Also read in

Today’s Headlines: NRC- forcibly collected the signature for Lakhs of objections, covert design came to limelight.

সুপ্রভাত, আজ রবিবার, ২১শে বৈশাখ ,১৪২৬ বঙ্গাব্দ ; ৫ই মে, ২০১৯ খ্রিস্টাব্দ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

ঘূর্ণিঝড় ফণী আজও সবগুলো স্থানীয় পত্রিকার শিরোনামে উঠে এসেছে।

সাময়িক প্রসঙ্গের লিড নিউজ,

ফণী অসমে ফণা তুলেনি, দিনভর বৃষ্টিতে নাকাল রাজ্য

দ্বিতীয় শিরোনামে আছে,

  • উত্তর-পূর্বে বাতিল ৭৯ টি বিমান, প্রধান প্রধান নদীতে বন্ধ ফেরি পরিষেবা।। পুরিতে আটকে অসমের বহু যাত্রী, জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর
  • যতটা গর্জাল, ততটা বর্ষাল না ফণী

আছে অ্যাঙ্কর প্রতিবেদন,

নিখুঁত পূর্বাভাস, তাই ফণী হয়ে উঠতে পারল না আয়লা

দৈনিক প্রান্তজ্যোতির আট কলাম জোড়া শিরোনাম,

বিধ্বস্ত ওডিশা, মৃত্যু ১২

সাথে আছে,

  • ফণী তাণ্ডবে তছনছ বাংলাদেশ, হত ১৫
  • প্রবল তাণ্ডবের পরও অক্ষত পুরীর মন্দির
  • ভারতীয় হাওয়া দপ্তরের প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপুঞ্জ
  • আতঙ্ক কাটিয়ে সূয্যি মামার উঁকিতেই ঘুম ভাঙলো কলকাতার

দৈনিক যুগশঙ্খেরও আট কলাম জোড়া শিরোনাম,

  • ফণীর ছোবলে বাংলাদেশে মৃত ১৬ -ওড়িশায় মৃত্যু বেড়ে ১২, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণ অভিযান
  • প্রবল বৃষ্টি, ঝড়ো হাওয়ার কবলে রাজ্য- সোমবার পর্যন্ত অপরিবর্তিত থাকবে আবহাওয়া

বিদেশি সংশয়ে খসড়ায় অন্তর্ভুক্ত দু লক্ষ লোকের নামে আপত্তি- ঘরে ঘরে গিয়ে জোর করে স্বাক্ষর সংগ্রহ করে আপত্তি দাখিলে বাধ্য করানো হয়েছিল একাংশ সাধারণ মানুষকে, যারা নিজেরাই জানেন না, এই খবর আজ সবগুলো স্থানীয় পত্রিকার গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে।

যুগশঙ্খ অ্যাঙ্কর প্রতিবেদনে লিখেছে,

জোর করে স্বাক্ষর সংগ্রহ করে লক্ষ লক্ষ আপত্তি, প্রকাশ্যে এল গোপন অভিসন্ধি- কোকরাঝাড়ে আবসুর নামে গুরুতর অভিযোগ, আপত্তি প্রত্যাহারের আবেদন একাংশ লোকের

এই প্রসঙ্গে সাময়িক জানাচ্ছে,

এনআরসিতে নাম কর্তনের ছক ফাঁস করল আমসু- আপত্তিপত্রে জোর করে সই নেয় আবসু, জানালেন বোড়ো নাগরিকরা

ছবিসহ সাময়িকের অন্য খবর,

করিমগঞ্জ দিয়ে কুড়ি জনকে ফেরত পাঠানো হল বাংলাদেশ- সাত সকালে শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি

সাময়িক প্রসঙ্গ বক্স করে জানাচ্ছে,

লেনিনের পর এবার ত্রিপুরায় ভাঙ্গা হলো কবি সুকান্তের মূর্তি

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,

  • ১৫ মে অসম মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা
  • ৫.১ তীব্রতার ভূমিকম্প অসমে, নেই ক্ষয়ক্ষতির খবর
  • ইজরায়েলকে লক্ষ্য করে অন্তত ১০০টি রকেট ছুড়ল হামাস
  • শিলচর গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে জুড়ছে একটি এসি থ্রি টায়ার কামরা
  • দিল্লিতে রোড শো’য়ে বেরিয়ে সপাটে চড় খেলেন কেজরিওয়াল

প্রান্তজ্যোতির অন্য খবর,

সরকারি স্কুলের শিক্ষক হয়েও রশিদের ঠিকানা এখন ডি ক্যাম্প

ভেতরের পাতায় প্রান্তজ্যোতির খবর,

  • আন্তর্জাতিক এক্সেলেন্সে পুরস্কার স্বপন সিনহাকে
  • শিলচর প্রেস ক্লাবে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডের অনুষ্ঠানে সংবর্ধিত অতীন দাশ
  • গৌহাটি-শিলং রুটে দুঃসাহসিক ডাকাতির কবলে বরাকের যাত্রীরা

পঞ্চম পৃষ্ঠায় যুগশঙ্খের খবর,

করিমগঞ্জে টাওয়ার লাইনের কাজ শুরু করতে সর্বানন্দের দ্বারস্থ কমলাক্ষ- মেঘালয়ের সড়কে ডিজেল ফেলে দুর্ঘটনা ঘটানো হচ্ছে, অভিযোগ বিধায়কের

সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়,

দিল্লি যাবে হাওয়াই চটি, না পড়েই থাকবে ব্রিগেডে

প্রান্তজ্যোতির সম্পাদকীয় শিরোনাম,

শেষ পর্যন্ত কাগজ কল দুইটি দেউলিয়া ঘোষিত হইল?

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

বিশ্ব- সন্ত্রাসী আজহার

এবং

বন্ধুত্বে রাজনীতি নেই

খেলার পাতায় আইপিএলের খবরে প্রান্তজ্যোতি লিখেছে,

রাজস্থানকে হারিয়ে লীগে ‘সেকেন্ড বয়’ দিল্লি

সাময়িকের শিরোনাম,

  • পরাগের অসাধারণ লড়াই সত্ত্বেও প্লে-অফের স্বপ্ন চূর্ণ রয়্যালসের
  • আইপিএলে আজ- পাঞ্জাব বনাম চেন্নাই, মুম্বাই বনাম কলকাতা

যুগশঙ্খের খবর,

জাতীয় পর্যায়ের কবাডিতে সরস্বতী শিশু নিকেতন

অন্য খবর,

ফণীর প্রভাব শিলচরের ২২ গজেও

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.

error: Content is protected !!