ।। নীতি আয়োগের বৈঠকে সরব মুখ্যমন্ত্রী

এনআরএস হাসপাতালে নিগ্রহের পরিপ্রেক্ষিতে ডাক্তারদের আন্দোলনের খবর নিয়ে সাময়িক প্রসঙ্গের দ্বিতীয় শিরোনাম,

  • মুখ্যমন্ত্রীর আর্জি খারিজ- কর্মবিরতিতে অনড় ডাক্তাররা
  • আসমা জারি করতে চায় না সরকার: মমতা

১০ টাকার কয়েন কেন্দ্র সরকার দ্বারা স্বীকৃত এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা মান্য কারেন্সি, এটা যদি কেউ নিতে মানা করেন তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে, এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গুয়াহাটি শাখার এজিএম ও সেকশন অফিসার মনাজির আরফিন, এই খবর দিয়ে প্রান্তজ্যোতির শিরোনাম,

১০ টাকার কয়েন না নিলে আইনি ব্যবস্থা: আরবিআই

একই প্রসঙ্গে সাময়িক লিখেছে,

ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করবে ব্যাঙ্কিং লোকপাল: এজিএম আরফিন ।। অধিকাংশ ব্যাঙ্ক গ্রাহক বৈঠকে আমন্ত্রণই পেলেন না

এনআরসির খবরে প্রান্তজ্যোতির দ্বিতীয় শিরোনাম,

  • আত্মীয়ের লিগেসি ব্যবহার করে এনআরসিতে নাম তুলে সম্পত্তি দাবি- বাংলাদেশির বিরুদ্ধে নালিশ হাজেলাকে
  • ট্রাইবুন্যাল আইন সংশোধনীর তীব্র সমালোচনা আমসুর

যুগশঙ্খ এই প্রসঙ্গে লিখেছে,

বিদেশি ট্রাইব্যুনাল অর্ডারে আপত্তি, এবার আন্দোলন সংশোধনের দাবিতেও- ‘ডিটেনশন ভরো’ অভিযানে আমসু

যুগশঙ্খের আরও কয়েকটি খবর,

  • নাগরিকত্ব বিলে উগ্র অবস্থানে ক্ষতি, কমিটি করছে কংগ্রেস
  • রাজ্যসভায় আর দেখা যাবে না মনমোহনকে
  • নদী ভাঙ্গন প্রাকৃতিক দুর্যোগ, বৈঠকে সওয়াল সর্বানন্দের
  • মেঘালয়ে পাঞ্জাবীদের হুমকি! কনরাডকে চিঠি ক্যাপ্টেনের

সাময়িক প্রসঙ্গ ছবিসহ জানাচ্ছে,

ভূমিধসে নদী রাস্তা একাকার, বন্ধ শিলচর হাফলং সড়ক

সাময়িকের অন্য খবর,

নাগরিকত্ব বিল বিরোধিতায় ক্ষতি হয়েছে, কংগ্রেসের বৈঠকে ঝড়- প্রশ্ন তুললেন সুস্মিতা, কমলাক্ষ, মেজাজ দেখালেন গগৈ

৬ বছরের জন্য প্রাক্তন মন্ত্রী তথা ডাকসাইটে নেতা গৌতম রায়কে সাসপেন্ড করা হচ্ছে কংগ্রেস দল থেকে, এই খবরে সাময়িক লিখেছে,

গৌতম রায়কে সাসপেন্ড করার সিদ্ধান্তে সিলমোহর এপিসিসির

দৈনিক প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,

মহাসড়ক: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কাম্য

সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম,

অন্যের কাঁধে চাপাবেন না প্রিয়ঙ্কা ভরাডুবির দায় নিন

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

বৃষ্টিবিঘ্নিত বিশ্বকাপ ও ভারত-পাক ম্যাচ

এবং

সংখ্যালঘু উন্নয়ন ও নমো

বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে, এই খবরে প্রথম পাতায় যুগশঙ্খের শিরোনাম,

বিশ্বকাপে আজ ভারত পাক মহারণ

প্রথম পাতায় প্রান্তজ্যোতি লিখেছে,

আজ ভারত -পাক হাইভোল্টেজ ম্যাচ।। থাবা বসাতে পারে বৃষ্টি, আশঙ্কায় ক্রিকেট দুনিয়া

গতকালের খেলা নিয়ে প্রান্তজ্যোতি লিখেছে,

দুরমুশ শ্রীলংকা- ব্যাটে-বলে বাজিমাত অস্ট্রেলিয়ার

অন্য খবর,

প্রয়াত ব্যাডমিন্টন প্রশিক্ষক বাবলু রায়

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.