Also read in

Today’s Headlines: Majherghat mishap can re-occur in the Sadarghat Bridge, feared PWD head.

সুপ্রভাত, আজ বৃহস্পতিবার ২০শে সেপ্টেম্বর, ২০১৮ খ্রিষ্টাব্দ ।। ৩রা শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ ।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

এনআরসি নিয়ে সুপ্রিমকোর্টের রায়ের খবর আজ সবগুলো পত্রিকার ৮ কলাম জোড়া মুখ্য শিরোনাম ।

দৈনিক যুগশঙ্খের লিড নিউজ :

হাজেলায় আস্থা! ১০ নথিতেই সিলমোহর রঞ্জনের :: কেন্দ্র-রাজ্যের চেষ্টা বিফল, লিগ‍্যাসি হারিয়ে আরও সংকটে বাঙালিরা

প্রান্তজ্যোতি লিখেছে,

সুপ্রিম নির্দেশে আতঙ্কে খসড়াছুটরা – নাগরিকত্ব ১০ টি নথিই, ২৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন ।। ফের অনিশ্চয়তায় রাজ্যের বাঙালি! হতাশ আইনজীবীরা

সাময়িক এর মুখ্য শিরোনাম,

৫ নথি খারিজ সুপ্রিম কোর্টেও :: দাবি পেশের প্রক্রিয়া শুরু ২৫ সেপ্টেম্বর, মেয়াদ ৩০ থেকে বেড়ে ৬০ দিন

সাথে আছে,

  • লিগ‍্যাসির বৈধতা খারিজে অনেকেই আর আবেদন জানাতে পারবেন না – পুনর্বিবেচনার আবেদনই এখন একমাত্র পথ, মনে করছেন হাফেজ।
  • হাজেলা তথ্য ‘শেয়ার’ করতে পারবেন না

তিন তালাক নিয়ে যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম :

তিন তালাক এখন ফৌজদারি অপরাধ! অর্ডিন্যান্স কেন্দ্রের, রাতেই সই কোবিন্দের

এই প্রসঙ্গে প্রতিক্রিয়ার খবরে প্রান্তজ্যোতি লিখেছে,

  • রাজনৈতিক ফুটবল হিসেবে ব্যবহার করছে মোদি সরকার :কংগ্রেস
  • সংশোধনী মুসলিম মহিলা বিরোধী: ওয়েইসি
  • শিলচরের সদরঘাট সেতু নিয়ে সাময়িকের চাঞ্চল্যকর প্রতিবেদন,
  • মাঝেরহাটের পুনরাবৃত্তি ঘটতে পারে সদরঘাট সেতুতে, আশঙ্কা পূর্তকর্তার

দৈনিক যুগশঙ্খ অ‍্যাঙ্কর নিউজে জানাচ্ছে,

রাফাল : কংগ্রেসের ক‍্যাগ-দাবি ওড়ালো কেন্দ্র

প্রথম পাতায় যুগশঙ্খের আরো কয়েকটি খবর:

  • মন্দির নির্মাণে অর্ডিন্যান্সে সায় ভাগবতের
  • নওয়াজ’মরিয়মের কারাদণ্ড বাতিল ইসলামাবাদ কোর্টে
  • প্রাণনাশের হুমকি পেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব

দৈনিক প্রান্তজ্যোতির অ‍্যাঙ্কর প্রতিবেদন,

শরণার্থীদের আশ্রয়! অবাস্তব নথির বোঝা

প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর:

  • বিহালী ইঞ্জিনিয়ারিং কলেজের শিলান্যাস মুখ্যমন্ত্রীর- প্রতিশ্রুতি’ রাখল সরকার : সিদ্ধার্থ
  • মোদীর ‘আচ্ছে দিন’ -এ আস্থা কমছে, বলছে সমীক্ষা
  • বাংলাদেশ হয়ে উত্তরপূর্বে পণ্য পরিবহনে সায় ঢাকার
  • পাক গুপ্তচর সংস্থাকে গোপন তথ্য পাচার: ধৃত বিএসএফ জওয়ান

তিন এর পাতায় প্রান্তজ্যোতি জানাচ্ছে,

পারমিটহীন বাস ও অটো শহরে প্রবেশ নিয়ে সরব দক্ষিণ কাছাড় যান মালিক সংস্থা

একই প্রসঙ্গে সাময়িক লিখেছে,

আজ রাস্তায় নেমে শহরে ভারী যাত্রীবাহী যান আটকাবে অ্যাসোসিয়েশন

এশিয়া কাপে গতকাল ভারতের বিরুদ্ধে পাকিস্তান ১৬২ রান করে অল আউট হয়ে যায়, জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ভারত প্রয়োজনীয় রান সংগ্রহ করে ম্যাচ জিতে নেয় , এই খবরে প্রান্তজ্যোতি লিখেছে :

দুবাইয়ের দ্বৈরথে আত্মসমর্পণ পাকিস্তানের

স্থানীয় সুপার ডিভিশন ফুটবলের খবরে সাময়িক জানাচ্ছে,

রামানুজে পয়েন্ট ভাগ করল টাউন-অরুণাচল

এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম ।।আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.