সুপ্রভাত, আজ শুক্রবার, ৩০শে ফাল্গুন ,১৪২৫ বঙ্গাব্দ ; ১৫ই মার্চ, ২০১৯ খ্রিস্টাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আসন্ন নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থী নিয়ে জল্পনা-কল্পনার খবরকে শিরোনাম করেছে স্থানীয় পত্রিকা গুলো।
প্রান্তজ্যোতির লিড নিউজ,
প্রতি আসনের জন্য বিজেপির তিনজনের প্যানেল চূড়ান্ত- অগপ কার্যালয়ে বিজেপির নেতৃবৃন্দ
অ্যাঙ্কর প্রতিবেদনে আছে,
শিলচর লোকসভা- মিসবাহুলের প্রার্থিত্ব বিশবাঁও জলে, স্বস্তিতে কংগ্রেস
যুগশঙ্খের মুখ্য শিরোনাম,
এক নম্বরে কবীন্দ্রই, করিমগঞ্জে কৃপা! চূড়ান্ত প্যানেল নিয়ে আজ দিল্লিতে যাচ্ছেন সর্বা-হিমন্ত
সাথে আছে,
জট ছাড়ে নি এখনও, আজ দিল্লিতে বৈঠকে চূড়ান্ত হবে দশ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী
সাময়িক প্রসঙ্গের লিড নিউজ,
- শিলচর প্রার্থীত্বে এগিয়ে কবীন্দ্র, করিমগঞ্জে মালা।। তালিকা কাল: বাদ পড়ছেন মন্ত্রী রাজেন, বিজয়া, প্রার্থী হচ্ছেন হিমন্ত
- সুস্মিতা, গৌরব ছাড়া কারো নাম নিশ্চিত হয়নি।। কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে কাল
দ্বিতীয় শিরোনামে সাময়িক জানাচ্ছে,
অসুস্থ নয়, পাকিস্তানে ভালই আছে মাসুদ, ফের অডিও বার্তা জৈশের ।।রাষ্ট্রসঙ্ঘে সন্ত্রাসী তকমা ইস্যুতে কংগ্রেস-বিজেপি তরজা
শিলচর শহরের ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক স্মৃতিবিজড়িত গান্ধীবাগে মার্কেট কমপ্লেক্স ও বিপিনচন্দ্র পাল সভাস্থলে স্টার হোটেল নির্মাণে এক বেসরকারি নির্মাণ সংস্থার সঙ্গে চুক্তি করেছে পুরসভা, এমন তথ্য নিয়ে সাময়িক প্রসঙ্গের খবর,
গান্ধী বাগে মার্কেট কমপ্লেক্স, বিপিন পাল মিলনায়তনে হচ্ছে স্টার হোটেল- প্রতিবাদে আন্দোলনের হুমকি প্রাক্তন পুরপতির
এই খবরে প্রান্তজ্যোতি তিন এর পাতায় বক্স করে লিখেছে,
অমরূত প্রকল্পের অর্থে গান্ধীবাগে ব্যবসা কেন্দ্র খুলছেন পুরপতি ঠাকুর, অভিযোগ তুললেন তমাল বণিক
আসাম বিশ্ববিদ্যালয়ে সপ্তদশ সমাবর্তন অনুষ্ঠান হয়ে গেল গতকাল এই নিয়ে সাময়িকের অ্যাংকর প্রতিবেদন,
ডিগ্রি নিয়ে ৭৮ শতাংশ ইঞ্জিনিয়ারই বেকার: উপাচার্য এপি দাস
এই প্রসঙ্গে প্রান্তজ্যোতি লিখেছে,
শিক্ষা বিশ্বমানের না হলে মুখ থুবড়ে পড়বে বিশ্ববিদ্যালয়গুলো: তামিলনাড়ুর ভিসি
প্রান্তজ্যোতি বক্স করে ছবি সহ জানাচ্ছে,
সোনিয়া ঘনিষ্ঠ টম বড়ক্কন বিজেপিতে
মুম্বাইয়ে মেরামতের সময় ফুট ব্রিজ ভেঙে পড়ার খবর সবগুলো স্থানীয় পত্রিকা পরিবেশন করেছে। যুগশঙ্খের শিরোনাম,
মুম্বাইয়ে ফুটব্রিজ ভেঙে মৃত ৬, জখম ৩৬
প্রথম পাতায় যুগশঙ্খের আরও কয়েকটি খবর,
- সুপ্রিম কোর্টকে অবমাননা করে নাগরিক পঞ্জির নবায়ন : মহাসংঘ
- রাফাল নথি: কেন্দ্রের দাবি নিয়ে রায় স্থগিত সুপ্রিম কোর্টের
- এনজিওকে সাংসদ তহবিলের টাকা, স্মৃতির বিরুদ্ধে মামলা চায় কংগ্রেস
- ১৬বছর বয়সি গ্রেটা নোবেল পুরস্কারের জন্য বিবেচিত
- কংগ্রেস মানুষের ওপর কোন কিছু চাপিয়ে দেয় না, মোদিকে তোপ রাহুলের
ভেতরের পাতায় সাময়িকের কয়েকটি খবর,
- ত্রিপুরা সুন্দরী থামেনি, ভাঙচুর পাথারকান্দিতে
- মনজিল বা দলের অন্য কেউ কয়লা সিন্ডিকেট-এ জড়িত নন, দাবি বিজেপির
- বালু নয় রাবিশ দিয়েই কাটিগড়ায় সড়ক নির্মাণ, ভোটের বাক্সে জবাব দেবেন মানুষ
- নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে শিলচরে বরাক ভ্যালি কমিশনার আনোয়ার উদ্দিন
সম্পাদকীয়তে আজ প্রান্তজ্যোতির শিরোনাম,
বরাকে কতকাল ওজনে মার খাবে ক্রেতারা
সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয়,
এনডিএ-র শক্তি বাড়ছে, বিরোধীরা ছন্নছাড়া
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
উনিশের নির্বাচনে যুব প্রজন্মের নির্ণায়ক ভূমিকা
এবং
আদালত সম্পর্কে মমতার বক্তব্য অকাট্য
খেলার পাতায় বৈদ্যনাথ ট্রফি স্কুল ক্রিকেট নিয়ে সাময়িকের খবর,
স্কুল ক্রিকেটে জয় প্রণবানন্দ, শিশুতীর্থের
যুগশঙ্খ বিরাট কোহলিকে উদ্ধৃত করে লিখেছে,
বিশ্বকাপে কেউ ফেভারিট নয় :বিরাট।। তৃতীয় স্পিনার হিসেবে টিম ম্যানেজমেন্টের নজরে জাদেজা
প্রান্তজ্যোতি জানাচ্ছে,
সোনাইয়ে গ্রামীণ অ্যাথলেটিকস শুরু আগামীকাল
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.