Also read in

Today’s Headlines: More Hindus will only be dropped due to lack of documents, center is under pressure from Sangh.

সুপ্রভাত, আজ রবিবার, ১৪ই জুলাই,২০১৯ খ্রিস্টাব্দ ; ২৮শে আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

সমগ্র রাজ্য তথা বরাক উপত্যকা জুড়ে বন্যার পদধ্বনি নিয়ে বিভিন্ন খবর আজ স্থানীয় পত্রিকা গুলোর প্রথম পাতা’র সিংহভাগ জুড়ে রয়েছে।

দৈনিক যুগশঙ্খের মুখ্য শিরোনাম,

তলিয়ে গেল স্কুল- মসজিদ! ভয়ানক বন্যার তান্ডব রাজ্যে

সাথে আছে

১৬ জুলাই পর্যন্ত বন্ধ পাহাড় লাইন

প্রান্তজ্যোতির লিড নিউজ,

গ্রাম বরাকে বন্যার থাবা – বিপদসীমার ৬৮ সেন্টিমিটার উপরে বরাক

সাথে ছবি সহ আছে,

  • জলবন্দি শিলচর, নাকাল শহরবাসী
  • করিমগঞ্জ শহরের বন্যার জল ঢোকার আশঙ্কা
  • বন্যা: সর্বাকে সহায়তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
  • বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক অমিতের
  • হাইলাকান্দির গ্রামে জল বন্দি মানুষ, বিচ্ছিন্ন সড়ক

সাময়িক লিখেছে,

  • ফুঁসছে সব নদী, বরাকে বন্যাতঙ্ক
  • চরম দুর্ভোগ: ফের জলে ভাসলো শিলচর
  • জলমগ্ন রাস্তাঘাট দেখলেন সাংসদ রাজদীপ রায়
  • করিমগঞ্জের পরিস্থিতি জটিল, শহর বাঁচানোর চেষ্টা
  • পরিদর্শন করলেন চীফ ব্রিজ ইঞ্জিনিয়ার: ১৬ জুলাই পর্যন্ত পাহাড় লাইনে চলবে না রেল

এনআরসি নিয়ে সাময়িকের আট কলাম জোড়া মুখ্য শিরোনাম,

নথির অভাবে বাদ পড়বেন হিন্দুরাই, সংঘের চাপে কেন্দ্র ।। অশান্তি ঠেকাতে জাতীয় নিরাপত্তা পরিষদ বৈঠক ডাকল

প্রান্তজ্যোতি অ্যাংকর প্রতিবেদনে জানাচ্ছে,

  • গুয়াহাটির এক ব্যক্তিকে গোয়ালপাড়ায় ‘ডি’ ক্যাম্পে পাঠাল সীমান্ত পুলিশ – ‘ডি’ ভোটারদের পালান ঠেকাতে তৎপরতা পুলিশের
  • অনিশ্চয়তায় পাহাড় লাইনে রেল চলাচল- ধস অব্যাহত, বাতিল সব ট্রেন

বক্স করে ছবি সহ আছে,

শিলচরে বরাক নদীতে নিখোঁজ পুর কর্মচারী

যুগশঙ্খ জানাচ্ছে,

এনআরসির চূড়ান্ত খসড়া, নিরাপত্তার বিষয়ে বৈঠক নগাঁওয়ে

ভেতরের পাতায় যুগশঙ্খের খবর,

  • নতুন দশটি ক্যাম্প কাদের জন্য, স্পষ্ট করুক সরকার: সারা আসাম বাঙালি ঐক্য মঞ্চ
  • বদরপুরে সড়ক দুর্ঘটনায় হত যুবক, আহত ১
  • কলাই ডালের বড়ি বিক্রি করে সাড়া জাগালো করিমগঞ্জের এস এইচ জি
  • মাশুল ছাড়া ভর্তির দাবিতে উচ্চশিক্ষা সঞ্চালককে স্মারকপত্র

সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়,

বরাকেও বন্যার পদধ্বনি, অবহেলিত বাঁধ নিয়ে শঙ্কা

দৈনিক প্রান্তজ্যোতির সম্পাদকীয় শিরোনাম,

ডুবছে বরাক, ডুবছে রাজ্য

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

আর্টিকল ফিফটিন

এবং

সোশ্যাল মিডিয়া সংযুক্তিকরণ

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আজ ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের খেলা অনুষ্ঠিত হবে বিকেল তিনটায়, এই প্রসঙ্গে সাময়িক লিখেছে,

লর্ডসের ব্যালকনিতে ট্রফি থাকবে কার হাতে?

যুগশঙ্খের শিরোনাম,

আজ নয়া বিশ্ব চ্যাম্পিয়ন পাচ্ছে ক্রিকেট বিশ্ব

প্রান্তজ্যোতি লিখেছে,

বিশ সাল বাদ ক্রিকেট মক্কায় বিশ্ব সেরার লড়াই আজ

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।।

Comments are closed.