সুপ্রভাত, আজ রবিবার, ৯ই চৈত্র ,১৪২৫ বঙ্গাব্দ ; ২৪শে মার্চ, ২০১৯ খ্রিস্টাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন সাংসদ রাম প্রসাদ শর্মা, এই সংক্রান্ত বিভিন্ন খবরকে আজ স্থানীয় পত্রিকা গুলো লিড করেছে।
প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম,
তেজপুরে পল্লবলোচন, নগাঁওয়ে রূপক প্রার্থী।। পাঁচ সাংসদকে মনোনয়ন দেয়নি গেরুয়া দল
সাময়িক প্রসঙ্গের লিড নিউজ,
তেজপুরে হিমন্ত অনুগত পল্লবলোচন, নয়া দল গড়ার হুমকি আর পি শর্মার
দৈনিক যুগশঙ্খের মুখ্য শিরোনাম,
হিমন্তের চালেই তেজপুরে পল্লব, নওগাঁয় কুপোকাত রাজেন।। সাত সাংসদের পাঁচ জনের টিকিট ছাঁটাই, চা উপজাতির তিনজনকে প্রার্থিত্ব
সাথে আছে,
- ডুপ্লিকেট বিজেপি! হিমন্তকে দায়ী করছেন রামপ্রসাদ
- শেষ সময় আমাকে বঞ্চিত করাটা উচিত হয়নি: গোহাই
সাময়িক প্রসঙ্গের দ্বিতীয় শিরোনাম,
ভূমিপুত্র মুসলিমদের এক হওয়ার ডাক- নাজিয়াকে সামনে রেখে সুস্মিতাকে চ্যালেঞ্জ মিসবাহুলের
মনোনয়ন সংক্রান্ত খবর,
কাল মনোনয়নপত্র জমা দেবেন সুস্মিতা, রাজদীপ
প্রান্তজ্যোতি জানাচ্ছে,
কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র হাত ধরে মনোনয়নপত্র জমা দেবেন কৃপানাথ – ২৬ মার্চ করিমগঞ্জে বিশাল মিছিল
সাময়িক প্রসঙ্গ বক্স করে জানাচ্ছে,
মায়ানমারে পাচারের পথে ১৩টি সার বোঝাই লরি আটক শিলচরে
হিমন্ত বিশ্ব শর্মাকে উদ্ধৃত করে প্রান্তজ্যোতির খবর,
‘হু ইজ বদরুদ্দিন’ বলার সাহস বিজেপিরই আছে: হিমন্ত
প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরও দুটি খবর,
- প্রথম লোকপালকে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি
- ভারতের পরবর্তী নৌ সেনা প্রধান করমবীর সিং
দৈনিক যুগশঙ্খ অ্যাংকর প্রতিবেদনে জানাচ্ছে,
ডিজিটাল যুগের সঙ্গে পাল্লা দেওয়ার প্রস্তুতি- গাম্ভীর্যের ছকবাঁধা অনুষ্ঠানে যুগশঙ্খ সাহিত্য পুরস্কার হিমাশিসকে
তিনের পাতায় প্রান্তজ্যোতির খবর,
- গেটে তালা ঝুলিয়ে আন্দোলনে উত্তাল জিসি কলেজ, চাপের কাছে নতি স্বীকার কর্তৃপক্ষের
- কাটিগড়ায় গাড়ি থামিয়ে ডাকাতি, ছিনতাই নগদ অর্থ
ভেতরের পাতায় সাময়িকের কয়েকটি খবর,
- সুগার মিলের পুনরুজ্জীবনে সরকারি নীরবতায় আজ রাতাবাড়িতে মিল প্রাঙ্গণে বৈঠক
- ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
- সীমান্তে গুলির জবাবে ১২ পাক সেনাকে নিকেশ করলো ভারত
সম্পাদকীয়তে আজ প্রান্তজ্যোতির শিরোনাম,
বনধ্ নিষিদ্ধ ঘোষণাকে স্বাগত
সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়,
বেদনাদায়ক কিন্তু অবসর তো নিতেই হয়
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
ব্যক্তি না দল
এবং
রাজার আছে, প্রজার সুখ নেই
আইপিএল ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো গতকাল, এই খবরে সাময়িক প্রসঙ্গের শিরোনাম,
চেন্নাইয়ের স্পিনে কাটা পড়ল আরসিবি- ধোনির চালে মাত বিরাট
প্রান্তজ্যোতির খবর,
পুলওয়ামা স্মরণে মিলিটারি ব্যান্ডেই সূচনা দ্বাদশ আইপিএলের
স্কুল ক্রিকেটের খবরে যুগশঙ্খ জানাচ্ছে,
বৈদ্যনাথ ট্রফি জিতে হোলিতে মাতলো গভর্ণমেন্ট স্কুল
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.